0 comments

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল মনে রাখবেন, আপনাকে যেকোন উপায়ে মনেরাখতেই হবে। সেটা শুনতে খারাপ, ভাল হয়নি এরুপ ভাবলে কখনও মনে রাখতে পারবেন না। আরব্যতিক্রমী না হলে আপনি কখনও কিছু মনে রাখতেপারবেন না। তাই আসুন নিচের প্রয়োজনীয়মৌলগুলোর নাম সহজভাবে মনে রাখি। গ্রুপ 1A: H Li Na K Rb Cs Fr হা লায় না কি রাবি-তে কাশ ফেলেছে গ্রুপ 2A : Be Mg Ca Sr Ba Ra বেয়াদব মাইয়াগো কাম শরীর বাইরে ...

0 comments

জৈব যৌগ কি এবং বিস্তারিত।

 ১. জৈব যৌগ কাকে বলে/ বলতে কি বুঝ? উত্তর- হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। ২. কিছু জৈব যৌগের উদাহরন- উত্তর- মিথেন (CH4), আয়োডো মিথেন (CH3I) মিথানল (CH3OH), গ্লুকোজ (C6H12O6), বেনজিন (C6H6) ইত্যাদি। ৩. বৈশিষ্ট্য অনুসারে জৈব যৌগ কত প্রকার? উত্তর- দুই প্রকার, যথা- অ্যালিফেটিক যৌগ,অ্যারোমেটিক যৌগ। ৪. অ্যালিফেটিক ...