Recent Post
Loading...
মোবাইল অ্যাপ থেকে আয় করে মিলিওনিয়ার কিংবা বিলিওনিয়ার হওয়ার খবর প্রায়ই মেলে। দেশেও অনেকে অ্যাপ থেকে প্রচুর আয় করেন বলে শোনা যায়। অনেকের কাছে বিষয়টি একটু ধোয়াসা। ফ্রি অ্যাপ থেকে কিভাবে এত আয় হয় তা নিয়ে তাদের বিস্ময়। বিষয়টা একটু খতিয়ে দেখা যাক।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। সময়টা এখন স্মার্টফোনের তা হরহামেশাই বলে থাকেন অনেকে। তো এ ডিভাইসের এত জনপ্রিয়তা পাবার কারণ কি? একটু খুঁজলেই মিলবে এর উত্তর। এর পেছনে রয়েছে আসলে অ্যাপ বা অ্যাপ্লিকেশনের জয় জয়াকার। এখন অনেক কাজ সহজ করে দিয়েছে এসব অ্যাপ। এ কারণে স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে। বাড়ছে নতুন অ্যাপের চাহিদাও।
চাহিদা বাড়ায় ডেভেলপাররা ঝুঁকছেন নানা ধরনের অ্যাপ তৈরির কাজে। কোন অ্যাপ তৈরি করে তারা কিভাবে আয় করেন এমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে এ লেখায়।
মূলত তিন ধরনের অ্যাপ তৈরি করেন ডেভেলপাররা। তাই আয় বা রেভেনিউয়ের ভিত্তিতে মোবাইল অ্যাপ হয় তিন ধরনের। এসব অ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বেশি জনপ্রিয়।
আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দু’টির জন্যই রয়েছে অ্যাপল ও গুগলের নিজস্ব মার্কেট প্লেস।
পেইড অ্যাপ
যখন ডেভেলপাররা পেইড অ্যাপ তৈরি করে মার্কেটপ্লেসগুলোতে উন্মুক্ত করেন, তখন কোনো ইউজার সেটা ব্যবহার করতে গেলে নির্দিষ্ট অংকের টাকা পে করে অ্যাপ ডাউনলোড করতে পারে।
এ ক্ষেত্রে কোনো অ্যাপের দাম ৯৯ সেন্টও হতে পারে, পাঁচ ডলারও হতে পারে। কোনো অ্যাপের দাম যদি ৫ ডলার হয় এবং সেটা একশ’টা বিক্রি হলে তবে ডেভেলপার ৫০০ ডলার পাবেন ব্যাপারটা এমন নয়।
এ আয়ের ৩০ শতাংশ অ্যাপ স্টোরগুলো নিয়ে যাবে। মানে ৫০০ ডলার থেকে ডেভেলপার পাবেন ৩৫০ ডলার। তবে স্টোর ভেদে এটা কম বেশি হতে পারে। বাংলাদেশের জন্য গুগল প্লে স্টোরে পেইড অ্যাপ সাপোর্ট করে না।
ইন অ্যাপ পার্চেজ
এক্ষেত্রে মূল অ্যাপটি ফ্রি। কিন্তু অ্যাপের ভেতরে কিছু সুবিধা পেতে ব্যবহারকারীকে ডলার খরচ করতে হবে। যেমন, ক্ল্যাশ অব ক্ল্যান গেইমটি সম্পূর্ন ফ্রি। কিন্তু গেইমটি খেলতে গেলে দ্রুত ভালো করতে গেলে জেমস কিনতে হয়। এ থেকেই ডেভেলপার আয় করেন। তবে এক্ষেত্রেও স্টোরগুলোকে একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে।
বর্তমানে ইন অ্যাপ পার্চেজ অ্যাপের চাহিদা সবচেয়ে বেশি। বাংলাদেশের জন্য গুগল প্লে স্টোরে এখনও পেইড অ্যাপের মত ইন অ্যাপ পার্চেজ সাপোর্ট করে না। তাই দেশি ডেভেলপারদের শুধু ফ্রি অ্যাপ আপলোড করতে হয়।
ফ্রি অ্যাপ
গুগল প্লে স্টোরে বাংলাদেশ থেকে ডেভেলপারদের করা অ্যাকাউন্ট থেকে শুধু ফ্রি অ্যাপ অ্যাপলোড করা যায়। এক্ষেত্রে ডেভেলপাররা শুধ ফ্রি অ্যাপ আপলোড করেন। এ থেকে আয় করতে তারা বিজ্ঞাপন ব্যবহার করেন।
বিজ্ঞাপন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাডমব। এ বিজ্ঞাপনুলো সাধারণত কস্ট পার ক্লিক/কস্ট পার মাইল ভিত্তিতে পে করে থাকে ডেভেলপারদের। এভাবেই ফ্রি অ্যাপ থেকে আয় করে থাকেন ডেভেলপাররা।
অনেক সময় নিজের অসাবধানতার কারণে আপনার পিসি অথবা মোবাইল ফোনে ব্যবহৃত মেমোরি কার্ড এর সকল তথ্য হঠাৎ ডিলেক্ট হয়ে যায়। এ সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হয়তো মুছে যায়। তবে আর চিন্তা নেই। এখন থেকে আপনি আপনার মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া সকল তথ্য পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। তবে তা করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো –

১. http://www.piriform.com/recuva এই লিঙ্কটি থেকে রিকুভা নামের সফটওয়্যার ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করুন।
২. সফটওয়্যারটি চালু করে প্রদর্শিত তালিকা থেকে Pictures অপশন নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন।
৩. এবার মুছে যাওয়া ছবি যে ফোল্ডার বা স্থানে ছিল তা নির্বাচন করে আবারও Next বাটনে ক্লিক করুন। এতে করে সফটওয়্যারটি মেমোরি কার্ড স্ক্যান করে মুছে যাওয়া JPEG ফরমেটের ছবি প্রদর্শন করবে। Switch to advanced mode বাটনে ক্লিক করে অন্যান্য ফরমেটের ছবিও খুঁজে পাওয়া সম্ভব।
৪. এরপর আপনার হারানো ছবিগুলা নির্বাচন করার পরে Recover বাটনে ক্লিক করুন এবং আপনি এই ছবিগুলা কোথায় সেভ করে রাখতে চান সেটি ব্রাউজ অপশনে গিয়ে ঠিক করে দিন। এর পরপরই আপনার হারানো ছবিগুলো ওই ফাইলে ফেরত চলে আসবে।
নতুনদের স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ব্যবসায় প্রশাসন, ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, গণিত, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ এবং ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। প্রার্থীদের যোগাযোগে দক্ষ এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
বয়স
প্রার্থীদের বয়স ৩১ মার্চ, ২০১৭ অনুযায়ী অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের এক বছরের শিক্ষানবিশকালে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪৪ হাজার টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়োগপ্রাপ্তদের বেতন ৫৮ হাজার টাকায় উন্নীত হবে। এ ছাড়া অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
ব্যাংক এশিয়ার ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটির ঠিকানা ‘bit.ly/2o7QEnd’। আগামী ৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা।
বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলোয় ২৭ মার্চ, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

Sales Executive, Card Division

Eastern Bank Ltd.

Job Description / Responsibility
  • Ability to sell consumer products mainly; all sort of credit cards and other relevant products
  • Managing sales matrix along with finding potential customers
  • Coordinate with Line Manager; preparing monthly, weekly & daily report
Job Nature
Full-time
Educational Requirements
    Graduate preferably in Business Studies/ BBA/ MBA/ MBM or Economics
Job Requirements
  • 6 Months experience In similar exposure will be an added advantage; fresh graduates are also encouraged to apply
  • Mature, pleasant and presentable personality
  • Good communication and interpersonal skills
  • High energy, confident, creative, resourceful and target orientated
  • Flexible, result driven and able to work independently to achieve sales target
Job Location
Chittagong, Dhaka
Salary Range
    Minimum Gross Salary BDT 12,000 (Higher if have similar experience)
Other Benefits
  • Uncapped lncentive/ Commission Plan based on performance
  • Two Festival Bonuses
  • Other admissible benefits as per company policy
Job Source
Bdjobs.com Online Job Posting

 Apply Online

or
Send your CV to mhadi.ebl@gmail.com or Click here to Email CV from MY BDJOBS account.

Applicant must enclose his/her Photograph with CV.

Application Deadline : Mar 30, 2017

CA Professional

National Credit and Commerce Bank Limited

Job Context
    National Credit and Commerce Bank Limited has been operating as one of the leading Private Commercial Banks with its strong business network of 106 online branches across the country, and providing personalized & customer friendly banking services to its cliental in a responsive and technology based environment. As an equal opportunity employer, the Bank invites application from smart, young, energetic, confident & self- motivated CA Professionals for Bank`s Financial Administration Division & Internal Control & Compliance Division.
Job Description / Responsibility
  • Ensure maintenance and preparation of accounts as per requirements of Banking Companies Act, Companies Act, Bangladesh Accounting Standards, Bangladesh Securities & Exchange Commission rules etc.
  • Conversant with Risk based capital adequacy, capital structuring, SREP, stress testing, liquidity Management.
  • Fair knowledge of taxation, VAT etc.
  • Carry out Risk Based Internal Audit of branches/divisions.
  • Conduct IT audit as per IT policy of the Bank.
  • Safeguard enterprise information by designing, implementing, and enforcing security controls.
  • Identify and evaluate complex business, technology and business risks to the relevant IT audit procedures.
Job Nature
Full-time
Educational Requirements
    ACCA/ CISA/ CA CC/ Knowledge Level completed with MBA/ BBA/ Masters in Finance, Accounting and Banking & Economics having no 3rd Class/ Division in academic records.
Experience Requirements
  • At least 3 year(s)
Job Requirements
    At least 03 (three) years experience in any Bank/ Non Banking Financial Institution/ related areas.
Job Location
Anywhere in Bangladesh
Other Benefits
    Attractive pay & compensation package and befitting designation will be offered to the deserving candidates based on the experiences and competency.
Job Source
Bdjobs.com Online Job Posting

Apply Instruction
Interested candidates may apply with a Resume and 02 copies of passport size photograph along with photocopies of academic certificates addressed to the Head of Human Resources Division, NCC Bank Bhaban, 13/1 & 13/2 Toyenbee Circular Road, Motijheel C/A, Dhaka-1000 latest by April 13, 2017. Only short listed candidates will be called for interview. The Management reserves the right to accept or decline any application at its discretion.

Any persuasions or canvassing in any stage of selection process shall be treated as disqualification.

Applicant must enclose his/her Photograph with CV.

Application Deadline : Apr 13, 2017

Officer/ Senior Executive Officer

Prime Bank Limited

Job Context
  • Officer - Senior Executive Officer as Civil/ Electrical/ Mechanical Engineers
  • The above grades/positions will be offered to deserving candidates depending on experience and competencies.
Job Description / Responsibility
  • Planning and controlling project schedule.
  • Preparation of BOQ & tender documents, and tender evaluation.
  • Development & preparation of layout plans for different projects of Bank.
  • Guiding the consultant for preparation of layout plans and 3D views.
  • Guiding the consultant for preparation of BOQ, Tender documents etc.
  • Liaison with the landowner, consultant and contractor regarding proper direction for smooth completion of project and solution of all technical problems during execution of project.
  • Quality control and controlling budgets of individual projects.
  • Periodic site visit regarding assessment of technical features, progress of work and decision on technical issues.
  • Structural feasibility study on premises for opening of new branch / ATM booth.
  • Preliminary structural assessment of Bank's premises purchased or hired and coordinating with structural consultant for detail assessment if deemed necessary.
  • Processing payment of consultants/contractors.
  • Procurement, troubleshooting and maintenance of electrical, electronic and electromechanical equipment.
  • Executing all maintenance works of head office I branch premises timely to ensure smooth and uninterrupted operations.
Job Nature
Full-time
Educational Requirements
    B.Sc (Four-year duration) in Civil, Electrical or Mechanical Engineering from any reputed Public University / Institute.
Experience Requirements
  • At least 3 year(s)
Job Requirements
  • At least 03 years of experience with minimum 2 years of relevant experience.
  • The candidate should have experience in: Project Management, Operation & Maintenance
  • Well conversant in AutoCAD and Microsoft Office.
  • Have excellent communication skills both in Bangla and English.
  • Proactive, self motivated, organized, hard working and sincere.
  • Strong communication and interpersonal skills.
Job Location
Dhaka
Salary Range
    As per Bank`s policy
Other Benefits
    As per Bank's policy
Job Source
Bdjobs.com Online Job Posting
Apply Instruction
Interested and eligible candidate can apply for only one position of the following link: http://career.primobank.com.bd/career/joblist.html

N.B: Only shortlisted candidates will be called for recruitment assessment. Any kind of persuasion in the recruitment process will lead to disqualification of candidature. The Bank reserves the right to accept or reject any or all of the applications without assigning any reason whatsoever.
Application Deadline : Mar 29, 2017

Management Trainee

The City Bank Limited

Job Context
    The Management Trainee program plays a crucial role in the development and strengthening of City Bank Limited`s Talent Pipeline. A Management trainee gains knowledge and experience required for movement to management positions under the direction of experienced personnel during cross functional attachments.
Job Description / Responsibility
  • Gain functional and business awareness through attachments with all the divisions of CBL
  • Work on various projects of the bank to gain in-depth knowledge of the area
  • Drive self development in both functional and leadership front
Job Nature
Full-time
Educational Requirements
    4 years Graduation/ Post Graduation in Business/ Economic discipline with a minimum CGPA of 3.00/ 1st Class
Job Requirements
  • Proactive and result driven
  • Have an appetite to learn and excel
  • Be observant and identify areas of improvement wherever possible during attachments
  • Have the readiness to perform at one level higher.
Job Location
Dhaka
Job Source
Bdjobs.com Online Job Posting
Apply Instruction
Interested and eligible candidates are requested to view the detail of the job and apply at the following link: https://career.thecitybank.com

Applicant must enclose his/her Photograph with CV.

Application Deadline : Mar 30, 2017

Tr./ Sr. Product Marketing Officer, Sales (Temporary)

The City Bank Limited.

Job Context
    We are looking for Tr./ Sr. Product Marketing Officer (Temporary), Sales
Job Description / Responsibility
  • Achieve individual target on daily, weekly & monthly basis set by respective Sales Team Manager.
  • Collect and complete applications with all required documents on daily basis from good and prospective clients.
  • Prepare call report on daily, weekly & monthly basis and submit to Sales Team Manager regularly.
  • Ensure proper filling up of application forms by clients.
  • Ensure collection of all documents from the respective clients only and also concerned regarding the authentication of those documents.
  • Ensure proper service provided to each and every customers as par bank policy.
Job Nature
Contractual
Educational Requirements
  • A Minimum of Graduation Completed
  • Candidates with appeared certificate in Bachelor/ Hon's/ Masters can't apply
  • Candidates not having all original educational certificates should collect the original certificates before joining
Job Requirements
  • Experiences on related field in banking sector are preferred but fresher can apply for TPMO position.
  • Good interpersonal & communication skills
  • Flexible about location
Job Location
Dhaka Division
Other Benefits
  • For Fresh Candidates- Salary- 10,000 TK & commission based on sales.
  • For Banking Sales Exp candidates Salary- 12,000 TK to 15,000 TK & commission based on sales.
Job Source
Bdjobs.com Online Job Posting

Apply Online

Only candidates interested in having a career in Sales should apply
Its a field work based job.
Candidates must have NID cards
Candidates must have all the original copies of their educational certificates.
Candidates should have their names in the application according to the NID name, no mismatch will be entertained.

Applicant must enclose his/her Photograph with CV.

Application Deadline : Mar 31, 2017

Investment Officer (IO)

The Dhaka Mercantile Co-Operative Bank Ltd.

Job Context
  • DMCB intends to recruit some talented, self-motivated, dynamic and honest persons for the position of Investment Officer (IO).
  • Job Location: Any of the branches located in different parts of the country both in Rural and Urban areas. (Please visit www.dmcbl.com/all_branch)
Job Description / Responsibility
  • Investment (Loan) Processing, Disbursement and Recovery
  • Collection of deposits
  • Fully field based job
  • Documentation
Job Nature
Full-time
Educational Requirements
    The candidate must have Graduation (Honours or Degree) from a reputed University in any discipline. In the academic career No 3rd division/class/equivalent is acceptable.
Job Requirements
  • Age between 21 to 30 years as on 31st March, 2017
  • Ability to work in a team and attitude to learn
  • Hard working
  • Honesty and integrity
  • Discipline
  • Computer Literacy
  • Marketing
  • Target Achiever
  • Willing to travel
Job Location
Anywhere in Bangladesh
Salary Range
    During probation period Tk. 15,400/- and after confirmation Tk. 22,000/- per month (as per pay-scale).
Other Benefits
    Lunch Allowance, Mobile Allowance Two Festival Bonus, Performance Bonus, Leave Encashment, Provident Fund and Gratuity etc.
Job Source
Bdjobs.com Online Job Posting

Apply Instruction
Apply in confidence with detailed CV along with a Covering Letter, copies of Educational Certificates and 1 copy of recent passport size photograph marking IO at the top of the envelope to: The Dhaka Mercantile Co-operative Bank Ltd, Human Resources Department - 19, Indira Road, Farmgate, Tejgoan, Dhaka-1215 or E-mail to: jobs@dmcbl.com
DMCB RESERVES THE RIGHT TO ACCEPT / REJECT APPLICATION AND ANY SORT OF PERSUASION WILL BE TREATED AS DISQUALIFICATION.
Application Deadline : Mar 31, 2017

Assistant Executive Officer (AEO)

The Dhaka Mercantile Co-Operative Bank Ltd.

Job Context
  • DMCB intends to recruit some talented, self-motivated, dynamic and honest persons for the position of Assistant Executive Officer (AEO).
  • Job Location: Any of the branches located in different parts of the country both in Rural and Urban areas. (Please visit www.dmcbl.com/all_branch)
Job Description / Responsibility
  • Investment (Loan) Processing, Disbursement and Recovery
  • Collection of deposits
  • Frequent field visits
  • Maintenance of books of accounts
  • Documentation and other official works
Job Nature
Full-time
Educational Requirements
  • The candidate must have Masters Degree from a reputed University in any of the following discipline:
  • Business Administration (MBA)
  • Bank Management
  • Finance
  • Accounting
  • Management
  • Marketing
  • Mathematics
  • Statistics and
  • Economics
  • In the academic career minimum One 1st division/class/equivalent CGPA is required and No 3rd division/ class/ equivalent is acceptable.
Job Requirements
  • Age not over 35 years as on 31st March, 2017
  • Strong communication & interpersonal skills
  • Ability to work in a team and attitude to learn
  • Hard working
  • Leadership qualities
  • Discipline & integrity
  • Computer Literacy
Job Location
Anywhere in Bangladesh
Salary Range
    During probation period Tk. 22,400/- and after confirmation Tk. 32,000/- per month (as per pay-scale).
Other Benefits
    Two Festival Bonus, Performance Bonus, Leave Encashment, Provident Fund and Gratuity
Job Source
Bdjobs.com Online Job Posting
Job Summary

Published on: Mar 2, 2017

Job Nature: Full-time

Job Location: Anywhere in Bangladesh

Application Deadline: Mar 31, 2017

 
Apply Instruction
Apply in confidence with detailed CV along with a Covering Letter, copies of Educational Certificates and 1 copy of recent passport size photograph marking AEO at the top of the envelope to: The Dhaka Mercantile Co-operative Bank Ltd, Human Resources Department - 19, Indira Road, Farmgate, Tejgoan, Dhaka-1215 or E-mail to: jobs@dmcbl.com
DMCB RESERVES THE RIGHT TO ACCEPT / REJECT APPLICATION AND ANY SORT OF PERSUASION WILL BE TREATED AS DISQUALIFICATION.
Application Deadline : Mar 31, 2017
Company Information
The Dhaka Mercantile Co-Operative Bank Ltd. Address : 19, Indira Road, Farmgate, Tejgoan, Dhaka-1215 Web : www.dmcbl.com Business : The Dhaka Mercantile Co-operative Bank Limited (DMCB) was registered in 1973 under the Co-operative Society Act & Rules. DMCB is a successful Co-operative Society under the constant supervision of the Co-operative Department of Ministry of LGRD. At present it has a total of 119 Branches and 03 Sub-Branches located in different parts of the country both in Rural and Urban areas. DMCB adopted Shariah in 2008.

Assistant Sales Officer/ Sales Officer

The Premier Bank Limited

Job Description / Responsibility
  • Monthly business target:
  • Take full ownership of target provided by Head Office.
  • Meet monthly business target like CASA, FDR, Debit Card etc. provided by RBD.
  • Focus more to increase the volume of Low and No cost deposit.
  • Create new business opportunities for the bank ensuring a profitable portfolio for the bank.
  • Supports towards customers:
  • Develop strong working relations with the clients (new & existing) to ensure strong customer satisfaction.
  • Offer all sorts of retail products to customers.
  • Develop and maintain a strong working relationship with the customers to ensure customer satisfaction and loyalty.
  • Operational activities & Compliance issues
  • Collect & provide accurate information about customer.
  • Strongly follow Operational and Compliance instructions circulated by Head Office.
  • Provide business reports to Retail Banking Division on regular interval.
Job Nature
Contractual
Educational Requirements
  • Minimum Graduation in any discipline.
  • No 3rd class or equivalent grade in any examinations is allowed.
Experience Requirements
  • 0 to 3 year(s)
Job Requirements
  • Age At most 35 year(s)
  • Candidates having experience to work as Sales Officer is preferred.
  • Proficiency both in Bengali and English.
  • Should be Proactive & Result driven.
  • Should have understanding of specific markets related to the Liability business.
  • Should have Leadership, Interpersonal and communication skills.
Job Location
Anywhere in Bangladesh
Salary Range
    Negotiable
Job Source
Bdjobs.com Online Job Posting
http://jobs.bdjobs.com/jobonlineapply.asp

Applicant must enclose his/her Photograph with CV.

Application Deadline : Mar 31, 2017

আকর্ষণীয় বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে চাকরির ক্ষেত্রে অনেকেরই পছন্দের তালিকার একেবারে শীর্ষে রয়েছে ব্যাংকের চাকরিগুলো। আর তাই ব্যাংকে যাঁরা চাকরি করতে চান, অথবা ব্যাংকিং সেক্টরে যাঁরা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাঁরা এখান থেকে বেছে নিতে পারেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: এমটিবি ম্যানেজমেন্ট ট্রেইনি (এমএমটি)
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, এমএসএস বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এ ক্ষেত্রে সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ অথবা ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে ইংরেজি ও বাংলায় যোগাযোগে দক্ষ, উপস্থাপনায় দক্ষ, কম্পিউটার চালনায় দক্ষ ইত্যাদি যোগ্যতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহীদের অনলাইনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইট www.mutualtrustbank.com ঠিকানায় গিয়ে আবেদন ফরম পূরণ করে এমটিবি ই-রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ মার্চ ২০১৭
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা: নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছর শিক্ষানবিশ সময় হিসেবে পার করতে হবে। শিক্ষানবিশ সময়কালে নিয়োগপ্রাপ্তদের মাসে ৬০ হাজার টাকা হারে বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশ সময়কাল সফলভাবে পার করার পর আবেদনকারীদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি দেওয়া হবে এবং ব্যাংকের পলিসি অনুযায়ী মাসিক ৮৫ হাজার টাকা হারে বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, ব্যাংক ম্যানেজমেন্ট, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যাথমেটিকস, স্ট্যাটিস্টিকস অথবা ইকোনমিকস বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর বয়স ৩১ মার্চ ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, আবেদনকারীকে কম্পিউটার চালনায় দক্ষ, যোগাযোগে দক্ষ, টিমে কাজ করার মানসিকতা, পরিশ্রমী, নেতৃত্ব দেওয়ায় সক্ষম ইত্যাদি গুণাবলির অধিকারী হতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহীদের অনলাইনে বিডিজবস.কম এর ওয়েবসাইটে গিয়ে করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৭
বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা: নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশ সময়কালীন মাসে ২২ হাজার ৪০০ টাকা হারে বেতন প্রদান করা হবে এবং শিক্ষানবিশ সময়কাল পার হওয়ার পর তাঁদের মাসে ৩২ হাজার টাকা হারে বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
ব্যাংক এশিয়া লিমিটেড
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার/অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে আবেদনকারীর শিক্ষাজীবনে কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকা যাবে না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর বয়স আগামী ৩১ মার্চ ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আবেদনকারীকে কম্পিউটার চালনায় দক্ষ, যোগাযোগে দক্ষ, যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা, চাপের মধ্যে থেকে কাজ করতে সক্ষম ইত্যাদি গুণাবলির অধিকারী হতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহীদের অনলাইনে বিডিজবস.কম-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০১৭
বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা: নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী ১২ হাজার থেকে ১৯ হাজার টাকা হারে মাসিক বেতন প্রদান করা হবে।
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার/সেলস অফিসার
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে আবেদনকারীর শিক্ষাজীবনে কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকা যাবে না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। আবেদনকারীকে বাংলা ও ইংরেজিতে যোগাযোগে দক্ষ, মার্কেটভিত্তিক ব্যবসা সম্পর্কে ভালো ধারণা, নেতৃত্ব প্রদানে সক্ষম এবং আন্তর্ব্যক্তিক যোগাযোগে দক্ষ ইত্যাদি গুণাবলির অধিকারী হতে হবে। এ ক্ষেত্রে যাঁদের সেলস অফিসার হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহীদের অনলাইনে বিডিজবস.কম-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৭
বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষ।
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ। ‘সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ইলেকট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, পাওয়ার, মেকানিক্যাল বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশন চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ১৯ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটির কনজিউমার গুডস ডিভিশনের (এফএমসিজিডি) সেলস বিভাগে টেরিটোরি সেলস অফিসার (টিএসও) পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি জীবনবৃত্তান্ত ই-মেইলের (opportunity@abulkhairgroup.com) মাধ্যমে পাঠিয়েও আবেদন করার সুযোগ থাকছে। এ ছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে। দুই কপি পাসপোর্ট সাইজের সম্প্রতি তোলা ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র, ট্রান্সক্রিপ্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান রিসোর্সেস ডিভিশন, আবুল খায়ের অ্যান্ড কোম্পানি, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’। আবেদন করা যাবে ১০ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।

চাকরির সুযোগ দিচ্ছে বাংলাদেশের সীমান্ত রক্ষাকাজে নিয়োজিত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত নতুন ব্যাংকিং প্রতিষ্ঠান সীমান্ত ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘সেলস এক্সিকিউটিভ’ পদে ১০ জন এবং ‘কালেকশন বা কলসেন্টার এক্সিকিউটিভ’ পদে পাঁচজনসহ মোট ১৫ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
সেলস এক্সিকিউটিভ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও উপস্থাপনে পারদর্শিতা থাকতে হবে।
কালেকশন বা কলসেন্টার এক্সিকিউটিভ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থীদের ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও উপস্থাপনে পারদর্শিতা থাকতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩২ বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৩০ মার্চ, ২০১৭ পর্যন্ত।
সার্বিকভাবে বিবেচনা করলে দেখা যায় যে,ইতিহাসের নায়ক-খলনায়ক নির্ধারণের ব্যাপারটা মূলত নির্ভর করে সময় এবং ক্ষমতায়নের উপর। হিটলার যদি ২য় বিশ্বযুদ্ধে জয়ী হতো তাহলে জার্মানরা গরিমা নিয়ে পুরো বিশ্ব চষে বেড়াতো আর হিটলারের গুণকীর্তন করে তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নায়কে পরিণত করতো।হেরে যাওয়াতেই ইতিহাস তার প্রতিকূলে চলে গেছে। ইতিহাসের কাজই হল- বিজয়ীদের দৃষ্টিভঙ্গিকে আইন এবং আদর্শে পরিণত করে তাকে নায়ক বানানো। আর বিজিতকে দৃষ্টান্ত বা শিক্ষা হিসেবে উপস্থাপন করা।ইতিহাসই বলে দেয় তাকে নিয়ন্ত্রণের মাধ্যম- জয় ,ক্ষমতা, সবমিলিয়ে সফলতা। এবং একমাত্র সফলতা-ব্যর্থতাই এ যাবতকাল পর্যন্ত ইতিহাসে নায়ক-খলনায়ক তৈরীর মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক্ষেত্রে সফল হওয়ার পদ্ধতিটা বেশীরভাগ ক্ষেত্রেই নেতিবাচক দৃষ্টিকোন থেকে বিবেচনা করা হয় না। কিন্তু আমাদের বাঙ্গালীদের ভীষণ স্পর্শকাতর আক্ষেপ এবং বিতর্কের বিষয় হল-ক্ষমতার পরিবর্তের সাথে সাথে ইতিহাসের ওলট-পালট ;অনেকেই এটাকে বিকৃত বলে থাকেন। ব্যাপারটা পুরোপুরি ঠিক না।
বাল্মিকি "রামায়নে" রামকে বীরের স্থান দিয়েছেন তার বীরগাথা গুণকীর্তন করে। অথচ একই ইতিহাস অক্ষত রেখে মধুসূদন দত্ত "মেঘনাদবধ" মহাকাব্যে রাবণকে বীর বানিয়েছেন রাবণের বীরগাথা ফুটিয়ে তুলে। তাই ইতিহাসের নায়ক কে সেটা সবচেয়ে বেশী নির্ভর করে কে কোন দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে দেখছেন এবং কোন সময়টাকে ইতিহাসের টার্নিং পয়েন্ট হিসেবে ভাবছেন। কারো দৃষ্টিভঙ্গিই মিথ্যা নয়! যদি না একইসময়ে এক কালজয়ীকে আরেক কালজয়ীর উপরে ওভারল্যাপিং না করে কিংবা অবদানের স্বীকৃতি নিয়ে টানা হেঁচডা না করে।
ইতিহাস সবসময়ই বিজয়ীর গুণকীর্তন করে, বিজয়ীরা ভাগ্যবান। আর ভাগ্য সবসময় যোগ্যদের সাথেই থাকে।


 Credit

Fazlur Rahman

Noakhali Science and Technology University

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রাম (ইউএনডিপি)। ‘গভার্নেন্স অ্যান্ড মোবিলাইজেশন এক্সপার্ট (এসবি৩ লেভেল)’ পদে ১২ জন, ‘সোশিও ইকোনমিক অ্যান্ড নিউট্রিশন এক্সপার্ট (এসবি৩ লেভেল)’ পদে ১২ জন, ‘ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হাউজিং এক্সপার্ট (এসবি৩ লেভেল)’ পদে ১২ জন, ‘ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন এক্সপার্ট (এসবি৩ লেভেল)’, পদে ১২ জন, ‘রিজিওনাল মনিটোরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার (এসবি৩ লেভেল)’ পদে চারজন এবং ‘আইসিটি এক্সপার্ট (এসবি৩ লেভেল)’ পদে একজনসহ মোট ৫৩ জনকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রামের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। গভার্নেন্স অ্যান্ড মোবিলাইজেশন এক্সপার্ট পদে ‘bit.ly/2mONi6t’, সোশিও ইকোনমিক অ্যান্ড নিউট্রিশন এক্সপার্ট পদে ‘bit.ly/2nAkyDf’, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হাউজিং এক্সপার্ট পদে ‘bit.ly/2nAeUAR’, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন এক্সপার্ট পদে ‘bit.ly/2nlFixS’, রিজিওনাল মনিটোরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার পদে ‘bit.ly/2nAqyvG’ এবং আইসিটি এক্সপার্ট পদে ‘bit.ly/2o3wc64’ ঠিকানায় আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ১ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ব্যবসা সম্পর্কিত বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি (সিআইএমএ, এসিসিএ বা সমমানের ডিগ্রি) যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ব্যাংকিং পণ্য ও ইনডাস্ট্রি সম্পর্কে ধারণা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট এক্সেল চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা লিংকড ইনের (bit.ly/2n9TLL6) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ২ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
Some careers shine brighter than others.
If you’re looking for further opportunities to develop your career, take the next step in fulfilling your potential right here at HSBC.
Global Finance is integral to HSBC’s purpose and strategy, playing a valued role in managing costs and deploying capital in the most effective way. Our global team of finance professionals partner with the business to provide trusted insights and forward looking analysis; accuracy; efficiency and control to frame and influence business decisions.
We are currently seeking an ambitious individual to join this team in the role of Finance Officer.
In this role, you will:
  • Ensure preparation and submission of high quality regulatory reports to the Central Bank
  • Ensure compliance with external financial reporting regulations and group standards of control
  • Contribute to the development of regulatory reporting systems, procedures and controls
  • Prepare the annual reports and accounts in compliance with regulatory guidelines and accounting standards
  • Liaise with both internal and external stakeholders including regulatory body in order to resolve diverse operational issues
  • Prepare RWA calculation and capital adequacy under Basel III and stress testing
  • Analyse key financial metrics and other regulatory changes for management decision making
  • Embed a culture of teamwork within the team and with other teams across the bank.
To be successful in this role, you should meet the following requirements:
  • Bachelor degree preferably in business background from a public/private university
  • Professional accountancy qualification (CIMA/ACCA/equivalent qualification) is preferred
  • Knowledge of accounting standards, banking products and industry is desired
  • Knowledge of using relevant software packages i.e. MS Excel
  • Excellent analytical, conceptual and communication (verbal and written) skills
  • Ability to communicate with impact
  • Open, flexible and supportive approach to change and innovation
  • Must be a Bangladeshi citizen.
Please apply with your updated CV on, or before 02 April 2017.
You’ll acheive more when you join HSBC.
www.hsbc.com/careers

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

Branch Operations & Service Manager

Job description

Department :SPC_RC_CR_SSM_D1
Grade: 7/8
Location : Bangladesh
Job Description
JOB PURPOSE
* Organizing, Supervising and Leading the Teller Services functions with the Tellers / Senior Tellers and CSE in the branch to ensure the delivery of quality service to customers
* Help project a professional and warm image of the bank
* Exercise the operational controls and continuous improvement in operational efficiency.
* Maximize new business opportunities by building new relationships and Cross Selling.
* Assist the BM to ensure that all the Group & Local Regulatory guidelines are followed in operations of the branch.
* Zero tolerance in reconciliations
* Driving Reputation, Operation and Money laundering risks
* Maintaining service quality level at the desired standard.
* Maintenance of branch premises.FREEDOM OF DECISION MAKING on managerial and operational matters, subject to pre-fact approval of BM
Key Roles and Responsibilities
roles and responsibilities
KEY RESPONSIBILITIES:
Following key responsibilities are to be carried out for the branch:
Operations:
* Approvals of Daily Cash & Transfer Transactions. Approval of the Transactions for Remittances and other products (Drafts, Cashier’s Orders, Foreign Currency Exchange, etc. as applicable)
* Approval of the Transactions which are not under jurisdiction of Teller / Senior Tellers and ensure proper Call-back procedure for them
Organize exchange of Soiled and Mutilated notes.
Dual control and approval of day-end reconciliation of Cash, COs, other instruments and security items & stationary
Scrutinize and approve Entries and Vouchers.
Approve Stop Payment instructions.
Maintain Turn-around time.Review and Update Security Stationary, Signature File/disk, System Access file, Key Register & Combination, CCTV file and other relevant registers.Effective cash management in liaise with Cash Management Unit
Ensure Reconciliation of all Suspense & Sundry Accounts
Look after Cash Difference issues, Courier Controls, and Debit cards & its register.
Ensure Preparation of Service Quality and Productivity Management reports and other regular returns.
Make sure of Rectification of internal control issues.Timely submission of various internal and external reports/returns as appropriate.
Conduct Reviews, Reconciliation and proofs for routine operations control as well as Surprise Audits.Maintenance and subsequent destruction of security items e.g. undelivered card, Cheque book etc.
Ensure Locker and Student File Service is provided as per approved process.Act as the custodian of the Prime Keys as authorized in Key Register
Act as the custodian of the Key Register
Request for authorization of card cheque processing
Maintaining Key Register and preparing Back up Plan
Daily checking of CCTV coverage
Act as a Documentation Officer (Preparing & managing list of docs with details, archiving dates & destruction dates while archiving, Ensuring all boxes have destruction date as per Record Retention Policy on them during archiving and retrieval of documents as & when necessary).
To act as a one of Bangladesh Bank signatory based on Power of attorney empowered by CEO-Bangladesh.
Approve S2O document
Service Quality:
* Providing prompt and high quality service to Clients.
* Undertake initiatives with the TELLER / SENIOR TELLERs to achieve set targets in terms of service standards for transactions.
* Ensuring that the branch premises are maintained to the specified standard. Recommended workflow changes for greater efficiency.
* Resolving investigations and inquiries initiated by client inquiry to the specified standard.
* Continuing Client Retention efforts with personal involvement in complaint resolution.
* Establishing Risk recognition and Compliance Culture across the branch.
* Own and Drive Know Your Customer/CDD, Reputation Risk, Money Laundering initiative
* Report Suspicious Activities/Transactions as necessary
* Ensure Control Environment is robust enough to receive Satisfactory Audit Ratings
* Ensure general house keeping standards of the branch
* Clients quarries follow up and solve problems
* Show a significant development of Service Quality levels across the Branch as measures by NPS
* Enhancement of the Bank’s image via community activitiesFinancial/Sales:
* Undertake major initiatives to generate new business in co-ordination with the TELLER / SENIOR TELLERs via in-branch contacts/Cross Selling from observation of customer transactions
* Active participation in branch sales planning to generate branch to finalize branch action plans for meeting set targets
* Building new relationships and strengthening existing Relationships
* To achieve set targets in terms of potential clients and follow up with phone calls.
* Referral of prospective business to other SCB functional units.
Operational Risk/Administration:
* Assist the BM for the branch security management and coordinating with Administration as and when required.
* Assist the BM to ensure that branches maintain all the records that are auditable for good audit rating
* Assist BM to ensure the carry out of Business Continuity Plan among the department
FOR DETAILS
If you often switch off your smartphone at night to give it some rest do remember that such “rest periods” don’t do any good to your cell phone.
“I would say that shutting down your phone at night isn’t something that necessarily falls under routine maintenance,” observes iFixit founder Kyle Wiens, a technology expert.
According to Wiens, shutting your smartphone off won’t necessarily help save your battery.
“Batteries in phones have a finite lifespan — the more that you use them, the faster that battery wears out,” he says.
In general, smartphone batteries have a life of between 300 to 500 full-charge to fully-discharged cycles. And even if you only use a fraction of your phone’s battery and then recharge it to 100 percent, that still counts towards a full cycle.
“If you wear your battery down 50 percent then charge it back up, that’s half a cycle,” says Wiens.
Powering down your smartphone at night won’t help preserve the battery, since it’s unlikely that you would be using the device at that time, anyhow.
“It comes to how hard you use your phone,” says Wiens. For instance, if you’re constantly streaming music, watching videos, or using it as a Global Positioning System (GPS) device while mounted on a car’s sun-soaked dashboard (heat kills batteries too), your phone’s power won’t last very long.
Instead, what you can do, advises Wien, is periodically drain your battery to zero percent and let your smartphone die.
“If you run your battery all the way down to zero every once in a while — once a year is fine — it makes the percentage count,” says the tech expert.

Bangladesh tour of Sri Lanka, 1st ODI: Sri Lanka v Bangladesh at Dambulla, Mar 25, 2017live link

http://www.jagobd.com/btvworldandhttps://www.youtube.com/watch?v=CdkgE4XV1FA


নিঝুমদ্বীপ যাওয়ার কথা ভাবছেন বা মনে মনে আছে যাবেন যাবেন। তাহলে তাদের জন্য বলি বিশ্বাস করেন এটাই বেষ্ট টাইম। লেখাটা অনেক বড় যারা যাবেন বা ভবিষ্যতে যাওয়ার প্ল্যান করছেন তারা সময় নিয়ে পড়বেন আশা করি।
বঙ্গোপসাগরের কোলে উত্তর ও পশ্চিমে মেঘনার শাখা নদী, আর দক্ষিণ এবং পূর্বে সৈকত ও সমুদ্র বালুচরবেষ্টিত ছোট্ট সবুজ ভূখণ্ড নিঝুম দ্বীপ.। অগণিত শ্বাসমূলে ভরা কেওড়া বাগানের এক সবুজ এই দ্বীপকে। দিনে দুবার জোয়ার-ভাটার এই দ্বীপের এক পাশ ঢেকে আছে সাদা বালুতে, আর অন্য পাশে সৈকত। নিঝুম দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মাইলের পর মাইল জুড়ে কেওড়া বন আর সেই বনের পাতার আড়ালে লুকিয়ে থাকা চিত্রা হরিণ।  বঙ্গোপসাগরের কোলে সম্প্রতি আরো একটি অনিন্দসুন্দর সমুদ্র সৈকত জেগে উঠেছে। সৈকতটি একেবারে আনকোরা, কুমারী। স্থানীয়ভাবে যাকে এখন ডাকা হচ্ছে 'ভার্জিন সি বিচ' বলে।হাতিয়া উপজেলার বঙ্গোপসারের কোল ঘেঁষা নিঝুম দ্বীপ সংলগ্ন দমার চরের দক্ষিণপ্রান্তে অবস্থিত। নিঝুম দ্বীপের লোকজন এবং মাছ ধরতে যাওয়া লোকেরা এই নয়নাভিরাম সৈকতকে বলে ‘দেইলা’ বা বালুর স্তুপ। তাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি যে আসলে এটা একটা সমুদ্র সৈকত। যা কিনা কক্সবাজরের সমুদ্র সৈকতের চেয়েও অনেক বেশী সুন্দর এবং আকর্ষনীয়। যা এখনো অনেক ট্যুরিস্ট এর কাছেই অজানা।
ঢাকা থেকে নিঝুমদীপ ।
 কিভাবে যাবেনঃ বাসে করে গেলে প্রথমে হিমাচল, একুশে অথবা একুশে মুন পরিবহনের বাসে যেতে হবে নোয়াখালীর সোনাপুরে, প্রতিদিন মোটামুটি সকাল দুপুর ও সন্ধ্যায় সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নোয়াখালীর সোনাপুর এর দিকে বাস ছেড়ে যায়, আবার ধানমন্ডি জিগাতলা কাউন্টার থেকে ফকিরাপুল হয়ে একুশে পরিবহনের বাস ছাড়ে রাত ১০.২০ মিনিট।
আপনি ট্রেনে যেতে পারেন নোয়াখালীর মাইজদি পর্যন্ত। ঢাকা কমলাপুর থেকে বৃহস্পতি বার বাদে, প্রতিদিন বিকাল ৪.২০ মিনিট এ ৭১২ নং আন্তঃনগর উপকুল এক্সপ্রেস নোয়াখালী এর দিকে ছেড়ে যায়, মাইজদি পৌঁছে রাত ১০.২২ মিনিট। ভাড়া - স্নিগ্ধা - ৫০৩ টাকা, প্রথম চেয়ার - ৩৫৫ টাকা, শোভন চেয়ার - ২৭০ টাকা, শোভন - ২৩০ টাকা।
নোয়াখালীর সোনাপুর / মাইজদি থেকে লোকাল বাস বা সিএনজিতে করে, সি এন জি সারাদিন চলে ভাড়া জনপ্রতি ১০০-১১০ টাকা চেয়ারম্যান ঘাটে।
চেয়ারম্যান ঘাট থেকে সি-ট্রাক, ট্রলার ও স্পীড বোট ছাড়ে হাতিয়ার উদ্দেশ্যে, সি-ট্রাক ছাড়ে প্রতিদিন সকাল ৮ টায় নম্বর-০১৭৫৬৮৪৬১০৬ ভাড়া জনপ্রতি - ৮০ টাকা, ট্রলার - ১২০ - ১৫০ টাকা ভাড়া প্রতিজন ও স্পীড বোট জনপ্রতি ভাড়া - ৪০০-৫০০ টাকা। যাত্রীদেরকে নামাবে হাতিয়ার নলচিরা ঘাটে, নলচিরা থেকে বেবিটেক্সিতে (৬০০-৭০০) করে যেতে হবে মোক্তারিয়া ঘাটে, সরাসরি নলচিরা ঘাট থেকে মোটর সাইকেল রিজার্ভ করে মোক্তারিয়া ঘাট এ যাওয়া যায় ভাড়া দুই জন ৩৫০ - ৪৫০ টাকা, দর দাম করে নিবেন। সেখান থেকে ট্রলারে ১৫ মিনিট লাগবে নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাটে ভাড়া জনপ্রতি - ১০ টাকা। এরপর আপনি যদি নামার বাজার থাকেন তবে ভ্যান/রিক্সা/মোটর সাইকেল এ যেতে হবে। ভাড়া ৮০-১০০ টাকা মটরসাইকেল দুইজন। বন্দর টিলায় ও থাকতে পারেন আপনি তবে নামার বাজার থাকা বেস্ট। নলচিরা থেকে নোয়াখালী চেয়ারম্যান ঘাট যাওয়ার ফিরতি সী ট্রাক ছাড়ে সকাল ১১ টায়।
থাকার ব্যবস্থাঃ
নিঝুম দ্বীপে নামার সাথে সাথে মোটর সাইকেল ওয়ালা রা আপনাকে ঘিরে ধরবে, তাদের নিয়ে যাওয়া কোন হোটেল এ যাবেন না।
১. নিঝুম রিসোর্ট (অবকাশ হোটেল) নামার বাজারঃ এটা অবকাশ পর্যটন লিমিটেড এর একটা রিসোর্ট। নামার বাজার সী বীচ এর কাছে অবস্থিত। নিঝুম রিসোর্ট নামে নিঝুম দ্বীপে থাকার জন্য একটি ভালো মানের রিসোর্ট। এর ম্যানেজার সবুজ ভাই অত্যান্ত ভালো মানুষ। খুব ই হেল্প ফুল এন্ড ফ্রেন্ডলি।
এখানে ২ বেড এর VIP রুম ভাড়া ২০০০ টাকা, ২ বেড এর Executive রুম ভাড়া ১৫০০ টাকা, ৩ বেড এর Executive রুম ভাড়া ১৮০০ টাকা, ৪ বেড এর Executive রুম ভাড়া ২০০০ টাকা, ৫ বেড এর ফ্যামিলি রুম ভাড়া ৩০০০ টাকা এবং ৫ বেড এর ডরমেটরি রুম ভাড়া ১৮০০ টাকা ও ১২ বেড এর ডরমেটরি রুম ভাড়া ৩০০০ টাকা।
* সব গুলো রুম এ এটাচ বাথ রুম আছে।
* ডরমেটরি রুমে এক্সট্রা প্রতি জন থাকলে ২০০ টাকা করে দিতে হবে।
* দুপুর ১২ টার আগে চেক আউট করতে হবে।
* জেনারেটর দিয়ে বিদ্যুৎ পাবেন সন্ধ্যার পর থেকে রাত ১০.৩০ পর্যন্ত। এছাড়া সারা রাত লাইট ইউজ করতে পারবেন সোলার প্যানেল থেকে। এছাড়া সারাদিন ১-২ ঘন্টা পর পর ৩০ মিনিট এর জন্য বিদ্যুৎ পাবেন।
যোগাযোগঃ ঢাকা অফিসঃ অবকাশ পর্যটন লি., আলহাজ সামসুদ্দিন ম্যানসন (নবম তলা), ১৭ নিউ ইস্কাটন রোড, ঢাকা। ফোন : ৮৩৫৮৪৮৫, ৯৩৪২৩৫১, ৯৩৫৯২৩০, ০১৫৫২৩৭২২৬৯।
নিঝুম দ্বীপ অফিসঃ সবুজ ভাইঃ ০১৭২৪-১৪৫৮৬৪, ০১৮৪৫৫৫৮৮৯৯ , ০১৭৩৮২৩০৬৫৫
৩. মসজিদ বোর্ডিং, নামার বাজার। এটা সবচেয়ে সস্তায় থাকার ব্যবস্থা। স্থানীয় মসজিদ থেকে এই ব্যবস্থা করেছে, এক্সট্রা দুটা সিঙ্গেল এবং দুটা ডবল রুম আছে, আর সব ডরমেটরি । ডরমেটরি - ভাড়া ২০০ - ৩০০ টাকা।
এই বোর্ডিং-এ কোনো এটাচ্ট বাথরুম এবং জেনারটরের ব্যবস্থা নাই। এখানে ২টি কমন বাথরুম এবং একটি টিউবওয়েল আছে।
এই বোর্ডিং-এ থাকার জন্য বুকিং করতে যোগাযোগ করুন: মোঃ আব্দুল হামিদ জসিম, কেন্দ্রিয় জামে মসজিদ, নামার বাজার, হাতিয়া, নোয়াখালী। ফোনঃ ০১৭২৭-৯৫৮৮৭৯
৪. নিঝুম ড্রিম ল্যান্ড রিসোর্ট, বন্দরটিলা। এইটা নতুন উদ্বোধন হয়েছে এই বছরেই। পরিবেশ টা ভালোই। ঢাকা বুকিং অফিসঃ০১৮৪৭১২৩৫৭৩, নিঝুমদ্বীপ বুকিং অফিসঃ০১৮৪৭১২৩৫৭২
৫. হোটেল দ্বীপ সম্পদ, (সৈয়দ চাচার থাকা ও খাওয়ার হোটেল) নামার বাজার। ফোনঃ ০১৭২০ ৬০১ ০২৬, ০১৭৬০ ০০৮১০৬।
৬.  বন্দর টিলা বাজারে হোটেল শেরাটনের পিছনেই একটা শেল্টার কাম গেস্ট হাউজ আছে। ওখানে প্রতি রুম ১০০০-১২০০ টাকার মত নিবে বড় বড় ৫ টা খাট আছে প্রতি রুমে। কথা বলে নিলে জেনারেটরের ব্যবস্থাও আছে তার জন্য আলাদা টাকা গুনতে হবে। বন্দরটিলা থাকলে এটাই বেস্ট।
খাবার দাবারঃ
সামুদ্রিক মাছ, মাংস, মোটা চালের ভাত, রুটি সব ই পাবেন, তবে প্রি - অর্ডার করে রাখা ভালো। খবার খাবেন আমার সাজেস্ট মতে আলতাফ চাচার হোটেল আশিক সেকেন্ড অপশন হোটেল দ্বীপ সম্পদ, (সৈয়দ চাচার খাওয়ার হোটেল), নামার বাজার। সামুদ্রিক মাছ এবং চিংড়ী খাবেন ভালো লাগবে। রাতের বেলা নিঝুম রিসোর্ট এর ম্যানেজার সবুজ ভাইকে মুরগী/কোরাল মাছ অথবা ইলিশ মাছ কিনে দিন আর মশলা, লাকড়ি এর জন্য কিছু টাকা খরচ দিয়ে দিন, উনি বার বি কিউ এর ব্যাবস্থা করবে, সব ইন্সট্রুমেন্ট নিঝুম দ্বীপ এ একমাত্র উনার কাছেই আছে, উনি এক্সপারট ও বটে।
দর্শনীয় জায়গাঃ
১. চৌধুরী খাল ও কবিরাজের চর । যেতে হবে বিকেল এ সন্ধ্যার আগে, চৌধুরীর খাল নেমে ঘন্টা খানেক হাঁটলেই বনের মধ্যে হরিন এর পালের দেখা পেতে পারেন। একটা ট্রলার রিজার্ভ নিন ১০-১৫ জনের গ্রুপ এর জন্য ১০০০-১২০০ টাকা ওরাই হরিন দেখিয়ে আনবে, সন্ধ্যার সময় কবিরাজের চর এ নেমে সূর্যাস্ত ও হাজার হাজার মহিষের পাল দেখতে ভুলবেন না।
২. চোয়াখালি ও চোয়াখালি সী-বিচ । চোয়াখালি তে গেলে খুব সকালে হরিন দেখা যায় । মটর সাইকেল ওয়ালাকে বলে রাখুন খুব সকালে আপনাকে হোটেল থেকে নিয়ে হরিন দেখিয়ে আনবে । আমাদের মত লাক ভালো থাকলে সকাল ৫ টায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে নিঝুম রিসোর্ট এর বারান্দা থেকেও হরিন দেখতে পারবেন ২/৪ পিস :D
৩. ম্যানগ্রোভ বন । নিঝুম দ্বীপ বনায়ন প্রকল্প । নিঝুম দিপে ছোট ছোট পোলাপাইন রা গাইড এর কাজ করে, এদের সাথে নিয়ে সকাল বেলায় বনের ভেতর ঢুকে পড়ুন। হরিন দেখতে পারবেন।
৪. নামার বাজার সী-বিচ। নামার বাজার থেকে হেঁটে যেতে ১০ মিনিট লাগে। এখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন, এখানে বারবিকিউ করে মজা পাবেন।
৫. দমার চর । এই চরের দক্ষিন দিকে নতুন একটা সী বিচ আছে যাকে বলে "ভার্জিন আইসল্যান্ড" । এখানে অনেক নাম না জানা পাখির দেখা পাবেন খুব সকালে যদি যান। অনেক টুরিস্ট দের কাছে এখনও অজানা এই জায়গাটা। ট্রলার ভাড়া ৩০০০-৩৫০০ টাকা। ট্রলার এর মাঝির নম্বরঃ জাকির - ০১৭৮৭ ৬০৫ ৪৪৪ (ভালো মানুষ তবে ভাড়া একটু বেশি চায়, নিঝুম রিসোর্ট এর ম্যানেজার সবুজ ভাইয়ের হেল্প নিয়ে ভাড়া ঠিক করে ফেলুন)।
৬. নামার বাজার থেকে বন্দরটিলা আসার পথেই ১ নাম্বার শেল্টারের পাশ দিয়ে জমি পার হয়ে দেখে আসতে পারেন বাংলাদেশের একমাত্র মরুদ্যান এর রেপ্লিকা।

কার্টিসি-টিওবি। সময়োপযোগী ও প্রয়োজনীয় তথ্য ইডিট করেছি।

সংগ্রহে
মোহাম্মদ সাজেদ
ঢাকা বিশ্ববিদ্যালয় 

অভিজ্ঞতা ছাড়াই গ্রামীণফোনে চাকরির সুযোগ

Trainee-Apprenticeship Program, Service KIOSK
DepartmentEnterprise Market
DivisionCommercial
Close Date21-03-2017
Role Overview.
Job ResponsibilityLearning Opportunity:
  • Understanding about Telecom Enterprise Market and its operations
  • Gather knowledge on Telecom after Sales Service and client expectation
  • Gain experience on client dealing
  • Gain on-job experience in running different sales and service campaigns among the targeted market segment and understand about market demands
  • Capability development by handling customer queries and resolving customer complains
  • Gather deep understanding about responsibilities, loyalty, productivity, punctuality and other corporate formalities
  • Learning the skill of meeting the target, reporting and presenting to the concern management
Education and Experience requirementsEducation:
  • Fresh graduates/students are welcome
Experiences:
  • Should have sound knowledge in MS Office (word, excel, PowerPoint)
  • Pleasant personality with good communication skill
  • Should be capable of handling people with expertise
  • Sharp business sense for handling customers
  • Creative thinking & quick learner
  • Age: Below 25 years
৬৯ হাজার টাকা বেতন মার্কিন দূতাবাসে প্রশাসনিক পদে নিয়োগ
যোগ্যতা
বিজ্ঞান, বাণিজ্য বা শিল্পকলা বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত, মৌখিক ও পাঠ করার ক্ষেত্রে লেভেল চার সমমানের পারদর্শিতা থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে ৬৯ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
উনিভার্সাল অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট (ইউএই) ফরমে (ফরম ডিএস-১৭৪) আবেদন করতে হবে। আবেদন ফরম এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত পাওয়া যাবে দূতাবাসের ওয়েবসাইটে (bd.usembassy.gov)। আবেদন করার সুযোগ থাকছে ২৮ মার্চ, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে-
JOB CONTEXT
  • U.S. Embassy Dhaka is seeking eligible and qualified applicants for the position of Administrative Assistant.
  • NOTE: Due to the high volume of applications received, we will only contact applicants who are being considered. Thank you for your understanding.
JOB DESCRIPTION / RESPONSIBILITY
    Responsible for performing a comprehensive range of secretarial duties and administrative/ clerical functions connected with the programming activities of four Public Diplomacy Officers and the Cultural Affairs Office. Responsible for data input and all paper flow related work for a full range of professional, academic, citizen and youth exchange programs. Serves as primary backup user of contact database, coordinating guest lists and invitations. Serves as primary backup for PAO Secretary and for PA time and attendance. Coordinates travel requests, vouchers, vehicle requests, expendable supplies, and facilities maintenance requests for PAS. Serves as the Public Affairs sub-cashier.
JOB NATURE
Full-time
EDUCATIONAL REQUIREMENTS
    Bachelor’s degree in Arts, Commerce, or Science (U.S. equivalent college studies) is required. (You must attach a copy of your bachelor’s degree certificate along with your application form.)
EXPERIENCE REQUIREMENTS
  • At least 5 year(s)
JOB REQUIREMENTS
  • A minimum of five years of experience in administrative support work is required. Previous experience must demonstrate the ability to achieve full proficiency in this position.
  • Level 4 (Fluent) Speaking/Reading/Writing of Bangla and English is required. English language proficiency will be tested.
JOB LOCATION
Dhaka
Apply Instruction
Applicants must submit the application form & required documents either by regular mail (postal service) or, deliver by hand to the south barrier of the U.S. Embassy to be considered.
Universal Application for Employment (UAE) (Form DS-174), available on our website athttp://bd.usembassy.gov/ (Click on ‘I am looking for jobs at the Embassy’, will take you to ”Job Openings at the Embassy”); blank application forms are also available at the south barrier of the U.S. Embassy (near the Nepalese & Vatican Embassies). Please find the full job announcement on our website at:http://bd.usembassy.gov/
Application Deadline : Mar 28, 2017
#সবার_সহযোগিতায়_আবার_হাসতে_পারবে_জোবায়ের।।।।।
“সবাই এগিয়ে আসুন।“
“মাসুষ মানুষের জন্য, মানবতার সেবায় সবাই এগিয়ে আসুন”
মেনে নেওয়া যায় না, মেনে নিতে পারছি না,
ঠিক যে বয়সে জোবায়ের মাঠে থাকার কথা। ঠিক ঐ সময় জোবায়ের হাসপাতালে সিটে শুয়ে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে, সে হাসপাতাল শুয়ে ভাবছে অাবার কি মাঠে অাসতে পারবে??? প্রিয় ক্যাম্পাসে অাসতে পারবে? তার সহপাঠী দের সাথে অাড্ডা ও ক্লাস করতে পারবে???এই সব কিছু ভেবে তার চোখের পানি চলে অাসে। ভাই অামি টাকার কাছে হেরে যাবে??? ভাই ক্যানসার কি ভালো হয়???
এইটা কেনো ব্যাপার সব ঠিক হয়ে যাবে ভাই।
ক্যানসার অাক্রান্ত জোবায়ের সাহায্য অামরা এগিয়ে অাসবো, চাইলে অাপনি ও অাসতে পারেন।
জোবায়র কে সাহায্য পাঠানের ঠিকনা
তার বড় ভাই
মোঃ হেদায়েত উল্লা
একাউন্ট নাম্বার ৩৪১৩১৮৭১
সোনালি ব্যাংক মাইজদী শাখা।
বিকাশ পারসোনাল :০১৭৮৮৩৫৩৬৩২
ডাচ বাংলা : ০১৮২১০৫৯৮৯৯৭
সন্ধ্যার পর পাড়া গাঁয়ের চা দোকান গুলোতে "কথার হাঁট" বসে। এক কাপ চা বা একটা বিড়ি হাতে টুলের উপর পা তুলে হাঁটু ভেঙ্গে "দ" এর মত করে বসে ঘন্টার পর ঘন্টা তুমুল আলোচনা চলে। সামনে একটা টিভিও চলে(গ্রামের দিকে চায়ের দোকানের পূর্বশর্ত হল-ডিশ টিভি)।
এদের আলোচনার বিভিন্ন দিকের মধ্যে গ্রামে কার মেয়ে কোন ছেলের সাথে বাড়ীর পিছনে দেখা করেছে এটা সম্ভবত সবচেয়ে রসালো দিক।কারণ এটা বলার সময় তৃপ্তি নিয়ে চারপাশে তাকিয়ে মাথা নাড়িয়ে নিচু গলায় বলতে দেখেছি। এছাড়াও তাদের আলোচনায় সামাজিক-রাজনৈতিক-ধর্মীয়-অর্থনৈতিক সবকিছু স্থান পায়, যেদিন যে টপিক আলোচনায় উঠে।
সারাদিন রিকশা চালিয়ে বা মাঠে কাজকরে সন্ধ্যায় চায়ের দোকানে বসে আমেরিকার নির্বাচনসহ অন্যান্য ভূ-রাজনীতি নিয়ে তুমুল তর্ক করাটা তাদের প্রাত্যহিক রুটিন, যাদের এসবের আদৌ কোন মূল্য বা প্রভাব নেই।
তবুও এরা একটা গ্রুপ হয়ে নির্দিষ্ট দোকানে আড্ডা দেয়। দেশ এবং বর্হিবিশ্বের বিভিন্ন ইস্যুতে তাদের প্রায় সবারই নিজস্ব আজগুবি ধরনের পক্ষপাতদুষ্ট স্পষ্ট মতামত থাকে, আর এ মতামত দেয়ার সময় তাদের মধ্যে খুব জ্ঞানী একটা ভাব ফুটে উঠে, যেন এ বিষয়টা খুব সিক্রেট, একমাত্র সেই মূল ব্যাপারটা জানে, বাকিরা ধইঞ্চা।
যাইহোক, এসব তর্ক-বির্তকের ক্ষেত্রে দোকানদারের মতের দাম বেশী। যেহেতু দোকানদারের সাথে ঝগড়ার ফলাফল টিভি বন্ধ বা দোকান থেকে বের হয়ে যাওয়া, একারণবশত তাকে একটু বেশী জ্ঞানী মানতে হয়। তবে সত্য একটা ব্যাপার হলো- একজন চায়ের দোকানদারের কাছে অনেক বাড়ির গোপন খবর পাওয়া যায়।
আরো একটা আজব ব্যাপার হলো, গ্রামে কেউ ভালো কোন অবস্থান, নেতা বা ধনী হয়ে গেলে  আড্ডাবাজ শ্রেণির কমন একটা মন্তব্য হলো- আরে! এটার বাপ/দাদা আমাদের বাড়িতে জাগির থাকতো, কামলা খাটতো বা আমাদের বাড়ির পান্তাভাত খেয়ে এরা আজ বড়লোক ইত্যাদি ইত্যাদি....
প্রয়োজনীয় সত্য-মিথ্যার সংমিশ্রণের এই অতীতটাই সময়ের সাথে পিছিয়ে পড়া এই শ্রেণির অহংকার বা গর্ব করা একমাত্র অবলম্বন।
#ধারণা করা হয়, গ্রামের এই "কথার হাঁট" শহরে গিয়ে "টক শো" হয়েছে। উপকরণ সবই আগের, চায়ের কাপ, মূল্যহীন তর্ক-বিতর্ক! শুধু একটু ডিজিটাল হয়েছে।
আর "টক শো" রাত এগারটায় শুরু হয় যাতে তার আগেই গ্রামের টকশোবিদরা ঘুমিয়ে পড়। সন্ধ্যায় শুরু করলে জাতি ক্ষতির সম্মুখীন হবে ভেবে জ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত।
######
ফজলুর রাহমান
কলামিস্ট
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 
শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি)- পদসংখ্যা ১০০টি ও  শিক্ষানবিশ কর্মকর্তা (প্রগতি)-পদসংখ্যা ১০০টি
শিক্ষাগত যোগ্যতা:যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ এবং শিক্ষাজীবনের যে কোন একটিতে ১ম বিভাগ সহ সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ ২.০০ থাকতে হবে।
মাসিক বেতনঃ ২২,০০০ টাকা সর্বসাকুল্যে।
জুনিয়র শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি)-পদসংখ্যা ২৫০টি
শিক্ষাগত যোগ্যতা:
যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশ এবং শিক্ষাজীবনের যে কোন একটিতে ১ম বিভাগ সহ সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/ জিজিপিএ ২.০০ থাকতে হবে।
মাসিক বেতনঃ ১৮,০০০ টাকা সর্বসাকুল্যে।
সকল পদের জন্য প্রযোজ্য:
বয়স:  সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থলঃ ব্র্যাক মাঠ কার্যালয়।
আগ্রহী প্রার্থীকে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতেঃ