Recent Post
Loading...

HF একটি পোলার যৌগ,ব্যাখ্যা কর'।


 
'HF একটি পোলার যৌগ,ব্যাখ্যা কর'। এমন প্রশ্নের সহজেই ব্যাখ্যা দেয়া যায়।কোনো সমযোজী যৌগ
অপোলার,পোলার নাকি আয়নিক প্রকৃতির হবে,তা যৌগে বিদ্যমান মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে বোঝা যায়।তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য <0.5 হলে ঐ যৌগ অপোলার বা বিশুদ্ধ সমযোজী,0.5-1.7 হলে পোলার বা কিছুটা আয়নিক প্রকৃতির সমযোজী আর >1.7 হলে যথেষ্ট আয়নিক
বৈশিষ্টপূর্ণ সমযোজী যৌগ।যেহেতু হাইড্রোজেন এর তড়িৎ ঋণাত্মকতা 2.1 এবং ফ্লোরিনের 4.0,তাই HF যৌগে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9। অতএব এটি একটি পোলার যৌগ। এমন প্রশ্ন ভর্তি পরীক্ষার mcq তে আসে।কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখলেই তোমরা এমন যেকোনো প্রশ্ন পারবে।
F=4.0
O=3.5
Cl=3.0
N=3.0
Br=2.8
I=2.5
C=2.5
H=2.1
তাহলে এবার নিচের mcq এর উত্তর নিজেরাই বের কর।
1.নিচের কোনটি অপোলার সমযোজী যৌগ?
ক.CO2 খ.HCl গ.NO2 ঘ.HI

Created By
Rabbane Sujon
Msc in Chemistry 

2 comments:

  1. HI অপোলার সমযোজী যৌগ

    ReplyDelete
  2. HI হলো অপোলার সমযোজী

    ReplyDelete