ফসফোনিয়াম সায়ানাইডের সংকেত কি? ফসফোনিয়াম সায়ানাইডের সংকেতঃ PH₄CN . এখানে, ফসফোনিয়াম (PH₄+) যৌগমূলক এর সাথে সায়ানাইড আয়ন (CN-) যুক্ত হয়ে ফসফোনিয়াম সায়ানাইড অণু গঠন করে।
C₂₁ - C₃₀ পর্যন্ত অ্যালকেনের নাম ও সংকেত নিম্নরুপঃ
হেনিকোসেন (Henicosane) - C₂₁H₄₄
ডোকোসেন (Docosane) - C₂₂H₄₆
ট্রাইকোসেন (Tricosane) - C₂₃H₄₈
টেট্রাকোসেন (Tetracosane) - C₂₄H₅₀
পেন্টাকোসেন (Pentacosane) - C₂₅H₅₂
হেক্সাকোসেন (Hexacosane) - C₂₆H₅₄
হেপ্টাকোসেন (Heptacosane) - C₂₇H₅₆
অক্টাকোসেন (Octacosane) - C₂₈H₅₈
ননাকোসেন (Nonacosane) - C₂₉H₆₀
ট্রিয়াকন্টেন (Triacontane) - C₃₀H₆₂
C₃₁ - C₄₀ পর্যন্ত অ্যালকেনের নাম ও সংকেত নিম্নরুপঃ
হেনট্রিয়াকন্টেন (Hentriacontane) - C₃₁H₆₄
ডোট্রিয়াকন্টেন (Dotriacontane) - C₃₂H₆₆
ট্রাইট্রিয়াকন্টেন (Tritriacontane) - C₃₃H₆₈
টেট্রাট্রিয়াকন্টেন (Tetratriacontane) - C₃₄H₇₀
পেন্টাট্রিয়াকন্টেন (Pentatriacontane) - C₃₅H₇₂
হেক্সাট্রিয়াকন্টেন (Hexatriacontane) - C₃₆H₇₄
হেপ্টাট্রিয়াকন্টেন (Heptatriacontane) - C₃₇H₇₆
অক্টাট্রিয়াকন্টেন (Octatriacontane) - C₃₈H₇₈
ননাট্রিয়াকন্টেন (Nonatriacontane) - C₃₉H₈₀
টেট্রাকন্টেন (Tetracontane) - C₄₀H₈₂
C₄₁ - C₅₀ পর্যন্ত অ্যালকেনের নাম ও সংকেত নিম্নরুপঃ
হেনটেট্রাকন্টেন (Hentetracontane) - C₄₁H₈₄
ডটেট্রাকন্টেন (Dotetracontane) - C₄₂H₈₆
ট্রাইটেট্রাকন্টেন (Tritetracontane) - C₄₃H₈₈
টেট্রেট্রাকন্টেন (Tetratetracontane) - C₄₄H₉₀
পেন্টাটেট্রাকন্টেন (Pentatetracontane) - C₄₅H₉₂
হেক্সাটেট্রাকন্টেন (Hexatetracontane) - C₄₆H₉₄
হেপ্টাটেট্রাকন্টেন (Heptatetracontane) - C₄₇H₉₆
অক্টাটেট্রাকন্টেন (Octatetracontane) - C₄₈H₉₈
ননাটেট্রাকন্টেন (Nonatetracontane) - C₄₉H₁₀₀
পেন্টাকন্টেন (Pentacontane) - C₅₀H₁₀₂
মুক্তজোড় ইলেকট্রনঃ কোন পরমাণুর যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে।
এখানে, ক্লোরিনের সর্ববহিঃস্থ শক্তিস্তর অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে 3s² 3Px² 3Py² অরবিটাল গুলোতে দুটি করে ইলেকট্রন বিদ্যমান থাকে। এই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এজন্য এই ইলেকট্রনগুলি কে মুক্তজোড় ইলেকট্রন বলে। এখানে ক্লোরিনের তিন জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে।
বন্ধন জোড় ইলেকট্রনঃ পরমাণু যোজ্যতা স্তরে বা সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলে।
কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে তার সর্ববহিঃস্থ শক্তিস্তরে যে বেজোড় ইলেকট্রন গুলি থাকে সেই ইলেকট্রনগুলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। কাজেই বলা যায়, কোন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকে ঐ পরমাণু ততটি বন্ধন গঠন করতে পারে।