আয়নিক যৌগে প্রতিটি আয়ন তার চতুর্দিকে বিপরীত আধানযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। আয়নিক যৌগকে তরল করতে হলে অনেক বেশি তাপের প্রয়োজন। অধিক তাপে আয়নগুলো কম্পন দ্বারা বিপরীত আধানযুক্ত আয়নের আকর্ষণকে অতিক্রম করে মোটামুটি মুক্তভাবে বিচরণ করতে পারে। এদের বাষ্পীভূত করতে বিপরীত আধানযুক্ত আয়নের আকর্ষণ সম্পূর্ণরূপে ছিন্ন করতে হয়। এ কারণে আয়নিক যৌগসমূহের গলনাংক ও স্ফূটনাংক খুব বেশি।আয়নিক যৌগে ক্যাটায়ন ও অ্যানায়ন electrostatic ...
গাছের পাতা সবুজ দেখায় কেন?
এই সহজ প্রশ্নটার উত্তর আমরা খুব সহজ করে দিয়ে ফেলি। বলি— পাতায় ক্লোরোফিল থাকে বলেই সবুজ দেখায়। যদি জিজ্ঞেস করা হয় ক্লোরোফিল থাকলেই বা সবুজ দেখাবে কেন? নীল বা হলুদ কেন নয়? তখন আমরা অনেকেই চুপ করে যাই। প্রথম কথা, আমরা গাছের পাতা কেন দেখি? গাছের পাতায় সূর্যের সাদা আলো পড়ে। সেই আলো পাতায় প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় এসে প্রতিবিম্ব তৈরি করে। তখন আমরা পাতাটা দেখতে পাই। তবে ...
বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত
বয়েলের সূত্রঃ স্হির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের যেকোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ স্হির তাপমাত্রায় গ্যাসের চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়। বয়েলের গাণিতিক সমীকরণ নিম্নরূপ- P₁V₁ = P₂V₂ = K -------(i)আমরা জানি, গ্যাসের ঘনত্ব = (ভর / আয়তন) d = (W / V )বা, আয়তন = (ভর / ঘনত্ব). V = (W / d ).এক্ষেত্রে গ্যাসের ভর (W) নির্দিষ্ট। ...
(১) গ্যাসের আয়তন (V) বনাম চাপের (P) লেখচিত্রঃ বয়েলের সূত্র অনুসারে স্হির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করলে, বিভিন্ন আয়তন পাওয়া যায়। যা রেকর্ড করা হয়। Y-অক্ষ বরাবর আয়তন এবং X- অক্ষ বরাবর চাপ লেখচিত্র অংকন করলে নিম্নের চিত্রের ন্যায় অধিবৃত্তীয় রেখা পাওয়া যায়। স্থির তাপমাত্রায় প্রক্রিয়াটি সম্পন্ন করে আয়তন ...