Recent Post
Loading...



চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম) এ নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

যোগ্যতা

স্নাতকোত্তর ও এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে ব্যবসায় ও বিজ্ঞান থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া আবেদনকারীদের শূন্য থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন ২৫ থেকে ৩৫ বছর বয়সী পুরুষ প্রার্থীরা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ONLINE APPLY মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
Kazi IT Center is a North American owned and operated company with its headquarters 60 miles outside of Los Angeles, California and business is Call Center, Web Development, and Outsource Business Process. Our motto is to make the lives of people better through the use of modern technology all over the world. KITC is running a project named Bangladesh High Tech Park under the ICT Ministry.
Position Name: Management Trainee Officer – Operations (Night Shift)
No. of Vacancies: 05
Job Description / Responsibility
  • Kazi IT is a global leader in consulting, technology, outsourcing and next-generation services. We enable clients to stay a step ahead of emerging business trends and outperform the competition. We help them transform and thrive in a changing world by co-creating breakthrough solutions that combine strategic insights and execution excellence.
  • Visit www.facebook.com/kaziitbd to see how Kazi IT employees, is helping enterprises renew themselves while also creating new avenues to generate value.
  • Primary job responsibility will be to deliver an error free quality product aligned with the process.
  • Able to communicate with each client in a professional manner.
  • Directly aligned with the clients through leadership and content platform.
  • Providing quality and smooth output within the deadline coordinate with the client to identify project scope, budget and timeline, successful implementation of project and operational requirements.
  • Determine accountability for specific implementation, and work with production Lead to ensure that appropriate resources are assigned to meet the deadlines
  • Provide management and stakeholders with regular updates on processing status, issues and deliverable dates
  • The candidate must have a good eye sight, with excellent spelling, grammar and punctuation skills and analytical abilities.
Job Nature
Full-time
Educational Requirements
  • Only IBA from Dhaka University Graduates can apply.
  • Good Band Score in IELTS (Minimum 6.0) will get extra advantage.
Experience Requirements
  • at least 1 year(s)
  • The applicants should have experience in the following business area(s):
    Call Center, BPO/ Data Entry Firm, Interior Design, IT Enabled Service, Web Media/Blog
Additional Job Requirements
  • Shift Time: From Monday – Saturday (8 PM- 6 AM)
  • The candidate must have a good English when speaking with customers in America and eye sight, with excellent spelling, grammar and punctuation skills and analytical abilities
Job Location: Dhaka
Salary Range: TK. 50000 to 60000
Other Benefits
  • Competitive salary package
  • 2 Festival bonus
  • 30 days of annual leaves, Up to 2 weeks of leave encashment.
  • Entertainment & recreational facilities, round the year gaming/creativity competitions and outings
  • 25% House Rent Extra will be Paid for Nikunja 2 area Housing ( 5 years contract)
  • Provident fund
  • Gratuity fund
  • Opportunity to grow in different specializations
  • Above all, a great opportunity to learn from and work in a truly dynamic and international work environment
Special Note: Given the international nature of the environment, fluency in English is a must and your written abilities should be of very high standard for all above positions. All the academic and previous employment documents will be sent for verification to the respective educational institutions/employer organization. Any discrepancy will result to the disqualification of the applicant.
Application Deadline: October 14, 2016
Company Information
Kazi It Center
Address: House No. -1 Road No. 11, Nikunja – 2, Khilkhet, Dhaka
Website: www.kaziitcenter.com
Business: Outsource Business Process – Web Development – Call Center
We are determined to build Digital Bangladesh


Job Position:

Merchandiser (Sweater)
No. of Vacancies01 (one)
Job Description / Responsibility
  • The incumbent is responsible for overall activities and outcome of an assigned account.
  • He or she must handle development and order processing from initial stage till shipment with full responsibility.
  • Thorough knowledge in, Denim and Non Denim fabric and it’s washes and costs
  • Able to handle costing, order processing with approval & buyer correspondence independently
  • Preparing regular updates for Management review
  • Should be able to handle minimum two accounts with 4-5 factories from costing to garment shipments
  • Assignment of Jobs and monitoring the activities of team Members.
  • Monitor production and ensures time schedule and quality of merchandise.
  • Monitor opening of s by the Factory and processing of shipping documents
  • Follow-up and knowledge of commercial, such as LC, back to back LC, Shipment, booking and shipping documentation etc.
  • Negotiate prices with suppliers to ensure best price (cost breakdown)
  • To join the meeting with buyers (buying meeting / visit factories)
  • Place purchase order to suppliers
  • To follow up the running orders to be sure that the initial delivery date is respected
  • Get preform invoice back and check PI
  • To manage the sampling in each steps
  • To launch the production and confirm delivery date with supplier
  • Quality Inspection’s planning and booking
  • In line / final inspection
  • Interlocutor between supplier and customer
  • To visit factories and make in line inspection
  • Handling paper work such as P/O and shipping set of documents 
Additional Job Requirements
  • Age 28 to 35 year(s)
  • Both males and females are allowed to apply.
  • Candidate need to have good command over English for communication with clients, concerning approvals, delivery schedules, and samples.
  • The Applicant should have experience in both the following areas:
  • Garment buying house
  • Sound Physical & Mental health condition.
  • Dynamic, knowledgeable & self-starter.
Job NatureFull-time
Educational Requirements
  • Masters/ MBA Degree Holder from any reputed university.
  • Preferably in Textile Engineering
Experience RequirementsMinimum 05 year(s)
Job LocationDhaka
Salary RangeNegotiable
Other BenefitsAs per company policy.
Apply Instruction
Please send your updated CV mentioning expected salary and a recent color photograph to
Application DeadlineSep 17, 2016


মনের মত একটা চাকরি পাওয়া অনেক কঠিন কাজ। আর সেটা যদি হয় ব্যাংকের চাকরি, কাজটা যেন তখন আরও কঠিন হয়ে যায়। আজকাল তরুণদের স্বপ্নের তালিকায় প্রথমদিকেই থাকে ব্যাংকে চাকরি। কিন্তু পর্যাপ্ত এবং নিয়মমাফিক প্রস্তুতির অভাবে অনেকের কাছেই এই স্বপ্ন থেকে যায় অধরা। যারা ব্যাংকে চাকরি করতে চান, তাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ অফিসার তৌফিক ইনাম।

ইংরেজি এবং অংকের উপর জোর দিতে হবে:

তৌফিক ইনাম ব্যাংকের প্রস্তুতি বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই প্রিয়.কমকে বলেন, “ইংরেজি এবং অংক হচ্ছে অনেকটা প্যারাসিটামলের মত। এর গুরুত্ব সবচাইতে বেশি। যারা ইংরেজি এবং অংকে ভালো তারা খুব দ্রুত ব্যাংকের চাকরি পেতে পারে। আবার ভাইভা বোর্ডে, গ্রুপ ডিসকাসনে বা প্রেজেন্টেশনেও সবকিছু সুন্দরভাবে ইংরেজিতে উপস্থাপন করতে হয়। তাই যারা ব্যাংকে চাকরির স্বপ্ন দেখছেন তারা এই দুটি বিষয় মনযোগ দিয়ে চর্চা করুন।”

সাম্প্রতিক তথ্যে স্বয়ংসম্পন্ন হতে হবে:

তৌফিক ইনাম বলেন, “ব্যাংকে চাকরি প্রার্থীদের অবশ্যই সাম্প্রতিক প্রশ্নে স্বয়ংসম্পন্ন হতে হবে। সে লক্ষ্যে প্রতিদিন রাতে একবার সংবাদ দেখা উচিত এবং নিয়মিত সংবাদপত্র পড়া উচিত। গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটা খাতায় লিখে রাখতে হবে। এই খাতাটা পরীক্ষার আগে পড়লে ভালো ফল দিবে। এছাড়া প্রতি মাসের সাম্প্রতিক তথ্য বিষয়ক যে কোন একটা বইও নিয়মিত পড়া উচিত।”

বিগত সালে বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান করতে হবে:

তৌফিক ইনাম আরও যুক্ত করেন, “বিগত সালে ব্যাংক পরিক্ষায় আসা প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করতে হবে। আর এটা করতে পারলে ব্যাংকের প্রশ্ন সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে। কোন ব্যাংকের প্রশ্ন করে আইবিএ, কোনটা করে বিআইবিএম, কোনটা করে ঢাবির বিজনেস ফ্যাকাল্টি। তাই প্রশ্ন পদ্ধতি বোঝার জন্য এবং প্রস্তুতিকে পরিপূর্ণ করার পুরনো প্রশ্নগুলো চর্চার কোন বিকল্প নেই।”

কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞানের চর্চা করতে হবে নিয়মিত:

কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞান প্রসঙ্গে তৌফিক ইনাম বলেন, “প্রথমেই বলেছি অংক এবং ইংরেজির কথা। তবে ব্যাংকের পরিক্ষায় কম্পিউটার, মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞানের চর্চাও বেশ গুরুত্ব সহকারেই করতে হবে। এসব বিষয়ের জন্য বাজারের প্রচলিত যে কোন একটা ভালো বই অনুশীলন করলেই চলবে। আর হাতে কলমে কম্পিউটার ব্যবহার, বুদ্ধিভিত্তিক চর্চা বেশ ভালো ফল দিতে পারে।”

ভাইভার জন্যও রাখতে হবে প্রস্তুতি:

অনেকেই মনে করেন আগে লিখিত এবং অন্যান্য পরীক্ষায় উত্তীর্ন হই, তারপর ভাইভার প্রস্তুতি নেব। কিন্তু এটি সম্পূর্ন ভুল চিন্তাধারা। লিখিত পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে ভাইভার প্রস্তুতিও রাখতে হবে। তৌফিক ইনাম এ প্রসঙ্গে বলেন, “আপনি যে বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর করেছেন সে বিষয়ে ভাইভা বোর্ডে অবশ্যই প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হতে পারে আপনার জেলাকে নিয়ে। এছাড়া ব্যাংক বিষয়েও বিভিন্ন প্রশ্ন করা হয়। তাই ভাইভার জন্য সবসময় নিজেকে আপডেট রাখতে হবে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে বেশ ভালো ধারণা রাখতে হবে। ”

প্রস্তুতিকে ভালবাসতে হবে, দিতে হবে পর্যাপ্ত সময়:

তৌফিক ইনাম সবশেষে বলেন, “ব্যাংকের চাকরির প্রস্তুতিকে ভালবাসতে হবে। কারণ মানুষ কোন বিষয় ভালোবেসে বা মন থেকে করলে ইতিবাচক ফল আসবেই। প্রস্তুতি নিয়ে কোন হেলাফেলা চলবে না। প্রতিদিন রুটিন মেনে প্রয়োজনীয় বিষয়গুলো অনুশীলন করতে হবে। তাহলেই আসবে কাঙ্ক্ষিত ফল, পূরণ হবে ব্যাংকার হওয়ার স্বপ্ন।”

পরামর্শ দিয়েছেন
তৌফিক ইনাম,
এক্সিকিউটিভ অফিসার,
কর্পোরেট অফিস
ব্যাংক এশিয়া।
তথ্যসূত্রঃ প্রিয় ডট কম

বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সৌদিয়া এয়ারলাইন্স জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফিমেল ফ্লাইং অ্যাটেনডেন্ট পদে নারীদের নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা
উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কাজে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে ৩৬ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের কাঁধের উচ্চতা ন্যূনতম ২১২ সেন্টিমিটার হতে হবে। এ ছাড়া ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা recruitment.dhaka@zakagroup.com ইমেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন করা যাবে ৬ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
জব টাইপ : ফুলটাইম
জব ক্যাটাগরি : সরকারী
আবেদনের শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর , ২০১৬
বিস্তারিত নিচের বিজ্ঞাপনে :

GENERAL KNOWLEDGE ABOUT SCIENCE





GENERAL KNOWLEDGE ABOUT SCIENCE





 



১৫ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে। অনলাইনে লগ-ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর (শুক্রবার), ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪ সেপ্টেম্বর (শনিবার), ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার), ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ অক্টোবর (শুক্রবার), ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর (শুক্রবার) এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্কন ১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করা যেতে পারে এই ওয়েবসাইট :
http://admission.eis.du.ac.bd/


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোতে ২০১৬–১৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর থেকে। এ প্রক্রিয়া চলবে ২০ অক্টোবর পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, মেধাতালিকা প্রণীত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে। মেধাতালিকা অনুসারে পছন্দের বিষয় বরাদ্দ করা হবে শিক্ষার্থীদের। আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, ২০১৩ বা ২০১৪ সালে এসএসসি বা সমমান পাশ এবং ২০১৫ বা ২০১৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পাশ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। ভর্তির নূন্যতম যোগ্যতা চতুর্থ বিষয়সহ জিপিএ ২।
*ভর্তি নির্দেশিকার জন্য ক্লিক করুন: http://app1.nu.edu.bd/notice/BN_HONS_2016-2017.pdf