Recent Post
Loading...
By Emon RaihanFollow In Facebook 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপকামিং রুটিনঃ-
১। ডিগ্রী ৩য় বর্ষ এপ্রিলের লাষ্ট/ মে ১ম।
২। ডিগ্রী ১ম (১৫-১৬) মে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপকামিং ফর্ম ফিলাপঃ-
১. ডিগ্রি ২য় বর্ষ(১৪-১৫): মে মাসের শেষ দিকে শুরু হবে।
২. অনার্স ৪র্থ বর্ষ(১২-১৩): জুন-জুলাইয়ে শুরু হবে।
৩. ডিগ্রি ৩য় বর্ষ(১৩-১৪): জুলাইয়ে শুরু হবে।
৪. মাস্টার্স ১ম বর্ষ(১৪-১৫): আগস্টে শুরু হবে।
আপকামিং রেজাল্ট:
১. অনার্স ২য় বর্ষ(পুরাতন সিলেবাস): রেজাল্ট এই মাসের
শেষ দিকে প্রকাশ হবে।
২. অনার্স ১ম বর্ষ(১৫-১৬): রেজাল্ট এপ্রিল মধ্যে প্রকাশ
হবে।
৩. অনার্স ৪র্থ বর্ষ(১১-১২): রেজাল্ট জুনের মধ্যে প্রকাশ
হবে। 
By Emon RaihanFollow In Facebook

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রমোশন বা
উত্তীর্ণ হওয়ার নিয়ম :
অনার্স :
* কোনো বিষয়ে উত্তীর্ণ হতে অবশ্যই ৪০% নম্বর
পেতে হবে। অর্থাৎ ৮০ নম্বরের পরিক্ষায় পাশ নম্বর
৩২।
* পাশ করার পর ইনকোর্সের নম্বর যোগ হবে। ইনকোর্স
২০ নম্বরের পরিক্ষায় পাশ নম্বর ৮।
আরো কিছু নিয়ম :
(১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী –
১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে
৩টা বিষয়ে পাশ করতে হবে।
এবং GPA = 1.75 অর্জন করতে হবে।
(২) দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয়বর্ষে প্রমোশনের
জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে।
এবং কমপক্ষে GPA=2.00 অর্জন করতে হবে ।
(৩) তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য
কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে।
এবং কমপক্ষে GPA = 2.25
অর্জন করতে হবে ।
* এছাড়া –
(১) সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/
মাঠকর্ম/ মৌখিক )
পরীক্ষায় অংশগ্রণন বাধ্যতামূলক।
২) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না।
এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিতি
থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।
* ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের
প্রমোশন বন্ধ থাকবে। (শুধুমাত্র যারা পরীক্ষায়
অনুপস্থিত (এবসেন্ট ) থাকবেন।)
* ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের
প্রমোশন বন্ধ থাকবে।(শুধুমাত্র যারা পরীক্ষায়
অনুপস্থিত থাকবেন)
* ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের
প্রমোশন বন্ধ থাকবে (শুধুমাত্র যারা অনুপস্থিত
থাকবেন)
* অনার্স কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ ৭ বছর।
ডিগ্রি :
* ডিগ্রি ২০১৩-১৪ হতে পরবর্তী বর্ষের ক্ষেত্রে
যেকোনো বিষয়ে পাশ নম্বর ৪০।
– C, D গ্রেড পেলে যেকোনো বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভ
বা মানোন্নয়ন পরীক্ষা দেয়া যাবে।
কিন্তু যতবার কোন ছাত্র/ছাত্রী অনুত্তীর্ণ হবে
তবারই ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবে, তবে
রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে।
– রেজিষ্ট্রেশনের মেয়াদ ৬ বছর ।



নোয়াখালী সরকারি কলেজর মেধাবী ছাত্র ইকরার চিকিৎসায় এগিয়ে আসুন। ইকরার ‘দুটো কিডনিই নষ্ট” হয়ে গেছে চিকিৎসার জন্য প্রয়োজন পনের লাখ টাকা।

মো: আব্দুল্লাহ আল-ইকরা স্নাতক শেষ বর্ষের ছাত্র। বয়স ২৪ বছর। দরিদ্র বাবা মায়ের স্বপ্ন ছিল এক মাত্র ছেলে মো: আব্দুল্লাহ আল ইকরা পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরবে। কিন্তু স্নাতক পরীক্ষার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর জানা গেলে তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত ইকরার কিডনি প্রতিস্থাপন করা দরকার। আর এতে খরচ হবে ১৫ লাখ টাকা। আর এখন প্রতি সপ্তাহে ইকরার ডায়ালাইসিস ও অন্যান্য সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় ৩০০০০ টাকা।  ইতিমধ্যে ডায়ালাইসিস, ওষুধপত্র ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ মেটাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। ইকরার বাবা মো: বেলাল ঊদ্দিন একজন প্রবাসী।তিনি অত্যন্ত নিম্ন আয়ের মানুষ।

ইকরার কিডনি প্রতিস্থাপনের এই টাকাটা তাঁর পরিবারের পক্ষে এই মুহূর্তে জোগাড় করা সম্ভব নয়। পরিবারের পক্ষ থেকে সমাজের সব শ্রেণী পেশার মানুষের কাছে ইকরার চিকিৎসায় এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

তাই হৃদয়বান ও সহমর্মী ব্যক্তি বা মানবহিতৈষী কল্যাণমূলক প্রতিষ্ঠান ইকরার জীবন বাঁচাতে সহযোগিতার জন্য অতি দ্রুত এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

ইকরার গ্রামের বাড়ী-বেগমগঞ্জ উপজেলার, ১৫ নং শরিফপুর ইউনিয়নের,শরিফপুর গ্রামে।

আর্থিক সহায়তার জন্য -
মো: আব্দুল্লাহ আল-ইকরা
সঞ্চয়ী হিসাব নং –  ৩৯৬২০ , ইসলামী ব্যাংক, মাইজদী কোর্ট শাখা।

যোগাযোগ-
শিফু (ভগ্নীপতি) -+88 01710844179
হৃদয় - +88 01673105055 বিকাশ (পার্সোনাল)
By Emon RaihanFollow In Facebook


National Univerity Honours 1st Year Exam Result. National University honours First year exam result Will be Publish – www.nu.edu.bd/results. NU Honours 1st Year Result has been published at afternoon from www nu edu bd or www nu edu bd results

Result link
nu.edu.bd/results
For SMS


NU<space>H1<space>Roll no & Send 16222.

Exam: NU H1 12345 & Send 16222



খনিজ ও আকরিক  এর মধ্যে পার্থক্য নির্ণয় :

খনিজ ও আকরিক [Mineral and Ore]:-

সোনা, রুপো, তামা, মার্কারি, প্লাটিনাম প্রভৃতি কয়েকটি ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়  । এই ধাতুগুলি ছাড়া অন্যান্য ধাতুগুলিকে কখনও প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না । ওইগুলিকে যৌগরূপে ভূপৃষ্ঠে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রকৃতির মধ্যে পাওয়া যায় । মিশ্রিত বালি, মাটি ইত্যাদি অশুদ্ধি বা অপদ্রব্যকে খনিজমল [Gangue] বলে ।

☼ খনিজ [Mineral]:- প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় কখনও ভূগর্ভের নিচে বা ভূপৃষ্ঠে, বালি, মাটি এবং কাদার সঙ্গে মিশ্রিত অবস্থায় পাওয়া যায় । প্রকৃতিজাত এইসব অজৈব পদার্থগুলিকে খনিজ পদার্থ বলে । যেমন: রেড হেমাটাইট [Fe2O3] হল লোহার একটি খনিজ ।

☼ আকরিক [Ores]:- যেসব খনিজ থেকে সহজে ও সুলভে প্রয়োজনীয় ধাতু নিষ্কাশন করা যায়, তাদের ওই ধাতুর আকরিক বলে । কোনো ধাতুর সব খনিজই খরচ ও সহজ লভ্যতার প্রেক্ষিতে ধাতু নিষ্কাশনের উপযুক্ত নাও হতে পারে । যে কারণে বলা হয়—  কোনো ধাতুর আকরিকগুলি এর খনিজ, কিন্তু যেকোনো খনিজই এর আকরিক নাও হতে পারে । যেমন: রেড হেমাটাইট [Fe2O3] থেকে সহজে ও কম ব্যয়ে লোহার নিষ্কাশন করা যায় । তাই রেড হেমাটাইট লোহার আকরিক বলে । কিন্তু আয়রন পাইরাইটিস [FeS2] থেকে সহজে ও কম ব্যয়ে লোহা নিষ্কাশন সম্ভব হয় না । তাই আয়রন পাইরাইটিস লোহার খনিজ হলেও একে আকরিক বলা যায় না ।

◘ আকরিক থেকে বিভিন্ন সহজ এবং সুলভ প্রক্রিয়ার সাহায্যে ধাতু-নিষ্কাশন করার পদ্ধতিকে বলা হয় ধাতু বিদ্যা [Metallurgy]

যখন আপনি ক্যালসিয়াম কার্বোনেট গরম করা হয় কি পেতে পারি?


চুনাপাথর প্রধানত ক্যালসিয়াম কার্বোনেট, CaCO3 হয়। যখন এটি উত্তপ্ত,প্রায় ভেঙে পড়েছে এটা ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন-ডাই-অক্সাইড গঠন প্রায় ভেঙে পড়েছে। ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড উত্পাদন করতে। চুনাপাথর এবং তার পণ্য সহ হামানদিস্তা, সিমেন্ট, কংক্রিট এবং কাচের করতে ব্যবহার করা হচ্ছে বহুল ব্যবহারে আছে।


কিভাবে ক্যালসিয়াম কার্বোনেট গঠিত হয়?


ক্যালসিয়াম কার্বোনেট সূত্র CaCO3 সঙ্গে একটি রাসায়নিক যৌগ হয়। এটি একটি সাধারণ খনিজ পদার্থ ক্যালসাইট এবং আরাগোনাইট (এর মধ্যে উল্লেখযোগ্য হল চুনাপাথর হিসাবে, যা তাদের খনিজ উভয় রয়েছে) যেমন শিলা পাওয়া এবং মুক্তো প্রধান উপাদান এবং সামুদ্রিক প্রাণীর, শামুক, এবং ডিম শেল হয়।


By Emon RaihanFollow In Facebook

২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচী।


২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচী Link


http://nu.edu.bd/home/all_notice_download_content/Examination/April_2017/notice_1941_pub_date_18042017.pdf
By Emon RaihanFollow In Facebook 




ইন্টারনেট ব্যবহার চলবে অবিরাম গতিতে! কারণ, টেলিটক দিচ্ছে মাত্র ৭০ টাকায় ১ জিবি ইন্টারনেট। সাথে আরও ১ জিবি ইন্টারনেট একদম ফ্রী। মেয়াদ ৩০ দিন।
প্যাকেজটি উপভোগ করতে ডায়াল করুন *111*511#
বিস্তারিত: www.teletalk.com.bd/hero
ভ্যাট, এসডি ও সারচার্জ প্রযোজ্য।
#টেলিটক #স্বপ্নহাসিমুখের
By Emon RaihanFollow In Facebook 
এক মাসের মধ্যে মোবাইল ডেটার দাম নির্ধারণে একটি নীতিমালা তৈরি করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে পৃথক কস্ট মডেলিং অ্যানালাইসিস করতে নির্দেশ দিয়েছে সরকারের ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আব্দুল নাসেরের সভাপতিত্বে কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে।
ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা রয়েছেন। ডিজিটালাইজেশনে সর্বোচ্চ নীতি নির্ধারণী এই পর্ষদের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী।  আর টাস্কফোর্সের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করে এর নির্বাহী কমিটি।
যে কোন সেবা দিতে প্রতিষ্ঠানের মোট খরচ বের করার পদ্ধতিকে বলা হয় কস্ট মডেলিং। এর আগে ২০০৮ সালে ভয়েস কলের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল এই পদ্ধতিতেই। তখন প্রতি মিনিট লোকাল কলের সর্বোচ্চ দাম ২ টাকা ও সর্বনিম্ন ২৫ পয়সা বেঁধে দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এর বছর খানেক পর লোকাল এসএমএস এর জন্য সর্বোচ্চ ৫০ পয়সা ও আন্তর্জাতিক এসএমএস এর জন্য ২ টাকা চার্জ নির্ধারণ করে দেওয়া হয়। তবে বিটিআরসির অনুমতি সাপেক্ষে ভ্যালু এডেড সার্ভিসের এসএমএস ও ভয়েস কলের আলাদা দাম নির্ধারণের সুযোগ রাখা হয় তখন। এখন ডেটা প্যাকেজের সর্বোচ্চ ও সর্বনিম্ন দামও এই পদ্ধতিতে নির্ধারণ করা হবে।
এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন গত কয়েক মাস ধরেই তাঁরা এ বিষয়টি নিয়ে কাজ করছেন। ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকে উপস্থিত থাকা এই কর্মকর্তা আশা করছেন খুব শিগগির কস্ট মডেলিংয়ের কাজটি শেষ হবে।
আগের কস্ট মডেলিংয়ের কাজটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইইউটি) বিনা খরচে বাংলাদেশের জন্য করে দিয়েছিল। বাংলাদেশ তখন নিম্ন আয়ের দেশ থাকায় কোন খরচ দিতে হয়নি। কিন্তু  নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় চলে আসায় এবারের কস্ট মডেলিংয়ের জন্য বাংলাদেশকে অর্থ খরচ করতে হবে।
বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন, কস্ট মডেলিং অ্যানালাইসিস এর জন্য খুব শিগগিরই আইইউটি’র একজন জ্যেষ্ঠ পরামর্শক বিটিআরসির সাথে কাজ শুরু করবেন।
বর্তমানে অপারেটররা নিজেরাই ডেটা সার্ভিসের দাম নির্ধারণ করেন। ডেটা প্যাকেজের যৌক্তিক দাম নির্ধারণের কোন সুনির্দিষ্ট মানদণ্ড তারা মেনে চলে না। নিজেদের খেয়াল খুশিমত দাম নির্ধারণ করে তারা।
আট বছর আগে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম ছিলো ৭২ হাজার টাকা। গত বছর এই দাম মাত্র ৬২৫ টাকায় নামিয়ে আনে সরকার। তবে অভিযোগ রয়েছে যে হারে সরকার ইন্টারনেটের খরচ কমিয়েছে গ্রাহকরা তার সুবিধা পাচ্ছেন না।
By Emon RaihanFollow In Facebook 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপকামিং ফর্ম ফিলাপঃ-
১. ডিগ্রি ২য় বর্ষ(১৪-১৫): মে মাসের শেষ দিকে শুরু হবে।
২. অনার্স ৪র্থ বর্ষ(১২-১৩): জুন-জুলাইয়ে শুরু হবে।
৩. ডিগ্রি ৩য় বর্ষ(১৩-১৪): জুলাইয়ে শুরু হবে।
৪. মাস্টার্স ১ম বর্ষ(১৪-১৫): আগস্টে শুরু হবে।
আপকামিং রেজাল্ট:
১. অনার্স ২য় বর্ষ(পুরাতন সিলেবাস): রেজাল্ট এই মাসের শেষ দিকে প্রকাশ হবে।
২. অনার্স ১ম বর্ষ(১৫-১৬): রেজাল্ট মে মাসের মধ্যে প্রকাশ হবে।
৩. অনার্স ৪র্থ বর্ষ(১১-১২): রেজাল্ট জুনের মধ্যে প্রকাশ হবে।
-ধন্যবাদ