রসায়ন বিজ্ঞানঃ১/ এসিড নীল লিটমাসকে – লাল করে ।২/ ক্ষার লাল লিটমাসকে – নীল করে ।৩/ স্টেইনলেস স্টিলে থাকে – ক্রোমিয়াম,নিকেল ও লোহা ।৪/ ইস্পাতে কার্বনের পরিমান – ০.১৫ – ১.৫ % ।৫/ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে –পরমাণু ।৬/ ইস্পাতে সুনিয়ন্ত্রিত – কার্বন থাকে ।৭/ রাজঅম্ল হলো – নাইট্রিক এসিড (HNO3) ওহাইড্রোক্লোরিক এসিডের(HCl) এর ১ : ...
পলির বর্জন নীতি ও বিস্তারিত আলোচনা
পলির বর্জন নীতি একই পরমাণুতে যে কোন দুটি ইলেকট্রনেরচারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোওএকই হতে পারেনা। দুটি ইলেকট্রনের ৩টিকোয়ান্টাম সংখ্যার মান একই হলে চতুর্থকোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। যেমনঃ- দুটি ইলেকট্রন বিশিষ্ট একটিপরমাণুতে - ১ম ইলেকট্রনের জন্য, n ...
কোয়ান্টাম সংখ্যা সংজ্ঞা - পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাতৃক বিন্যাস প্রকরণ এবং আবর্তনের দিক প্রকাশক সংখ্যা সমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। প্রকারভেদঃ- কোয়ান্টাম সংখ্যাকে ৪ ভাগে ভাগ করা হয়েছে ১) প্রধান কোয়ান্টাম সংখ্যা, ২) সহকারী কোয়ান্টাম সংখ্যা, ৩) ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ৪) স্পিন কোয়ান্টাম সংখ্যা, ১) প্রধান ...
1. বিজ্ঞান কী? উত্তরঃ- বস্তুজগত ও জীবজগত সম্পর্কে পরীক্ষা-নীরিক্ষা ও প্রমাণ নির্ভর জ্ঞান যা মানুষকে তৎসংশ্লিষ্ট বিষয়ে স্পষ্ট ধারণা প্রধান করে তাকে বিজ্ঞান বলে । 2. মধ্যযুগের রসায়ন চর্চাকে কী বলা হতো ? উত্তরঃ- মধ্যযুগের রসায়ন চর্চাকে আল-কেমি বলা হতো । 3. দহন কাকে বলে ? উত্তরঃ- অক্সিজেন দ্বারা কোন পদার্থকে জারিত করাকে দহন বলে । 4. কাঠের প্রধান উপাদান কী ? উত্তরঃ- কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ । 5. ...
ডিস্টিলেশন হচ্ছে দুটি দ্রবনকে তাদের ভিন্ন স্ফুটনাংকের মাধ্যমে আলাদা করা। জাবির ইবনুল হাইয়ানের এই আবিষ্কার আলকেমী থেকে কেমিস্ট্রির পথে ছিল মাইলস্টোন উত্তরন। বিজ্ঞানী জাবির এক্সপেরিমেন্টেশনের উপর গুরুত্ব দেন এবং আল কেমীকে সাইন্স রূপ দিয়ে কেমিস্ট্রি হিসেবে দাড় করান। তিনি সালফিউরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড, ডিস্টিলেশন, ক্রিস্টালাইজেশন, লিকুইফ্যাকশন, অক্সিডাইজেশন, ইভাপোরেশন, ফিলট্রেশন সহ বেশ কিছু কেমিক্যাল ...
কিমিয়া থেকে কেমিস্ট্রি:
গুপ্তবিদ্যার প্রতি আগ্রহ মানুষের চিরন্তন। "আল কেমি" হচ্ছে সেই রকম গুপ্তবিদ্যা, যার দ্বারা মানুষ "এলিক্সির" নামে এমন একটি যাদুকরী বস্তু তৈরী করতে পারবে। সে এলিক্সিরের ছোয়ায় লোহা হয়ে যাবে সোনা, তামা হয়ে যাবে রূপা, আর মানুষের আয়ু যাবে বহুগুন বেড়ে!! লোহা থেকে সোনা বানানো কিংবা জীবনকে দীর্ঘায়িত করার বাসনাই ছিল আল কেমী বিদ্যার মূল উদ্দেশ্য।"আল কেমি" শব্দটি এসেছে আরবী আল কিমিয়া থেকে। "আল" হচ্ছে "the" এর আরবী এবং "কিমিয়া" ...
৬৩৮ খ্রীষ্টাব্দে খলিফা উমর ইউফ্রেটিসের পশ্চীম তীরে কুফা শহর প্রতিষ্ঠা করেন। চারিদিক থেকে ইমিগ্রান্ট এসে কুফায় বসতি শুরু করে, একসময় কুফার জনসংখ্যা ২০০০০০ ছাড়িয়ে যায়। পরবর্তীতে কুফা উমাইয়াদের প্রধান শহরে পরিনত হয়। এই কুফা শহরেই আজদী নামের এক গোত্রের একজন ছিলেন হাইয়ান, যার নেশাগ্রস্ততা শহরে বেশ পরিচিত ছিল। তিনি গোপনে উমাইয়া খলিফাদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছিলো, তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ৭১২ শতকে উমাইয়া রাজবংশের জনপ্রিয়তায় ...