Recent Post
Loading...

আগেই বলেনি এখনো রিলিজ স্লিপের নোটিশ প্রকাশিত হয়নি, হওয়া মাত্রই আমাদের সাইটে প্রকাশ করা হবে।
রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত তথ্য
---------------------------------------------
------
আমাদের সকল পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন

STUDY & JOBS 24


১। যারা ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু চান্স পান নি মূলত তাদের জন্যই রিলিজ স্লিপ।আবেদনকৃত কলেজে পর্যাপ্ত আসন শেষ হওয়াতে চান্স না পাওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য যে সকল কলেজে আসন খালি থাকবে সেসকল কলেজে আবেদন করার সুযোগ।
২। যারা ১ম ও ২য় মেধাতালিকায় চান্স/ সাবজেক্ট পেয়েও ভর্তি হন নি তারাও রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন।যারা ভর্তি হয়েছেন তারা পারবেন না।
৩। রিলিজ স্লিপে আবেদন করা যাবে সর্বোচ্চ ৫টি কলেজ।আপনি চাইলে ৩টি বা ৪টি কলেজেও আবেদন করতে পারবেন।যদি ৫টাতে করতে না চান সেক্ষেত্রে।
★★ # রিলিজ_স্লিপে_আবেদন_করার_নিয়মঃ
৪। প্রথমে আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনার পছন্দ মত ১টা কলেজে আবেদন করেছেন।এবং সাবজেক্টের একটা লিষ্ট  পেয়েছেন।সেখান থেকে পছন্দমত সাবজেক্ট সিরিয়ালে সাজিয়েছিলেন। রিলিজ স্লিপে একই কাজ করবেন।নতুন কিছু নয়।আগে করেছিলেন ১টা কলেজে। এখন করবেন ৫টা কলেজে।পার্থক্য এতটুকুই। প্রতিটা কলেজের জন্য আলাদা আলাদা সাবজেক্ট লিষ্ট পাবেন। প্রতিটার জন্য নিজের পছন্দ মত সাবজেক্ট সিরিয়াল করতে হবে।
৫। আপনি চাইলে ৫টি কলেজ ৫টি জেলাতেও চয়েস দিতে পারবেন।ধরুন ২টা দিলেন ঢাকা, ৩টা দিলেন রাজশাহী।এরকমটাও সম্ভব যদি কেউ দিতে চান।
৬। রিলিজ স্লিপ পূরনের সময় আপনি যে জেলায় আবেদন করতে চান সে জালার নাম,বিভাগের নাম পূরন করলে আপনার ওই জেলায় কোন কোন কলেজে অনার্স আছে সেটা দেখতে পারবেন।তারপর নিজের পছন্দমত চয়েস করবেন কোনটাতে আবেদন করবেন।
৭। রিলিজ স্লিপ পূরনের সময় যখন কলেজ সিলেক্ট করবেন তখন প্রতিটা কলেজে কোন কোন সাবজেক্ট আছে ও সেই
সাবজেক্টগুলোতে কতটি করে আসন খালি আছে তা দেখতে পাবেন।
৮। প্রথমে যে কলেজে আবেদন করেছিলেন সেখানে হয়তো ৮টা বা ১০টা সাবজেক্ট চয়েস করতে পেরেছিলেন।কিন্তু রিলিজ স্লিপেও সেম সাবজেক্টগুলোই আসবে এমনটা নয়। প্রতিটা কলেজের উপর নির্ভর করবে কোন কোন সাবজেক্ট আপনি চয়েস দিতে পারবেন।সব কলেজে সবরকম সাবজেক্ট থাকে না।যেমন ঢাকা কলেজে ফিন্যান্স নেই।তাই অনলাইনে যদি ঢাকা কলেজ সিলেক্ট করেন সেখানে ফিন্যান্স 'শো' করবেনা। আবার ধরুন আপনি প্রথমে ঢাকা কলেজে আবেদন করেছিলেন তখন ফিন্যান্স দিতে পারেন নি।এখন রিলিজস্লিপে মিরপুর কলেজ চয়েস দিলেন সেখানে ফিন্যান্স থাকায় অনলাইনে 'শো' করবে। অর্থাৎ প্রতিটা কলেজের জন্য অনলাইনে যে সাবজেক্টগুলো 'শো' করবে শুধুমাত্র সেগুলোর ভেতর থেকে পছন্দ অনুযায়ী সিলেক্ট করতে পারবেন।
৯। যে সকল কলেজে আসন বেশি খালি থাকবে সেসকল কলেজ চয়েস দিবেন। এতে সাবজেক্ট পাওয়ার আশা বেশি
থাকবে।এবং যে কলেজে আসন বেশি খালি থাকবে সেগুলো সিরিয়ালে উপরের দিকে দিবেন।সেটা কলেজের
বেলাতেই হোক কিংবা সাবজেক্টের বেলায়।
১০। রিলিজ স্লিপ পূরনের সময় প্রতিটা কলেজের জন্য সাবজেক্ট লিষ্ট থেকে যখন নিজের পছন্দমত সাবজেক্ট সিরিয়াল
করে দিবেন তখন এমন কোন সাবজেক্ট চয়েস দিবেন না যেটা পেলেও আপনি পড়বেন না।এর পেছনে যুক্তি ২টাঃ
-------(ক) আপনি যে সাবজেক্ট টি পেলেও পড়বেন না সেটা চয়েস দিলেন।ধরে নিলাম সেটা ১০নাম্বারেই দিলেন।কিন্তু ওই সাবজেক্টে আসন খালি থাকায় আপনার যদি সেই সাবজেক্টটাই আসে তখন সেটাই পেয়ে যাবেন।অন্য কলেজে আর আপনার সিরিয়াল টানা হবে না।অথচ সেটা যদি না দিতেন তাহলে অন্য কলেজে ভালো একটি সাবজেক্ট পেলেও পেতে পারতেন।আর রিলিজ স্লিপে মাইগ্রেশনের কোন সুযোগ নেই। তাই সাবজেক্ট পরিবর্তনের আশা করারও সুযোগ নেই।
ধরুন- আপনি ৩টি কলেজ চয়েস দিলেন।
১। তেঁজগাও কলেজ।
সাবজেক্ট চয়েস দিলেন - (i) হিসাববিজ্ঞান (ii) ম্যানেজমেন্ট (iii) মার্কেটিং
২। শেখ বোরহানউদ্দীন কলেজ।
সাবজেক্ট চয়েস দিলেন- (i) হিসাববিজ্ঞান (ii) ম্যানেজমেন্ট। (iii) মার্কেটিং।
৩। ঢাকা কমার্স কলেজ। (i) হিসাববিজ্ঞান (ii) ম্যানেজমেন্ট (iii) মার্কেটিং।
ধরুন আপনি মার্কেটিং এ পড়তে চান না।তবুও চয়েস দিছেন।সিরিয়াল সবসময় ১ থেকেই শুরু হয় এটা আমরা সবাই জানি। যখন আপনার রেজাল্ট কাউন্ট করা হবে তখন দেখুন কি হবেঃ তেঁজগাও কলেজ দিয়ে শুরু হলো,আপনার
যা রেজাল্ট তাতে আপনি কোন সাবজেক্টেই চান্স পেলেন না।আসন কম থাকায়।যা আসন আছে তা তারাই পেয়ে গেছে যাদের জিপিএ আপনার থেকে বেশি। এবার জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার চয়েস করা ২য় কলেজ শেখ বোরহানউদ্দীন
কলেজে আপনার রেজাল্ট কাউন্ট শুরু করলো।প্রথমে একাউন্টিং এ কাউন্ট করলো,আপনার যা জিপিএ তা দিয়ে আপনি সাবজেক্ট পেলেন না।তারপর ম্যানেজমেন্টে কাউন্ট করলো,এখানেও পেলেন না।কিন্তু মার্কেটিং এ সিট থাকায় ও জিপিএ পর্যাপ্ত হওয়ায় আপনি মার্কেটিং পেয়ে গেলেন।তাই আর ৩য় কলেজ ঢাকা কমার্স কলেজ পর্যন্ত আর তাদের যেতে হলো না।আপনার রেজাল্ট আসবে বোরহানউদ্দীন কলেজে মার্কেটিং পেয়েছেন।কিন্তু এখানে আপনি যদি মার্কেটিং চয়েস না
দিতেন তাহলে তারা ৩য় কলেজে কাউন্ট করতো।সেখানে আপনি একাউন্টিং পেলেও পেতে পারতেন। তাই যা করার ভেবে চিন্তে করবেন। যেটাতে চান্স পেলেও ভর্তি হবেন না বলে ঠিক করেছেন মন থেকে সেটাতে চয়েস দিবেন না। ★★★তবে তখন এই ধরণের বাছবিচার না করাই ভাল হবে। সব বিষয়ই চয়েস করাটা ভাল হবে/
বুদ্ধিমানের কাজ হবে।★★★
(খ) আপনি যেটাতে চান্স পেয়েও পড়বেন না সেটাতেও চয়েস দিলেন। এবং কপালজোড়ে সেই সাবজেক্টেই চান্স পেলেন।এবং ভর্তি হলেন না। এখানে আপনার কোন লস নেই।কিন্তু অন্যদিকে এমন অনেকেই আছেন, তার যে
কোন সাবজেক্ট দরকার।সাবজেক্ট কোন ব্যাপার না তারকাছে।তার চাই যে কোন একটা সাবজেক্ট অন্তত যাতে অনার্স টা করতে পারেন।শুধুমাত্র ফ্যামিলি কে সাপোর্ট করার জন্য। চিন্তা করে দেখেন আপনি চান্স পেয়েও ভর্তি হলেন না, কিন্তু অন্য একজন এ সাবজেক্ট টা পেলে তার স্বপ্ন পূরন হতো।তাই আবারো ভেবে দেখবেন বিষয় টা।আমার টার্গেট ছিলো যা
পাবো তাই নিয়ে পড়ব। তবে ইংরেজি টা আমার ১ম টার্গেট ছিল আর একাউন্টিং টার্গেটে ছিল না তাই ইংরেজি টা কে ১ম চয়েসে আর একাউন্টিং টা কর লাস্ট চয়েসে রেখে মাঝে আর যা যা সাব শো করেছিল পছন্দ ম্মত সিরিয়াল করে সব গুলো
সিলেক্ট করে ২ টা সরকারি আর ৩ টা বেসরকারি কলেজ সিলেক্ট করি। আল্লাহর রহমতে ২য় চয়েসের কলেজে
নাম এসে পড়ে ২য় চয়েসের সাবজেক্টে (যদিও ২য় কলেজ টা বেওসরকারি ছিল,১ম টা ছিল সরকারি)
১১। রিলিজ স্লিপের সময় সরকারি কলেজে আসন খুব একটা খালি থাকে না।সরকারি কলেজে আসন না থাকাতেই রিলিজ স্লিপ দেওয়া হয়। তাই কেউ সরকারি কলেজে চয়েস দিয়ে চয়েস নষ্ট করবেন না।চান্স পাওয়ার আশা করলে ৫টাই অর্ধসরকারি বা বেসরকারি কলেজে আবেদন করবেন। যাদের স্কোর ভাল থাকবে তারা
বড়জোর ৩ টা সরকারি কলেজ লিস্ট এ দিতে পারেন। যাদের স্কোর মিডিয়াম বা খারাপ থাকবে তারা ২ বা ১ টা সরকারি অথবা সবগুলোই বেসরকারি চয়েস করবেন।তারপরেও রিলিজ স্লিপ পূরনের সময় নিজ চোখেই দেখতে পারবেন।তখন যদি মনে হয় মোটামুটি সিট খালি আছে ও আপনার জিপিএ ভালো সেক্ষেত্রে ১টা বা ২টা সররকারি কলেজ চয়েস দিতে
পারেন।যদি দেন অবশ্যই প্রথমে দিবেন।
১২। রিলিজ স্লিপের সকল কার্যক্রম অনলাইনে।পূরন করে ১টা কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন।কোন কলেজে যেতে হবে না।এবং কোন টাকা জমা দিতে হবে না। পরবর্তীতে যে কলেজে চান্স পাবেন সেখানে ভর্তির সময় উক্ত স্লিপ টি জমা দিবেন।।
১৩। রিলিজ স্লিপের ফলাফল প্রনয়ন করা হবে জিপিএর মাধ্যমে।
১৪। ফলাফল প্রনয়ন বা সাবজেক্ট দেওয়ার সিস্টেমঃ ধরুন আপনি ঢাকা কমার্স কলেজ কে
১ নাম্বারে চয়েস দিয়ে প্রথমে ইংরেজি সাবজেক্ট চয়েস দিলেন।তাদের ইংরেজিতে আসন ১০০টা থাকলেও এখন খালি আছে ৫০টা।অর্থাৎ
১ম ও ২য় মেধাতালিকায় চান্স পেয়ে বাকি ৫০জন ভর্তি হয়ে গেছে।রিলিজ স্লিপে ৫০টা সিটের জন্য আবেদন করলো ১০০জন।এই ১০০জনের ভেতরে যাদের জিপিএ বেশি ঐ ৫০জনই সাবজেক্ট টা পাবে।এরকম হবে।
১৫। তাই কলেজ ও সাবজেক্ট চয়েসের সময়কালে সতর্কতার সাথে এবং সময় নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করবেন।এসব ভুলের কারনে অনেকে ভালো জিপিএ থেকেও ভালো সাবজেক্ট পাবেন না।আবার অনেকেই কম জিপিএ নিয়ে সাবজেক্ট পেয়ে যাবেন।যত চতুর হবেন ততই ভালো। সাবধান !!
- সবার জন্য শুভকামনা। এই ছিলো রিলিজ স্লিপের সবকিছু। সবাই ভালোমত বুঝার ট্রাই করেন।কারো আর কোন প্রশ্ন থাকার কথা না।কেউ পোষ্ট না পড়ে কমেন্ট করবেন না।এমন কোন প্রশ্ন করবেন না যেটার উত্তর পোষ্টেই দেওয়া আছে।এমনটা হলে উত্তর দেওয়া হবে না।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা । বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই পরীক্ষার সূচি প্রকাশ করে।
প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিগত বছরের ন্যায় এবারও (২০১৭)সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ৫ মার্চ শুরু হবে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা।
এবার পরীক্ষা কেন্দ্রে নেও্যা হচ্ছে আরো জোর নিরাপত্তা। পরীক্ষার হলে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।

 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এই পরীক্ষার সূচি :



মাস্টার্স ও পিএইচডি কোর্সের জন্য উন্নয়নশীল দেশগুলোর  বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য ফ্রান্স দিচ্ছে আইফেল স্কলারশীপ। যাতে রয়েছে বিমান-টিকেটসহ টিউশন ফি ও অন্যান্য যাবতীয় খরচ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশী শিক্ষার্থীদেরকে এ স্কলারশীপ দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার শেষ তারিখ ৬ জানুয়ারি, ২০১৭।
আইফেল এক্সিলেন্স স্কলারশীপ প্রোগ্রাম ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এ প্রোগ্রামের মাধ্যমে ফ্রান্সের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ লাভ করে। ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশীপগুলোর মধ্যে এটি অন্যতম।
কোর্স লেভেল: মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য এ স্কলারশীপ দেয়া হবে।
বিষয়: আইফেল স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থী নিচের বিষয়গুলো পড়তে পারবে।
  • ইঞ্জিনিয়ারিং সায়েন্স
  • ইকোনমিক্স
  • ম্যানেজমেন্ট
  • পলিটিকাল সায়েন্স
বর্ণনা:
  • ১১৮১ ইউরো মাসিক ভাতা
  • রাউন্ড-ট্রিপ এয়ার-টিকেট
  • আবাসন সুবিধা
  • অন্যান্য
যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থী ইউরোপের কোন দেশের নাগরিক বা দ্বৈত নাগরিক হতে পারবে না। এছাড়া শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে। মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য বয়স ৩০ বছর ও পিএইচডি কোর্সের জন্য ৩৫ বছরের বেশী হওয়া চলবে না।
ভাষাগত যোগ্যতা: শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজী অথবা ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী হতে হবে।
স্কলারশীপ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন করার জন্য বিস্তারিত জানা যাবে http://www.campusfrance.org/en/eiffel এই লিংকে থেকে ।
জাতীয়বিশ্ববিদ্যালয়
অবশেষে,২০১৫সালের সম্মান ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচী প্রকাশিত হল।





অস্ট্রেলিয়াতে নাম্বার ওয়ান!
ওয়ার্ল্ড ওয়াইড ১৯!
২৫০+ বিভিন্ন বৃত্তি প্রকল্প আছে যেখান থেকে আপনে আপনার কর্মজীবন তৈরি করতে পারবেন.

Australian National University was established in 1946. It is located in Canberra. In Australian National University Ranking, Australian National University is in first position. In World Ranking, Australian National University is in 19th position. So, as an university, it has a reputation through out the world. This university is also known as ANU. ANU is a public research university. There are around 10,000 undergraduate and 11,000 graduate students are studying here. Around 4000 academic staffs are there to support all the administrative work.The main campus of ANU is consists of 358 acres of land. The campus is decorated with natural trees and it looks like a natural green park.

Courses of Australian National University:

Australian National University offers a lot of undergraduate and graduate courses in every semester. There are some variation in course offering. However, we are providing  an average information here.

Scholarship Opportunities:

Australian National University is always a friend to those student who are meritorious but financially not solvent. There are many students all over the world, who are very meritorious. They have talent not only in academic curriculum but also in extra curriculum. ANU always welcomes these kind of students with lots of scholarhsip awards.
Australian National University welcomes all kind of meritorious students. Both national and international students enjoys scholarhsip opportunities here. Students of undergraduate, graduate even phd enjoys scholarhsip here. Education cost is never a fact in ANU. As long as a student deserves help, ANU is always around to help.


ডেডলাইনঃ সেপ্টেম্বর – নভেম্বর ২০১৬  
অস্ট্রেলিয়ান সরকারের প্রদত্ত বৃত্তি
ব্যাচেলর/ মাস্টার্স/ পি এইচ ডি ডিগ্রী
পড়াশোনাঃ অস্ট্রেলিয়ায়

সংক্ষিপ্ত বর্ণনাঃ
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশীপস মূলত অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ থেকে দেয়া অস্ট্রেলিয়ান ডেভলপমেন্ট স্কলারশীপ(ADS) নামে পরিচিত। তারা উন্নয়নশীল দেশ বিশেষ করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলভূক্ত দেশগুলোর জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে (TAFE) আন্ডারগ্রাজুয়েট অথবা পোস্টগ্রাজুয়েট করার সুযোগ দিয়ে থাকে।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশীপসের ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য পড়াশোনা শেষ করার পর সকল অ্যাওয়ার্ডধারীকে অবশ্যই দেশে ফিরতে হবে যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে পারে।
হোস্ট ইন্সটিটিউশনঃ
অস্ট্রেলিয়ার অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠান।
পড়াশোনার ক্ষেত্রঃ
পড়াশোনার ক্ষেত্র হল অংশগ্রহণকারী দেশগুলোর উন্নয়নে সহায়ক ক্ষেত্র। কিন্তু এখানে এয়ারক্রাফট উড়ানো, নিউক্লিয়ার প্রযুক্তি বা মিলিটারী ট্রেনিং অন্তর্ভুক্ত নয়।
স্কলারশীপের সংখ্যাঃ নির্দিষ্ট নয়
টার্গেট গ্রুপঃ এশিয়া, প্যাসিফিক, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত যে কোনো দেশ। অংশগ্রহণকারী দেশগুলোর পূর্ণ তালিকা দেখুন।
স্কলারশীপের মূল্যঃ
স্কলারশীপ  সুবিধায় যেসব অন্তর্ভুক্ত তা হলঃ সম্পূর্ণ টিউশন ফি, ফেরার জন্য বিমানের টিকিট, থাকা-খাওয়ার ব্যাবস্থা, থাকার খরচ (CLE), চিকিৎসার খরচ (OSHC)ইত্যাদি। সুবিধার পূর্ণ তালিকা দেখার জন্য নিচের লিংকের মাধ্যমে অফিসিয়াল পেইজ ভিজিট করুন। এই স্কলারশীপের মাধ্যমে অস্ট্রেলিয়ার যেকোনো প্রতিষ্ঠানে পড়াশোনা বা প্রস্তুতিমূলক ট্রেনিং এর সুবিধা দেয়া হবে।
যোগ্যতাঃ
স্কলারশীপ পাবার জন্য আবেদনকারীদের অবশ্যই যেসব যোগ্যতা থাকতে হবে তা হল
১। স্কলারশীপের আবেদন করার সময় আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে
২। অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস এর ওয়েবসাইটে দেয়া তালিকাভূক্ত দেশের নাগরিক
৩। বিবাহিত, বাগদানকৃত হতে পারবে না। অস্ট্রেলিয়ার নাগরিক বা নিউজিল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে পারবে না (নোটঃ নিউজিল্যান্ডের সাথে Cook Islands, Niue, Tokelau এর নাগরিকরা আবেদন করতে পারবে কিন্তু এর জন্য বৈদেশিক বিষয়ক এবং প্রতিরক্ষা সেক্টরের ভিসা থাকতে হবে)(সাবস্কেল৫৭৬)।
৪। বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত হতে পারবে না
৫। অস্ট্রলিয়ার নাগরিক বা স্থায়ীভাবে বসবাসকারী বা অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারী হতে পারবে না
৬। অস্ট্রেলিয়ায় অন্য কোনো দীর্ঘমেয়াদী অ্যাওয়ার্ড এর জন্য আবেদনকারী এবং এই সময়ে ২ বারের বেশী অস্ট্রেলিয়ার বাইরে না থাকা
৭। নিজ দেশের কোনো একটি নির্দিষ্ট সেক্টরে সুনাম অর্জনকারী কোনো কাজ করা (কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটি নির্দিষ্ট সময় কাজের অভিজ্ঞতা থাকা)
৮। যে প্রতিষ্ঠানের হয়ে অ্যাওয়ার্ড পাবে তার প্রয়োজনমাফিক তথ্য দিয়ে সন্তুষ্ট করা
৯। বৈদেশিক বিষয়ক এবং প্রতিরক্ষা সেক্টরের (সাবক্লাশ ৫৭৬) ভিসা দিয়ে ইমিগ্রেশন ও বর্ডার সুরক্ষা বিভাগকে সব তথ্য দিয়ে সন্তুষ্ট করা
আবেদনের নির্দেশনাঃ
আফ্রিকার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। অংশগ্রহণকারী অন্যান্য দেশের জন্য ১ ফেব্রুয়ারী ২০১৬ থেকে শুরু হবে। আপনার দেশের জন্য আবেদন শুরু ও বন্ধ হওয়ার তারিখ জেনে আপনার দেশ অংশগ্রহণকারী দেশ থেকে নির্বাচন করে, যোগ্যতা জেনে নিয়ে আবেদন করুন। সর্বশেষ সময় বিভিন্ন হলেও মোটামুটি ফেব্রুয়ারী-এপ্রিল এর মধ্যে শেষ হবে।
এছাড়া ও কীভাবে আবেদন করতে হবে তা জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
ওয়েবসাইটঃ
অফিসিয়াল স্কলারশীপ ওয়াবসাইটঃ :  http://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/australia-awards-scholarships.aspx


The Monash University Malaysia Higher Degrees by Research Scholarships are tenable at Monash University Malaysia only, and are not transferable to Monash University Australia. Scholarship recipients will need to maintain satisfactory academic progress. Failure to do so May result in the Scholarship being terminated. Successful candidates must not be in receipt of Any form of sponsorship from other sources. Malaysian citizens or permanent residents must contribute 10 hours/week in academic teaching and/or research Training. International Students must participate in Peer Assisted Study Sessions (PASS)
 100% টিউশন ফ্রি  প্লাস থাকা-খাবারের জন্য ভাতা

SCHOLARSHIP ELIGIBILITY:

Applicants must fulfills following issues for Edinburgh Global Research Scholarships for International Students in UK
  • Applicants must meet the minimum admission requirements (academic and English language proficiency) for the relevant research degree. In general, this is equivalent to a high distinction average (H1 or First Class Honours) from a recognised university. Selection for a scholarship will be based on academic achievement for each discipline as determined by Monash University Malaysia.
  • NUMBER OF SCHOLARSHIPS     

  • A limited number of scholarships will be awarded.

OPEN FOR INTERNATIONAL STUDENTS?

  • Yes.

IS ENGLISH TEST REQUIRED?

  • Not Mentioned

AREA OF  STUDY?

 অনলাইন আবেদন :

Online Scholarship Application
  •  

 

ইউনিভার্সিটি অফ ফিনিক্স এর বিভিন্ন স্কলারশিপ: আজই আবেদন করুন

University of Phoenix

 University of Phoenix was established in 1976. This university works as a for-profit educational organization. Because of very high quality of education system and well organized course materials and high qualified faculties, this university has earned a lot of reputation over the world. There are more than 2,27,000 students currently enrolled in this university. This university has all necessary equipment to support this huge number of students. And this university has lots of scholarhsip schemes to financially help the poor students.

Scholarship of University of Phoenix:
University of Phoenix has lots of attractive scholarship schemes. Although this university works as a for-profit organization, it offers financial support to those students who are promising with high academic merit and potential but in need of financial support.

 

হার্ভার্ড  ইউনিভার্সিটির বিভিন্ন স্কলারশিপ : আজই আবেদন করুন

Harvard University-Scholarship and Admission Process

In world Ranking, Harvard University is in position one. That means Harvard University is Rank 1 University. It is very prestigious to be a student of Harvard University. Because, if you become a student of Harvard University, you’ve become a student of the best university of the world.
Do you want to be a student of this this University? Do you want to get a scholarship in this university? If you do, then you are in right place. Harvard University was established in 1636. It is a private research university, situated in Cambridge, Massachusetts. There are about 21,000 students in this university. In this section, our main concern is to show you the scholarship opportunities of Harvard University, how to get admitted in Harvard University, admission requirements and how to apply for a scholarship in Harvard University.

How to Get Admitted in Harvard University:

Here we are gonna show you how to get admitted in Harvard University. What are the requirements to get admitted in Harvard University will be shown here. Students feel confused about the requirements of Undergraduate, Graduate and Doctoral admission. Here you’ll learn the requirements to get admitted and will also learn how to get admitted in Harvard University.
  1. Undergraduate Admission Process

    1. Undergraduate Courses

    2. Graduate Courses

    3. Doctoral Courses

      Graduate Admission Process

      Courses of Harvard University:

      It is important to know about the programs of Hadar University before applying to get admitted or before applying for a scholarship.Now you know about the programs of Harvard University. It is time to made up your mind. First, choose in which program you want to attend in Harvard University. Choose the best suited program. It’ll help you to get scholarship easily.

     How to Get a Scholarship in Harvard University:

    Scholarship application process of Harvard University is not straight forward. But don’t get upset. From this article, it’ll be very easy for you to understand the scholarship process of Harvard University and once you are finished reading this article, you’ll have a clear idea about how to get a scholarship in Harvard University.
    1. Undergraduate Scholarship in Harvard University

    2. Graduate Scholarship in Harvard University

    3. Doctoral Scholarship in Harvard University

    Harvard is the best university of the world. The education degree programs offered by Harvard University is highly organized. Undergraduate education degree program, graduate education degree program, master programs in education, mba programs, PhD programs etc in every sections Harvard has proven her magnificence. Graduate studies in education of Harvard is very reliable. Those who earn their degree from Harvard University are considered as properly qualified. Bachelors program, mba program, masters program in education, mba law programs and lot more programs of this university are producing high quality university graduates.


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’-এর লিখিত পরীক্ষার ফল শনিবার প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় ৩৫,৪৬৩ জনের মধ্যে ৬,৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
উত্তীর্ণ প্রার্থীগণ অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২০ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে স্ব স্ব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা পূর্বক প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শনের জন্য জমাদানকৃত সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে রাখতে হবে।
মৌখিক পরীক্ষা আগামী ১লা ডিসেম্বর ২০১৬ এর মধ্যে সম্পন্ন হবে। এ পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে উত্তীর্ণ প্রার্থীকে জানানো হবে।