0 comments

সাবান ও সম্পর্কে তথ্য ও এর রসায়ন

সাবান [Soap]:- সাবান হল উচ্চ আণবিক ওজন বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিড (যেমন— ওলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড) -এর সোডিয়াম বা পটাশিয়াম লবণ । একাধিক জৈব অ্যাসিডের লবণ হওয়ায় সাবানের নির্দিষ্ট কোনো সংকেত নেই । সাবান একটি মিশ্র লবণ । •প্রকৃতি:- [i} সাধারণ উষ্ণতায় সাবান অনুদ্বায়ী কঠিন পদার্থ ও জলে দ্রাব্য । [ii] সাবানের জলীয় দ্রবণ ক্ষারীয় । জলে মিশে ফেনা উত্পন্ন ...

0 comments

যে ২০টি টিপস আপনাকে সফল উদ্যোগক্তা করে তুলবে

উদ্যেক্তা হওয়ার ইচ্ছেটা প্রত্যেকের মাথাতেই থাকে।সবাই চায় একজন ভালো ব্যবসা সফল উদ্যেক্তা হতে।কিন্তু সবাই কি এতে সফল হয়? সবাই কি লক্ষেপৌছাতে পারে? উদ্যেক্তা হওয়ার স্বপ্ন কি সবার পূর্ণহয়?আপনি যদি একজন উদ্যেক্তা হিসেবে নিজেকেপ্রতিষ্ঠিত করতে চান। নিচের পঞ্চাশটা কাজ আপনারজন্য। দেখুনতো একজন উদ্যেক্তা হিসেবে নিজেকেপ্রতিষ্ঠিত করার জন্য নিচের কাজ গুলোকে অভ্যাসেপরিবর্তন করতে পারেন কি না!১) আপনি কখনো থেমে থাকতে পারবেন না।প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন প্রয়োজনীয় জিনিসনিয়ে কাজ করতে হবে।২) আপনি নতুন নতুন আইডিয়ার জন্ম দিতে ...

0 comments

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারাদেশে ১৩০টি কলেজের এক লাখ ২৮ হাজার ৩শ’ ৪৬ জন পরীক্ষার্থী ১০৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে ৯৯ হাজার ১৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। প্রকাশিত ...