Recent Post
Loading...

কবি কাজী নজরুল ইসলাম 


কাজী নজরুল ইসলাম (মে ২৫, ১৮৯৯ – আগস্ট ২৭, ১৯৭৬), (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ - ভাদ্র ১২, ১৩৮৩ বঙ্গাব্দ), অগ্রণী বাঙালি কবি, বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমী এবং বাংলাদেশের জাতীয় কবি। 

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ – দুই বাংলাতেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাঁকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তাঁর কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তাঁর প্রবেশ, ধূমকেতুর মতো তাঁর প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে –- কাজেই "বিদ্রোহী কবি"। তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে।

নজরুল এক দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজও করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এসময় তিনি কলকাতাতেই থাকতেন। এসময় তিনি ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং ভাঙার গানের মত কবিতা; ধূমকেতুর মত সাময়িকী। জেলে বন্দী হলে পর লিখেন রাজবন্দীর জবানবন্দী। এই সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। 

তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধেও তিনি লিখেছেন। ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসেবেই বেশি পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হল ইসলামী সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামাসংগীত ও হিন্দু ভক্তিগীতিও রচনা করেন। নজরুল প্রায় ৩০০০ গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন যেগুলো এখন নজরুল সঙ্গীত বা "নজরুল গীতি" নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। 

মধ্যবয়সে তিনি পিক্‌স ডিজিজে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্ম থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৯৭২ সালে তিনি সপরিবারে ঢাকা আসেন। এসময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন।।

আজ পর্যন্ত এই ওয়েবসাইটে কাজী নজরুল ইসলাম এর ১০১টি কবিতা প্রকাশিত হয়েছে।
কবিতাকাব্যগ্রন্থপঠিতমন্তব্য
হিন্দু-মুসলিম সম্পর্কসংকলিত (কাজী নজরুল ইসলাম)৭৩৬১ বার৩ টি
সংকল্পসংকলিত (কাজী নজরুল ইসলাম)৪২৯৩ বার০ টি
মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যমসংকলিত (কাজী নজরুল ইসলাম)৩৫৭৩ বার০ টি
মুনাজাতসংকলিত (কাজী নজরুল ইসলাম)৪৮১৪ বার০ টি
কান্ডারী হুশিয়ার!সংকলিত (কাজী নজরুল ইসলাম)৫৮৭১ বার১ টি
কবি-রাণীসংকলিত (কাজী নজরুল ইসলাম)২২১৫ বার১ টি
এক আল্লাহ জিন্দাবাদসংকলিত (কাজী নজরুল ইসলাম)৫৮১২ বার০ টি
উমর ফারুকসংকলিত (কাজী নজরুল ইসলাম)৩৯৬৬ বার১ টি
আশীর্বাদসংকলিত (কাজী নজরুল ইসলাম)২৬৪৯ বার০ টি
আমাদের নারীসংকলিত (কাজী নজরুল ইসলাম)৩৪৪২ বার০ টি
আনন্দময়ীর আগমনেসংকলিত (কাজী নজরুল ইসলাম)৩১৫৪ বার০ টি
অ-নামিকাসংকলিত (কাজী নজরুল ইসলাম)৩৫১৫ বার০ টি
সন্ধ্যাতারাছায়ানট২৮৭০ বার০ টি
শায়ক-বেঁধা পাখীছায়ানট১৪৪২ বার০ টি
ব্যথা-নিশীথছায়ানট২১৫৭ বার১ টি
বিদায়-বেলায়ছায়ানট১২৯০৪ বার০ টি
বিজয়িনীছায়ানট১৬৫৯ বার০ টি
পলাতকাছায়ানট১৪৮০ বার০ টি
দূরের বন্ধুছায়ানট৩১১৬ বার০ টি
চৈতী হাওয়াছায়ানট২০২০ বার০ টি
চিরশিশুছায়ানট১৮৩৫ বার১ টি
কমল-কাঁটাছায়ানট১৪৯২ বার০ টি
আশাছায়ানট২৬০৮ বার০ টি
আপন-পিয়াসীছায়ানট১৮০৬ বার০ টি
অ-কেজোর গানছায়ানট১৫৫৮ বার০ টি
সুপার (জেলের) বন্দনাভাঙ্গার গান১০৩৮ বার০ টি
শহীদী-ঈদভাঙ্গার গান৩৫৩৫ বার০ টি
ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীতভাঙ্গার গান২০৩৩ বার১ টি
মোহান্তের মোহ-অন্তের গানভাঙ্গার গান১৩০৯ বার০ টি
মিলন-গানভাঙ্গার গান২০৫০ বার০ টি
কারার ঐ লৌহ-কপাটভাঙ্গার গান২২৬৪৮ বার৫ টি
পূর্ণ-অভিনন্দনভাঙ্গার গান১৬৬৯ বার০ টি
দুঃশাসনের রক্ত-পানভাঙ্গার গান২৪৫৩ বার০ টি
ঝোড়ো গানভাঙ্গার গান১৩১১ বার০ টি
জাগরণীভাঙ্গার গান২৫৬২ বার০ টি
আশু-প্রয়াণ গীতিভাঙ্গার গান১১০৭ বার০ টি
সর্বহারাসর্বহারা৩৬০৫ বার১ টি
মা (বিরজাসুন্দরী দেবী)-র শ্রীচরণারবিন্দেসর্বহারা১০৫৫ বার০ টি
ফরিয়াদসর্বহারা২২৩৮ বার০ টি
ছাত্রদলের গানসর্বহারা২৭৩১ বার০ টি
গোকুল নাগসর্বহারা১৪৫০ বার০ টি
কাণ্ডারী হুশিয়ার!সর্বহারা৯০৭৯ বার১ টি
আমার কৈফিয়ৎসর্বহারা১৮৭০ বার০ টি
১৪০০ সালচক্রবাক২০৩৪ বার০ টি
বাতায়ন-পাশে গুবাক-তরুর সারিচক্রবাক২৯০৫ বার১ টি
বর্ষা-বিদায়চক্রবাক২৮২১ বার১ টি
পথচারীচক্রবাক১৫৯৪ বার০ টি
তোমারে পড়িছে মনেচক্রবাক৩৫৬৬ বার১ টি
গানের আড়ালচক্রবাক১৩৫৫ বার০ টি
কুহেলিকাচক্রবাক১৬৫৫ বার০ টি
সাম্যবাদীমরুভাস্কর২৬৯২ বার০ টি
হিন্দু-মুসলিম যুদ্ধফণি-মনসা৩৬৭৮ বার০ টি
সব্যসাচীফণি-মনসা১৯৮৫ বার২ টি
সত্যেন্দ্র-প্রয়াণ-গীতিফণি-মনসা১০৩৮ বার০ টি
সত্য-কবিফণি-মনসা১৫৭৭ বার০ টি
পথের দিশাফণি-মনসা২০৩০ বার০ টি
দ্বীপান্তরের বন্দিনীফণি-মনসা১৩৮৩ বার০ টি
অন্তর-ন্যাশনাল সঙ্গীতফণি-মনসা১১৯২ বার০ টি
নারীসাম্যবাদী৪৭৭৯ বার০ টি
বারাঙ্গনাসাম্যবাদী১৯৩৮ বার০ টি
পাপসাম্যবাদী৩১১৬ বার০ টি
মানুষসাম্যবাদী৫১৫০ বার০ টি
ঈশ্বরসাম্যবাদী২৪২৫ বার০ টি
সাম্যবাদীসাম্যবাদী৩৮৪২ বার০ টি
পূজারিণীদোলনচাঁপা১৯০৬ বার০ টি
পিছু-ডাকদোলনচাঁপা১৬৫৮ বার০ টি
পথহারাদোলনচাঁপা১৭৬৫ বার০ টি
পউষদোলনচাঁপা১১৯৭ বার০ টি
কবি-রাণীদোলনচাঁপা১৫১১ বার২ টি
আজ সৃষ্টি-সুখের উল্লাসেদোলনচাঁপা২১৯০ বার০ টি
অভিশাপদোলনচাঁপা২৪৪২ বার০ টি
অবেলার ডাকদোলনচাঁপা১৭৩০ বার০ টি
চাঁদনী-রাতেসিন্ধু-হিন্দোল২৮৮২ বার০ টি
রাখীবন্ধনসিন্ধু-হিন্দোল১৭৬২ বার০ টি
অভিযানসিন্ধু-হিন্দোল১৫৬৪ বার০ টি
বধূ-বরণসিন্ধু-হিন্দোল২০৪৫ বার০ টি
ফাল্গুনীসিন্ধু-হিন্দোল১৯৮৩ বার০ টি
দারিদ্র্যসিন্ধু-হিন্দোল২৪৯৪ বার০ টি
বিদায়-স্মরণেসিন্ধু-হিন্দোল৬৩২৪ বার০ টি
অ-নামিকাসিন্ধু-হিন্দোল১৮৬৫ বার০ টি
গোপন প্রিয়াসিন্ধু-হিন্দোল৩১৭২ বার০ টি
সিন্ধুঃ তৃতীয় তরঙ্গসিন্ধু-হিন্দোল১২৩৫ বার০ টি
সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গসিন্ধু-হিন্দোল১১৫৩ বার০ টি
সিন্ধুঃ প্রথম তরঙ্গসিন্ধু-হিন্দোল১২৭৩ বার০ টি
লিচু চোরঝিঙে ফুল৩৮০৮ বার১ টি
মোহর্‌রমঅগ্নিবীণা১৯৬০ বার০ টি
কোরবানিঅগ্নিবীণা৩৬১৬ বার০ টি
খেয়া-পারের তরণীঅগ্নিবীণা৫১৩১ বার০ টি
শাত-ইল-আরবঅগ্নিবীণা২২১৭ বার০ টি
রণ-ভেরীঅগ্নিবীণা২৬৭৮ বার০ টি
আনোয়ারঅগ্নিবীণা১৫৩৬ বার০ টি
কামাল পাশাঅগ্নিবীণা২৩৩৪ বার১ টি
ধূমকেতুঅগ্নিবীণা৪০৭৫ বার০ টি
আগমনীঅগ্নিবীণা২০৬৮ বার০ টি
রক্তাম্বরধারিণী মাঅগ্নিবীণা১৭৬০ বার০ টি
বিদ্রোহীঅগ্নিবীণা৭১৭২ বার১ টি
প্রলয়োল্লাসঅগ্নিবীণা২৪৮৬ বার০ টি
উৎসর্গ (অগ্নিবীণা)অগ্নিবীণা২৫৩৮ বার০ টি
কুলি-মজুরসর্বহারা৩৩৭৫ বার০ টি
খোকার সাধসংকলিত (কাজী নজরুল ইসলাম)২৮৪২ বার০ টি
প্রভাতীঝিঙে ফুল৩৯২৫ বার০ টি