Recent Post
Loading...

কোন বস্তু বা পদার্থের পরিমাণকে আয়তন, ভর অথবা অনুর সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়। 

১৮১২ খ্রিস্টাব্দে ইতালির পদার্থবিদ অ্যাভোগাড্রো স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের আয়তনের সাথে অণুর সংখ্যার একটি সম্পর্ক প্রস্তাব করেন। যা অ্যাভোগাড্রোর প্রকল্প নামে পরিচিত।

অ্যাভোগাড্রো প্রকল্পটি হচ্ছে- 

"স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে অনুর সংখ্যা সমান থাকে"। 

স্থির তাপমাত্রা (T) ও চাপে (P) কোন গ্যাসের 'V' আয়তনে অনুর সংখ্যা 'n' হলে গাণিতিকভাবে অ্যাভোগাড্রোর প্রকল্পটি লিখা যায়-

V α n  [তাপমাত্রা (T) ও চাপ (P) স্থির] 

V = K n  (K ধ্রুবক) 

এক মোল সকল গ্যাসে 6.02x10²³ টি অনু বিদ্যমান থাকে। 

6.02x10²³ এই সংখ্যাটি অ্যাভোগাড্রো সংখ্যা নামে পরিচিত।

আদর্শ গ্যাসঃ যে সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র অথবা PV = nRT সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়।  আদর্শ গ্যাস একটি ধারণা মাত্র। কিন্তু প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস বলে কোন গ্যাস নেই।  বাস্তব গ্যাসঃ যে সকল গ্যাস বাস্তবে পাওয়া যায় অথবা PV = nRT সমীকরণ মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে।  যেমন- H₂ , N₂ , O₂ , CO₂ ইত্যাদি গ্যাসসমূহ বাস্তব গ্যাস।

মোলার গ্যাস ধ্রুবকঃ একই তাপমাত্রা ও চাপে এক মোল সকল গ্যাসের আয়তন সমান হয়। একে মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়।  মোলার গ্যাস ধ্রুবকে  সাধারণত "R" দ্বারা প্রকাশ করা হয়।

 ফসফোনিয়াম সায়ানাইডের সংকেত কি?  ফসফোনিয়াম সায়ানাইডের সংকেতঃ PH₄CN . এখানে, ফসফোনিয়াম (PH₄+) যৌগমূলক এর সাথে সায়ানাইড আয়ন (CN-) যুক্ত হয়ে ফসফোনিয়াম সায়ানাইড অণু গঠন করে।


 ফসফোনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি?  ফসফোনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতঃ PH₄OH . এখানে, ফসফোনিয়াম (PH₄+) যৌগমূলক এর সাথে হাইড্রোক্সাইড যৌগমূলক (OH-) যুক্ত হয়ে ফসফোনিয়াম হাইড্রোক্সাইড অণু গঠন করে।


 ফসফোনিয়াম বাই ফসফেট বা  ফসফোনিয়াম হাইড্রোজেন ফসফেটের সংকেত কি? ফসফোনিয়াম বাই ফসফেটের বা  ফসফোনিয়াম হাইড্রোজেন ফসফেটের সংকেতঃ P H₄(H₂PO₄) . এখানে, ফসফোনিয়াম (PH₄+) যৌগমূলকের সাথে, বাইফসফেট বা হাইড্রোজেন ফসফেট  যৌগমূলক (H₂PO₄ - ) যুক্ত হয়ে ফসফোনিয়াম বাই ফসফেট   অণু গঠন করে।


 ফসফোনিয়াম  ফসফাইটের সংকেত কি? ফসফোনিয়াম  ফসফাইটের সংকেতঃ (P H₄)₃PO₃ . এখানে, ফসফোনিয়াম (PH₄+) যৌগমূলকের সাথে, ফসফাইট        যৌগমূলক (PO₃ ³- ) যুক্ত হয়ে ফসফোনিয়াম ফসফাইট   অণু গঠন করে।


অ্যামোনিয়াম  ফসফাইটের সংকেত কি? অ্যামোনিয়াম  ফসফাইটের সংকেতঃ (N H₄)₃PO₃ . এখানে, অ্যামোনিয়াম (NH₄+) যৌগমূলকের সাথে, ফসফাইট      যৌগমূলক (PO₃ ³- ) যুক্ত হয়ে অ্যামোনিয়াম ফসফাইট   অণু গঠন করে।

 

 ফসফোনিয়াম বাই সালফাইট বা ফসফোনিয়াম হাইড্রোজেন সালফাইটের  সংকেত কি?   ফসফোনিয়াম বাই সালফাইট বা  ফসফোনিয়াম হাইড্রোজেন সালফাইটের সংকেতঃ P H₄(HSO₃) . এখানে, ফসফোনিয়াম (PH₄+) যৌগমূলকের সাথে, বাইসালফাইট বা হাইড্রোজেন সালফাইট  যৌগমূলক (HSO₃- ) যুক্ত হয়ে ফসফোনিয়াম বাই সালফাইট   অণু গঠন করে।


 ফসফোনিয়াম বাই সালফেট বা ফসফোনিয়াম হাইড্রোজেন সালফেটের  সংকেত কি? ফসফোনিয়াম বাই সালফেট বা  ফসফোনিয়াম হাইড্রোজেন সালফেটের সংকেতঃ P H₄(HSO₄) . এখানে, ফসফোনিয়াম (PH₄+) যৌগমূলকের সাথে, বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট  যৌগমূলক (HSO₄- ) যুক্ত হয়ে ফসফোনিয়াম বাই সালফেট   অণু গঠন করে।