By Emon RaihanFollow In Facebook
Yet এবং Still শব্দের সঠিক ব্যবহার।
Yet এবং Still এর অর্থ ‘এখনো’, কিন্তু উভয়ের মধ্যে বিশেষ কিছু পার্থক্য রয়েছে।
>> Yet – ঘটতে চলেছে কিন্তু এখনও ঘটে নাই (Negative)
>> Still – পূর্বে ঘটেছে এবং এখনও চলছে (Affirmative)
✪ Yet
He hasn’t come yet – সে এখনো আসেনি।
He is not dead yet- সে এখনো মরেনি
He hasn’t completed the work yet – সে এখনো কাজটি সম্পন্ন করেনি।
We haven’t ordered yet – আমরা এখনও অর্ডার করিনি।
They haven’t reached yet – তারা এখনো পৌছায়নি।
I haven’t eaten rice yet – আমি এখনো ভাত খাইনি।
She hasn’t said the truth yet - সে এখনো সত্যি কথা বলেনি।
✪ Still
Still it is raining - এখনো বৃষ্টি হচ্ছে।
The sky is cloudy still – আকাশ এখনো মেঘাচ্ছন্ন।
He can sing nicely still - সে এখনও দারুণ গাইতে পারে।
We are working still - আমরা এখনো কাজ করছি।
0 comments:
Post a Comment