Recent Post
Loading...

Yet এবং Still শব্দের সঠিক ব্যবহার।

By Emon RaihanFollow In Facebook 

Yet এবং Still শব্দের সঠিক ব্যবহার।
Yet এবং Still এর অর্থ ‘এখনো’, কিন্তু উভয়ের মধ্যে বিশেষ কিছু পার্থক্য রয়েছে।
>> Yet – ঘটতে চলেছে কিন্তু এখনও ঘটে নাই (Negative)
>> Still – পূর্বে ঘটেছে এবং এখনও চলছে (Affirmative)
✪ Yet
He hasn’t come yet – সে এখনো আসেনি।
He is not dead yet- সে এখনো মরেনি
He hasn’t completed the work yet – সে এখনো কাজটি সম্পন্ন করেনি।
We haven’t ordered yet – আমরা এখনও অর্ডার করিনি।
They haven’t reached yet – তারা এখনো পৌছায়নি।
I haven’t eaten rice yet – আমি এখনো ভাত খাইনি।
She hasn’t said the truth yet - সে এখনো সত্যি কথা বলেনি।
✪ Still
Still it is raining - এখনো বৃষ্টি হচ্ছে।
The sky is cloudy still – আকাশ এখনো মেঘাচ্ছন্ন।
He can sing nicely still - সে এখনও দারুণ গাইতে পারে।
We are working still - আমরা এখনো কাজ করছি।

0 comments:

Post a Comment