পরমাণুঃ- মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ করে তাকে পরমাণু বলে। মূল কণিকাঃ- যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদের কে পরমাণুর মূল কণিকা বলে। মূল কণিকা ৩ প্রকার যথাঃ- ১) স্থায়ী মূল কণিকা, ২) অস্থায়ী মূল কণিকা, ৩) কম্পোজিট কণিকা। ১) স্থায়ী মূল কণিকাঃ- কত গুলো মূল কণিকা ...
June 03, 2018
বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া
Posted by Raihan Mahamud |
১) সংযোজন বিক্রিয়াঃ- যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে, যেমনঃ- NH3 + HCL →NH4CL, . ২) বিযোজন বিক্রিয়াঃ- যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিনত হয় তাকে বিযোজন বিক্রিয়া বলে, যেমনঃ-HCL→ H2 + CL2, . ৩) দ্বিবিযোজন ...
June 03, 2018
রসায়ন বিজ্ঞান এর প্রাথমিক জ্ঞান
Posted by Raihan Mahamud |
রসায়ন বিজ্ঞানঃ১/ এসিড নীল লিটমাসকে – লাল করে ।২/ ক্ষার লাল লিটমাসকে – নীল করে ।৩/ স্টেইনলেস স্টিলে থাকে – ক্রোমিয়াম,নিকেল ও লোহা ।৪/ ইস্পাতে কার্বনের পরিমান – ০.১৫ – ১.৫ % ।৫/ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে –পরমাণু ।৬/ ইস্পাতে সুনিয়ন্ত্রিত – কার্বন থাকে ।৭/ রাজঅম্ল হলো – নাইট্রিক এসিড (HNO3) ওহাইড্রোক্লোরিক এসিডের(HCl) এর ১ : ...