Recent Post
Loading...

সিমেন্ট তৈরির প্রধান উপকরণ ও সিমেন্ট কত প্রকার ও কি কি?

 সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল সমূহ

সিমেন্ট কি দিয়ে তৈরি করা হয় বা এর প্রধান উপকরণ কি?

আজকে আমরা জানবো সিমেন্ট কি দিয়ে তৈরি হয় এবং এর প্রধান প্রধান উপকরন সমূহ সম্পর্কে ও সিমেন্ট কত প্রকার ও কি কি বিস্তারিত।

সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল সমূহ?

  1. ক্লিংকার
  2. জিপসাম
  3. লাইম স্টোন
  4. স্লাগ
  5. ফ্লাই অ্যাশ

স্পেশাল সিমেন্ট তৈরির কাঁচামাল সমূহ?

নির্দিষ্ট প্রয়োজনে আবার স্পেশাল সিমেন্ট তৈরি করতে হয়. তবে এ সিমেন্ট তৈরি করা হয় মাত্র ২টি উপকরণ দিয়ে।

  1. ক্লিংকার ৯৪% থেকে ৯৭%
  2. জিপসাম ৩% ৫%

এখানে কোম্পানির চাহিদানুযায়ী পার্সেন্ট দেওয়া হয়।

সিমেন্ট কত প্রকার ও কি কি?

এবার আসি সিমেন্ট কত প্রকার ও কি কি এ বিষয়। সিমেন্ট মূলত ৪ প্রকার। তবে গ্রাহকের চাহিদানুযায়ী সিমেন্ট ভিবিন্নভাবে তৈরি করা হয়।

সিমেন্ট এর প্রকারভেদ?

সিমেন্ট মূলত ৪ প্রকার।

  1. অডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট
  2. পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট
  3. পোর্টল্যান্ড প্রপোজনা সিমেন্ট
  4. পোর্টল্যান্ড স্লাগ সিমেন্ট

0 comments:

Post a Comment