Recent Post
Loading...
চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে আবুল খায়ের। অফিসার বা সিনিয়র অফিসার-অ্যাকাউন্টস পদে এ জনবল নিয়োগ দেওয়া হবে।
আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রিসহ সিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও কর্মস্থল: প্রার্থীদের আকর্ষণীয় বেতনসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা অথবা চট্টগ্রামে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবসে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ করপোরেশন লিমিটেড তাদের নেভি সিগারেট অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩০ জনকে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ।

যোগ্যতা: কমপক্ষে এসএসসি, এইচএসসি বা সমমান পাস প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। সদ্য পাস করা প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। তবে সেলস ও মার্কেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগ অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন ২০ থেকে ৩২ বছর বয়সী পুরুষ প্রার্থীরা।
কর্মস্থল ও বেতন: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায়। পদটিতে বেতন দেওয়া হবে সাত হাজার টাকা। এ ছাড়া থাকবে টিএ-ডিএ সহ অন্যান্য সুবিধা। পদটিতে দুই বছর কাজ করা সাপেক্ষে পদন্নোতি দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত দরখাস্ত এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখের মধ্যে যেকোনো দিন সকাল ৯টায় সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকার নেওয়া হবে ‘আকিজ করপোরেশন লিমিটেড (নেভি সিগারেট অফিস) ১২/২, ক্যান্টনমেন্ট রোড, উপশহর, সেক্টর – ২, রাজশাহী’ ঠিকানায়। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে।
সূত্র- বিডিজবস ডটকম
শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার  অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ সেপ্টেম্বর । আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ৩১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটের আওতায় ২৫টি বিভাগের মোট ১ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে। ২৯ নভেম্বরের মধ্যে সব ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত আরও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।
বিখ্যাত গার্মেন্টস ব্র্যান্ড এইচএম জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরিয়া সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে ১০ জনকে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত-
আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক, ও লেভেল বা এ লেভেল পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাথে আবেদনকারীদের সেলসে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ১৮ থেকে ২৫ বছর। আবেদনকারীদের বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা hr.hnmc@gmail.com ইমেল ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র- বিডিজবস ডটকম
ঢাকার ফার্মগেটে অবস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চার ধরনের পদে ৬০২ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, ২০১৬ পর্যন্ত।

পদের নাম: ডিএফএ পদে ২৮৯ জন, কম্পাউন্ডার পদে ৫৫ জন, পোলট্রি টেকনিশিয়ান পদে ১০ জন এবং এফএ (এ/আই) পদে ২৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ৩০ আগস্ট, ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: পদগুলোতে বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন উপপরিচালক, প্রাণিসম্পদ ও প্রশাসন-১, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা- ১২১৫’ ঠিকানায়। আবেদন করা যাবে ৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, ২০১৬ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ৩১ আগস্ট, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
পেপসি বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেড জনবল নিয়োগ দেবে। কাস্টমার এক্সিকিউটিভ ও অডিট এক্সিকিউটিভ পদে বিনা অভিজ্ঞতায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
কাস্টমার এক্সিকিউটিভ: ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক শেষ করেছেন, এমন প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এফএমসিজি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-২৫ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজি ও বাংলায় পারদর্শী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জেলায় হতে পারে। পদটিতে বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে চাকরি ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

বাংলাদেশ রেলওয়েতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর, ২০১৬।

  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর:
এই পদে নিয়োগ পাবেন সাতজন। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি ২৫ ও ৩০ শব্দ হতে হবে। এ ছাড়া শর্টহ্যান্ডে গতি ৩৫ ও ১০০ শব্দ হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক:
এই পদে নিয়োগ পাবেন সাতজন। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি ২৫ ও ৩০ শব্দ হতে হবে। এ ছাড়া শর্টহ্যান্ডে গতি ৬০ ও ৮০ শব্দ হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
বয়স: প্রার্থীদের বয়স ১৬ অক্টোবর ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পরীক্ষা পদ্ধতি: ৬০ মার্কসের লিখিত ও ৪০ মার্কসের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। উভয় পরীক্ষায় পাস মার্ক ৫০ শতাংশ পেতে হবে। পরীক্ষা নেওয়া হবে চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট  থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (আবেদন ফরম-৪) ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। প্রবেশপত্রের নির্ধারিত স্থানে তিন কপি ছবি সংযুক্ত করতে হবে। এ ছাড়া ১০০ টাকা পরীক্ষার ফি ১-৫১৩১-০০০০-২০৩১ কোড নম্বরে জমা দিয়ে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনের খামের ওপর প্রার্থীর নাম ও পদের নাম উল্লেখ করে ‘চিফ পার্সোনাল অফিসার পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায় ১৬ অক্টোবর, ২০১৬ তারিখ বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে। আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে জানানো হবে।


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ। ম্যানেজমেন্ট ট্রেইনি—প্রোডাকশন (মার্কেটিং বা ফিন্যান্স) পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই।
আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: মার্কেটিং, ফিন্যান্স বা ইন্টারন্যাশনাল বিজনেস থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া পরীক্ষা দিয়েছেন কিন্তু এখনো ফল প্রকাশিত হয়নি, এমন প্রার্থীদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে। তবে প্রার্থীদের সিজিপিএর ২.৫০ (৪.০০-এর মধ্যে) বা ৩.৭৫ (৫.০০-এর মধ্যে) কম থাকলে আবেদন করা যাবে না। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪.০০ থাকতে হবে। শুধু ২৩ থেকে ৩২ বছর বয়সের পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
কর্মক্ষেত্র ও বেতন: প্রার্থীদের ঢাকার প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৮ থেকে ২০ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম

প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল— সিপাহী
প্রশ্ন: সনাতন ধর্মের ভিত্তি কী? বেদ
প্রশ্ন: টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর
প্রশ্ন: স্পেনের জাতীয় নাম কী? হিসপানিয়া
প্রশ্ন: ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু
প্রশ্ন: কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? ইন্দোনেশিয়ায়
প্রশ্ন: ইন্টারপোল গঠিত হয় কবে? ১৯২৩ সালে
প্রশ্ন: তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘের সদস্যপদ হারায়? ১৯৭১ সালে
প্রশ্ন: ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করেন কে? মহাত্মা গান্ধী
প্রশ্ন: ‘The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আমীর আলী
প্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ
প্রশ্ন: সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? অগাস্ট কোঁৎ
প্রশ্ন: আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? পাকিস্তান
প্রশ্ন: ভিওআইপি কী? ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
প্রশ্ন: মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে? ২৩ জোড়া
প্রশ্ন: পানির গভীরতা মাপার একক কী? ফ্যাদম
প্রশ্ন: উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? ফ্যাটি এসিড ও গ্লিসারল
প্রশ্ন: কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য— জলাধারে পানি জমিয়ে রাখা হয়
প্রশ্ন: তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ
প্রশ্ন: বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত? ৫৫ শতাংশ
প্রশ্ন: পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় : কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর : হ্যামার ফাষ্ট।
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল : সুয়েজ খাল। (খনন-১৮৬৯, জাতীয়করণ-১৯৫৬ সালে, দৈর্ঘ্য ১৬৪ কি.মি., অবস্থান-মিশর)।
প্রশ্ন: মিন্দানাও দ্বীপটি অবস্থিত : ফিলিপাইনে।
প্রশ্ন: ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)।
প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান।
প্রশ্ন: পৃথিবীর উচ্চতম র…াজধানী : লাপাজ, বলিভিয়া।
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম অরণ্য : তৈগা।
প্রশ্ন: গ্রেট হল অবস্থিত : চীনে।
প্রশ্ন: সাদা রাশিয়া বলা হয় : বেলারুশকে।
প্রশ্ন: জাতিসংঘের প্রথম মহাসচিব : ট্রিগভেলি (নরওয়ে)।
প্রশ্ন: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত : জাপানে।
প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী : নীল নদ।
প্রশ্ন: হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম ছিল : গেষ্টাপো।
প্রশ্ন: বার্লিন প্রাচীরের পতন ঘটে : ১৯৮৯ সালে।
প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় : রোম চুক্তির মাধ্যমে।
প্রশ্ন: আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান : ভারতের।
প্রশ্ন: ‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু : চীনে।
প্রশ্ন: উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে বলা হয় : রেড ইন্ডিয়ান।
প্রশ্ন: বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত : তুরষ্কে।
প্রশ্ন: সমুদ্রের বধূ বলা হয় : গ্রেট ব্রিটেনকে।
প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি।
প্রশ্ন: সাত পাহাড়ের শহর বলা হয় : রোমকে।
প্রশ্ন: পূর্বে চীনে যে নামে পরিচিত ছিল : ক্যাথে।
প্রশ্ন: ইরাকের পূর্ব নাম : মেসোপটেমিয়া।
প্রশ্ন: ফরাসি বিপ্লবের শিশু বলা হয় : নেপোলিয়নকে।
► বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকনোটটির দৈর্ঘ্য ছিল ২২×৩০সেন্টিমিটার, যা একটি বইয়ের পাতার চেয়েও বড়!! ১৪ শতকে চীনে এই ব্যাংকনোট ব্যবহৃত হতো।
► ১৬৪৪ সালে সুইডেনে পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের মুদ্রার প্রচলন করা হয়। ১০ ক্রোনারের এই মুদ্রাটির ওজন ১৯ দশমিক ৭১ কেজি।
► পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও কম ওজনের মুদ্রাটি হলো ‘জাওয়া’, রুপা দিয়ে তৈরি এই মুদ্রাটি ১৭৪০সালে নেপালে প্রচলন করা হয়। এর ওজন ছিল মাত্র ০.০০২ গ্রাম।
► ১৩ শতকে কাগজি নোটের প্রথম প্রচলন ঘটে চীনে। ১৬৯০ সালে যুক্তরাষ্ট্রে ও ১৬৯৫ সালে ইউরোপে প্রথম ব্যাংকনোটের প্রচলন শুরু হয়।
► ভূতাত্ত্বিক কারণে প্রতিবছর প্রায় দুই ফুট করে বাড়ে এভারেস্টের উচ্চতা।
► পশ্চিম গোলার্ধে সবচেয়ে গরিব দেশ হাইতিতে ক্ষুধার জ্বালায় কাদা দিয়ে তৈরী পিঠা খাওয়া হয়।
► এশিয়ার একমাত্র খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র- ফিলিপাইন (৯৩% জনগণ)।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয়: ৪ ডিসেম্বর, ২০১১।
► তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্যে দিয়ে।
► ‘আল-জাজিরা’ যে দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল : কাতার।
► সানডে টাইমস পত্রিকাটি প্রকাশিত হয় : লন্ডন থেকে।
► “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
► আন্তর্জাতিক নদী বলা হয় : দানিয়ুব নদীকে।
► ‘East london অবস্থিত : দক্ষিণ আফ্রিকায়। (২৯ তম BCS)
► প্রশ্ন: শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী? -মধু।
► আমেরিকান বিজ্ঞানী আলভা এডিসন শৈশবে স্কুল থেকে বিতাড়িত হন খুব অলস বলে। অথচ সারা জীবনে তিনি ১৩০০ অবিষ্কারের জনক। তার সাফল্য সম্পর্কে তিনি বলেন, ১ শতাংশ মেধা আর ৯৯ শতাংশ পরিশ্রম।
► বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি.মি.।
► স্থলসীমা ৪৪২৭ কি.মি.।
► জলসীমা ৭১১ কি.মি.।
► ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য ৪১৫৬ কি.মি.।
► প্রশ্ন: মায়ানমারের সাথে সীমান্ত দৈর্ঘ্য ২৭১ কি.মি.।
► ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
► বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ পোল্যান্ড।

Collect By
Omar faruk (Jony)
Noakhali govt. college.
Dept. of chemistry 2nd year.
যে শব্দার্থগুলো জানা থাকলে, সহজে ইংরেজি পত্রিকা বুজবেন, ঐরকম কিছু শব্দার্থঃ ( শেয়ার করে কাছে রাখুন )


১) Hoodlums - রাস্তার বখাটেরা।
২) Invade - সশস্ত্র আক্রমণ করা।
৩) Extramarital Affair - পরকীয়া প্রেম।
৪) Crash - ভয়ানক অর্থনৈতিক পতন, বিপর্যয়।
৫) Economic Emancipation - অর্থনৈতিক মুক্তি।
৬) Corrigendum - শুদ্ধিপত্র, সংশোধনির বিষয়।
৭) Consolation -সান্ত্বনা।
৮) Condole - গভীর দুংখ প্রকাশ করা।

৯) Condemn - নিন্দা করা।
১০) Belong to - মালিক হওয়া।
১১) Collide - ধাক্কা দেওয়া।
১২) In this regard - এই বিষয়ে।
১৩) Intellectual graveyard - বুদ্ধিজীবী কবরস্থান।
১৪) Across the country - দেশব্যাপী।
১৫) Hostage - জিম্মি।
১৬) Agony - মর্মবেদনা।
১৭) Electrocute - বিদ্যুৎস্পৃষ্ট করে মারা যাওয়া।
১৮) All walks of life - সর্বস্তরের জনগণ।
১৯) Auspicious inauguration - শুভ উদ্ভোধন।
২০) Under the wings - ছত্র ছায়ায়।
২১) Trouble water - ঘোলা পানি।
২২) Brotherly People - ভ্রাতৃপ্রতিম জনগণ।
২৩) Blood Sweated money - রক্তে অর্জিত টাকা।
২৪) Beset with Various problem - বিভিন্ন সমস্যায় জর্জরিত জনগণ।