Recent Post
Loading...

নতুনদের চাকরির সুযোগ দিচ্ছে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপের প্রতিষ্ঠান আকিজ করপোরেশন লিমিটেড তাদের নেভি সিগারেট অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩০ জনকে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ।

যোগ্যতা: কমপক্ষে এসএসসি, এইচএসসি বা সমমান পাস প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। সদ্য পাস করা প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। তবে সেলস ও মার্কেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগ অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন ২০ থেকে ৩২ বছর বয়সী পুরুষ প্রার্থীরা।
কর্মস্থল ও বেতন: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায়। পদটিতে বেতন দেওয়া হবে সাত হাজার টাকা। এ ছাড়া থাকবে টিএ-ডিএ সহ অন্যান্য সুবিধা। পদটিতে দুই বছর কাজ করা সাপেক্ষে পদন্নোতি দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত দরখাস্ত এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখের মধ্যে যেকোনো দিন সকাল ৯টায় সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকার নেওয়া হবে ‘আকিজ করপোরেশন লিমিটেড (নেভি সিগারেট অফিস) ১২/২, ক্যান্টনমেন্ট রোড, উপশহর, সেক্টর – ২, রাজশাহী’ ঠিকানায়। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে।
সূত্র- বিডিজবস ডটকম

0 comments:

Post a Comment