Recent Post
Loading...
মেধাবী, উদ্যমী ও যোগ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট’ প্রোগ্রামের আওতায় নিয়োগ দেবে।
আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: ব্যবসায়, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং অথবা ইকোনমিকস থেকে আকর্ষণীয় ফলাফলসহ স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিবিএ পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রার্থীদের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে ব্যাংকে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বাংলা ও ইংরেজিতে পারদর্শী এবং যে কোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশনড অফিসার এবং আর্মি মেডিকেল কোরের অনূকূলে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে বিবাহিত ও অবিবাহিত বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন।
আবেদন করা যাবে ৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

জুনিয়র কমিশনড অফিসার: পদটিতে শুধু পুরুষদের নিয়োগ দেওয়া হবে। বিএ, বিএসসি বা বিকমসহ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওথেরাপি) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক বা সমমান পরীক্ষায় সিজিপিএ ন্যূনতম ২.০০ বা সমমান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৩.০০ বা সমমান থাকতে হবে।
প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। আবেদনের জন্য বয়স ১৫ নভেম্বর, ২০১৬ তারিখে ২০ থেকে ২৮ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের সাঁতার জানতে হবে। 
অন্যান্য পদবি: অন্য সব পদে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা প্রার্থীরা। মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ বা সমমানের ফলসহ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (রেডিওথেরাপি) পাস প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ও নারীদের জন্য উচ্চতা পাঁচ এক ইঞ্চি হলেও আবেদন করা যাবে। আবেদনের জন্য বয়স ১৫ নভেম্বর, ২০১৬ তারিখে ১৭ থেকে ৩০ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ২০০ টাকা আবেদন ফিসহ বিজ্ঞাপনে উল্লেখিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক যুগান্তর পত্রিকায় ২ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংকটিতে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পদে স্নাতক পাসেই নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে রাজধানী ঢাকায়।
আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত

যোগ্যতা: যেকোনো বিষয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২৩ থেকে ৩০ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীদের ইংরেজিতে দক্ষ ও চক্রকারে তিন শিফটে কাজ করতে আগ্রহী হতে হবে। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর-হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। তবে পরে কাজের দক্ষতার ভিত্তিতে চাকরি স্থায়ী করা যেতে পারে।
আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর, ২০১৬।


যোগ্যতা: জাতীয় বা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের মানবসম্পদ ব্যবস্থাপনায় পাঁচ বছরের অভিজ্ঞতাসহ মোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স ৪০ থেকে ৫০ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল, ১০৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর, ২০১৬।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার  অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ সেপ্টেম্বর । আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ৩১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটের আওতায় ২৫টি বিভাগের মোট ১ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে। ২৯ নভেম্বরের মধ্যে সব ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত আরও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।
সফল কে? এই প্রশ্নের উত্তর সম্ভবত যারা সফল, তারাও বলতে পারেন না। যারা সাফল্যকে নিজের আশেপাশে দেখেন তারা আসলে নিজের লক্ষ্যকে স্পর্শ করেন। দারুণ কোন উদ্যোক্তা কিংবা সফল ব্যক্তির সংস্পর্শে গেলে যে উদ্যোক্তা হতে চান তার অনেক শেখার সুযোগ থাকে। যাদের সেই সুযোগ কম তাদের জন্য এন্টারপ্রেন্টার ডট কমে উদ্যোক্তা সুজন প্যাটেল ২১টি পরামর্শ দিয়েছেন। পরামর্শ পড়লেই যে সাফল্য ধরা দেয় বিষয়টা এমন নয়, পরামর্শ পড়লে সাফল্যের খেলার যে স্টেডিয়াম তার কোন গেট দিয়ে ঢুকবেন তা আগে থেকেই ধারনা নেয়া যায়।
১. নিজেকে চ্যালেঞ্জ করুন।
রিচার্ড ব্র্যানসন একবার বলেছিলেন, ‘নিজেকে আমি উজ্জীবিত রাখি নিজেকে চ্যালেঞ্জ করে।’ রিচার্ড নিজের জীবনকে দীর্ঘমেয়াদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে তুলনা করেন, যেখানে প্রতিদিনই সে কিছু না কিছু নতুন নিজের জন্য শিখে যাচ্ছেন। আপনিও পারেন কিন্তু শিখতে!
২. তাই করুন যা আপনার ভালো লাগে
যে কোন ব্যবসা চালাতে অনেক সময়ের প্রয়োজন হয়। স্টিভ জবসের এই ক্ষেত্রে দারুণ একটি জীবনাদর্শ আপনি অনুসরণ করতে পারেন। জবস সব সময় বলতেন, আপনি যা বিশ্বাস করেন তাই করুন-এটাই আপনার জীবন।
৩. ঝুঁকি নিচ্ছেন না কেন?
আমরা কখনই কাজ শুরুর আগে ফলাফল কল্পনাও করতে পারি না। তাই বলে কি কাজ করাই বন্ধ করে দিব? অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের ভাবনা এক্ষেত্রে একটু ভিন্নতর। বেজস কোন কিছুতে ব্যর্থ হওয়ার জন্য মন খারাপ করেন না, তিনি কোন কিছু চেষ্টা না করাটাতেই মন খারাপ করেন।
৪. নিজের উপর বিশ্বাস রাখুন তো!
আর কত পাশে বাড়ির আন্টির ছেলের গল্প মা-বাবার কাছ থেকে শুনে নিজেকে হতাশার তলানিতে নিয়ে ঠেকাবেন? হেনরি ফোর্ডের ভাষ্য হচ্ছে, আপনি যদি চিন্তা করেন কিংবা চিন্তা না করেন-আপনিই ঠিক। বিশ্বাস করা শুরু করুন, আপনি পারবেন। বিশ্বাস নিয়ে সামনে পা রাখলেই পথের বাঁধাগুলো দেখতে পাবেন। পথে যদি না-ই নামেন তাহলে শুধু অজুহাতই খুঁজে পাবেন জীবনে।
৫. ভিশন ঠিক করুন
টাম্বলারের সিইও ডেভিড কার্প তাকেই উদ্যোক্তা ভাবেন যার কোন কিছু অর্জনের জন্য কোন ভিশন আছে। 
৬. ভালো লোক খুঁজুন
আপনি যাদের সঙ্গে মেশেন তারাই কিন্তু আপনি, আপনার প্রতিচ্ছবি। লিংকডইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যান ভাবেন নিজেকে বদলে ফেলার প্রথম শর্ত হচ্ছে আশেপাশের মানুষজনকে বদলে ফেলা।
৭. ভয়ের সামনে দাঁড়ান
যে জিনিষটাকে সবচেয়ে বেশি ভয় পান, একদিন তার সামনে দাঁড়ানোর চেষ্টা করুন তো।  দাঁড়ানোর চেষ্টাতেই আপনার পথ তৈরি কাজটা অনেকটুকু এগিয়ে যাবে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর ৪১তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বিসিএস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বঙ্গবন্ধুর জীবনী থেকে ৪১টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে বিশেষ আয়োজন।

১). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
২). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
১৮). আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
২১). ছয়দফার প্রথম দফা কী ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৬).শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।
৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
৩৮). বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
৩৯). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
৪০). বঙ্গবন্ধু সেতু কোন নদীতে অবস্থিত?
উত্তর: যমুনা নদীতে ।
৪১). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পাঁচ ধরনের পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর, ২০১৬।

পদ: উপপরিচালক (অর্থ ও হিসাব) পদে একজন, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ২৬ জন, উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল) পদে একজন, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে একজন এবং নিরাপত্তা কর্মকর্তা পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: পদমর্যাদা অনুযায়ী ভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে। পদগুলোতে মর্যাদা অনুযায়ী বেতন দেওয়া হবে ১৬ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। পদগুলোতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরা। তবে উপপরিচালক পদে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ‘মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ’ ঠিকানায় আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর, ২০১৬।
বিস্তারিত জানতে দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই পদটিতে আবেদন করা যাবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

যোগ্যতা: যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা না চাওয়া হলেও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজের জন্য মানসিকতাসম্পন্ন হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩ ব্যাচে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক পাসেই পদটিতে আবেদন করা যাবে। আবেদনের জন্য বিস্তারিত :
আবেদন করা যাবে ১৯ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করা যাবে পদটিতে। প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। এ ছাড়া উচ্চ মাধ্যমিকে পদার্থ ও গণিতে আলাদাভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে জিপিএ ৩.০০ বা আইইএলটিএসের স্কোর গড়ে ৫.৫ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে। প্রার্থীদের ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুযায়ী হতে হবে। নটিক্যালে আবেদনের জন্য প্রার্থীদের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য দৃষ্টিশক্তি ৬/১২ হলেও আবেদন করা যাবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ৩১ ডিসেম্বর-২০১৬ তারিখে সর্বোচ্চ ২১ বছর হতে হবে। শুধু অবিবাহিত বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন পদটিতে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সোনালী ব্যাংকের ওয়েবসাইট ঠিকানায় আবেদন ফরম পূরণ করতে পারবেন। ১০০০ টাকা আবেদন ফি জমা দেওয়া লাগবে। আবেদন করা যাবে ১৯ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বাংলাদেশ মেরিন একাডেমি প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :