যুক্তরাজ্য সরকার কমনওয়েলথ বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সে দেশে পড়ার সুযোগ দিচ্ছে।
২০১৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর এবং তিন বছরের পিএইচডি ডিগ্রির জন্য আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হবে স্নাতকোত্তর কিংবা পিএইচডির যেকোনো একটি বিভাগে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ যেকোনো বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। সেই সঙ্গে এখানেই পাওয়া যাবে বৃত্তির জন্য আবেদন ফরম।
আগ্রহী সবাইকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজসহ স্ক্যান করে ই-মেইলে (ds_stp@moedu.gov.bd ) পাঠানোর কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে।
২০১৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর এবং তিন বছরের পিএইচডি ডিগ্রির জন্য আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে হবে স্নাতকোত্তর কিংবা পিএইচডির যেকোনো একটি বিভাগে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ যেকোনো বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বৃত্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। সেই সঙ্গে এখানেই পাওয়া যাবে বৃত্তির জন্য আবেদন ফরম।
আগ্রহী সবাইকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজসহ স্ক্যান করে ই-মেইলে (ds_stp@moedu.gov.bd ) পাঠানোর কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা নির্ধারিত এই সময়ের মধ্যে অনলাইনে ও মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন প্রক্রিয়া শেষে আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দিষ্ট কিছু মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাকৃবির ছয়টি অনুষদের মোট ১২০০ সিটের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ পাবেন। এবার এক শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.bau.edu.bd) থেকে জানা যাবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মোবাইল ফোনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে বেরোবি ভর্তি পরিক্ষায় ০.৫% (প্রতি ২০০ জনে ১ জন) বিলুপ্ত ছিটমহল অধিবাসী কোটা প্রবর্তন করা হয়।