Recent Post
Loading...
আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘টেরিটোরি সেলস ইনচার্জ’ পদে সম্পূর্ণ অনভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে। সঙ্গে থাকছে আকর্ষণীয় বেতন।

আবেদন করতে হবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


শিক্ষাগত যোগ্যতা: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না। প্রার্থীদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না।

অন্যান্য যোগ্যতা: ৩০ অক্টোবর, ২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব-৩২ বছর হতে হবে। প্রার্থীদের উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে।

বেতন: পদটিতে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা। পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও সব শিক্ষাসনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করতে হবে ৩০ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ। ম্যানেজমেন্ট ট্রেইনি কো-অর্ডিনেটর পদে এই নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে আবেদন করা যাবে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই।
আবেদন করা যাবে ২৪ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: ইংরেজি, গণপ্রশাসন বা ব্যবস্থাপনা থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজিতে দক্ষতা ও মাইক্রোসফট অফিসসহ কম্পিউটারের বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকতে হবে। এসব দক্ষতা ছাড়াও আবেদনকারীদের চিঠি ও আবেদনপত্র লেখায় পারদর্শিতা থাকতে হবে। শুধু ২৩ থেকে ৩০ বছর বয়সের পুরুষ প্রার্থীরাই পদটিতে আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র ও বেতন: প্রার্থীদের ঢাকার প্রধান কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৪ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদনের সময় ২২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সাময়িক ত্রুটির কারণে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান তিনি।  
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd) নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
  • নিরাপত্তা ইন্সপেক্টর
পদটিতে ১২ জন নিয়োগ পাবেন। প্রার্থীদের মাধ্যমিক বা সমমান পাস এবং সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৩ হাজার ৫০০ টাকা।
  • নিরাপত্তা সুপারভাইজার
পদটিতে চাকরি পাবেন ২৩ জন। মাধ্যমিক পাস বা সমমান এবং সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সার্জেন্টরা আবেদন করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট পদে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১১ হাজার ৫০০ টাকা।
  • নিরাপত্তা প্রহরী
নিরাপত্তা প্রহরী পদে ২৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই পদটিতে আবেদন করা যাবে। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সৈনিক বা এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা।
  • ফায়ার ইন্সপেক্টর
পদটিতে নিয়োগ দেওয়া হবে নয়জন। মাধ্যমিক পাস এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে পদটিতে আবেদন করা যাবে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে ১৭ হাজার ৩০০ টাকা।
  • ফায়ার সুপারভাইজার
২২ জন নিয়োগ পাবেন পদটিতে। মাধ্যমিক পাস ও তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে পদটিতে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার ৫০০ টাকা।
  • ফায়ারম্যান
ফায়ারম্যান পদে ১৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস এবং এক বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও সশস্ত্র বাহিনীর প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। পদটিতে বেতন দেওয়া হবে নয় হাজার ৭০০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ১৮ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:

(২০১১-২০১২) সেশনের ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষের
ফর্ম ফিল আপের সময় প্রকাশিত হয়েছে

শুরু ১৬/১০/২০১৬ যা চলবে ৬/১১/২০১৬ পর্যন্ত।

ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি


আবেদনের শেষ তারিখঃ ১৭ই অক্টোবর



মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত)  ২০১৪-২০১৫ সেশন এ ভর্তি  বিজ্ঞপ্তি
প্রাথমিকভাবে আবেদন করা যাবে ১৬ই অক্টোবর ২০১৬ বিকাল ৪টা থেকে ৩০শে অক্টোবর ২০১৬ রাত ১২টা পর্যন্ত
আবেদন ফি: ৩০০টাকা
Application link: http://app1.nu.edu.bd/

 ওয়েবপেইজ এ যাওয়ার পর Master's tab select করে Apply now(Master's preli.) select করে ঠিক মতো data input করতে হবে.
 share the post with your friends............


 প্রার্থীদের জন্য সুযোগ নিয়ে এলো ব্যাংক এশিয়া। অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়োগ দেবে ব্যাংকটি। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা
ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজি, ইঞ্জিনিয়ারিং ও আইটি থেকে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।তবে শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।  আবেদনকারীদের বয়স ১৫ অক্টোবর-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন ও কর্মস্থল
প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
জীবনবৃত্তান্ত ও এক কপি ছবিসহ পদটিতে আবেদন করা যাবে ব্যাংক এশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ  ১৫ অক্টোবর-২০১৬।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ৪টি পদে ৪৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদফতর
পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যা: ১৬ জন
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্স স্নাতক/ডিপ্লোমাসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদসংখ্যা: ১১৫ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
অভিজ্ঞতা: ০২ বছর
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৮৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ১৬৪ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়স: ০১ অক্টোবর ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা dpe.teletalk.com.bd অথবা www.dpe.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ১০ অক্টোবর ২০১৬
আবেদন শেষ: ৩০ অক্টোবর ২০১৬
সূত্র: সমকাল, ০৪ অক্টোবর ২০১৬



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’ এর লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
ওইদিন দুপুর ৩টা থেকে ৪টা ২০মিনিট  পর্যন্ত ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
সোমবার (১০ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিয়ষটি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আগামী ২১ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। আর ২২ অক্টোবর থেকে প্রার্থীরা স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
 
এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেক্ট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেওয়া যাবে না।
 
http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
আর ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাবে।