Recent Post
Loading...

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর




সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’ এর লিখিত পরীক্ষা ২৯ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে।
ওইদিন দুপুর ৩টা থেকে ৪টা ২০মিনিট  পর্যন্ত ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
সোমবার (১০ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিয়ষটি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আগামী ২১ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। আর ২২ অক্টোবর থেকে প্রার্থীরা স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
 
এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেক্ট্রনিক্স ঘড়ি বা যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেওয়া যাবে না।
 
http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
আর ওএমআর শিট পূরণের নির্দেশাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাবে।

0 comments:

Post a Comment