Recent Post
Loading...
 
 
আনজাম আনসার: আপনাকে যদি কেউ এমন একটি প্রশ্ন করে, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি এবং তাতে কতজন শিক্ষার্থী পড়েন? আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা শতকরা ৯০ ভাগই এই প্রশ্নের ভুল উত্তর করবেন! কেউ বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার কেউ কেউ মনে মনে অন্য নাম জপতে থাকবেন। এই প্রশ্নের উত্তরটি হলো-“জাতীয় বিশ্ববিদ্যালয়”; যেখানে বাংলাদেশর সব বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে যত শিক্ষার্থী পরে তার থেকে কয়েকগুণ বেশি শিক্ষার্থী রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় মত পর্যাপ্ত সুবিধা না পাওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা যায়; যার একটা প্রভাব পরে তার পরবর্তী কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে। এই হতাশা থেকেই তৈরি হয় মানসিক চাপ; আমরা সাধারণত সবসময়ই কোন না কোন মানসিক চাপে থাকি। মানসিক চাপ থেকে নিজেকে উত্তরণের জন্যে কিন্তু আমরা নিজেরাই উদ্যোগী হলে এই সব নিত্যদিনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আর তার জন্যে আত্ননিয়ন্ত্রণ, আন্তরিকতাই যথেষ্ট। আসুন কিভাবে এই হতাশা, মানসিক চাপ নিয়ন্ত্রণ করে অনেক মানুষ সফল হয়েছেন তা জানাতে চাই আপনাকে।
সঠিক পরিকল্পনা করতে শেখা: জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরপরই নিজের পরিকল্পনা করে ফেলুন যে ৫-৬ বছর পর আপনি কি করতে যাচ্ছেন; হতাশা দূরে রেখে এগিয়ে যান, সাফল্য আপনার দোরগোড়ায়।
তথ্য-প্রযুক্তির ব্যবহার করতে শেখা: তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আপনি ঘরে বসেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর নামীদামী বিশ্ববিদ্যালয়ে কি পরাচ্ছে জানতে পারছেন; চোখকান খোলা রেখে এগিয়ে যান, অবশ্যই ভাল করবেন। অনলাইন থেকে নানান বিষয়ে ফ্রি ও পড়তে পারেন।
অবাস্তব প্রত্যাশা থেকে নিজেকে দূরে রাখতে শেখা: আমাদের প্রত্যাশা অনেক সময়ই আমাদের সামর্থের চেয়ে বেশিই হয়ে যায়। যদিও মানুষ তার আশার সমান বড়। ধরুণ আপনি ভাবছেন একাধারে চাকরি করবেন, পড়াশোনা করবেন, ছোটখাট ব্যবসা ও করবেন, আবার রাজনীতিতে ও নিজেকে জড়িয়ে রাখবেন। একটা করুন, সফল হবেন।
অহেতুক সময় সীমা বেঁধে না নেয়া: অনেকেই রুটিন অনুসরণ করে কাজ করতে পছন্দ করেন। কিন্তু জীবনের প্রতিটা কাজ পুরোপুরি রুটিন মেনে চলা সম্ভব নয়। তাই সময়গুলোকে নিজের মতো করে ব্যবহার করুন। তবে তা যেন যথেচ্ছা না হয়। সারারাত কাজ করে দিনের অনেকটা সময় ঘুমানো বা সারাদিন ঝিমানো কোন কাজের কথা না। অনেককেই দেখা যায় রাত জেগে কাজ করে দিনের অনেকটা সময় ঘুমায়…যদিও এই কাজটা অনেকেই নির্জনতায় কাজ করার জন্যেই করে থাকেন। তবে আমাদেরকে সচেতন থাকতে হবে যেন শরীর তার প্রয়োজনীয় বিশ্রাম পায়। এবং এই বিশ্রাম নেয়াটা যেন এমন সময়ে না হয় যখন আপনার অন্য কোন প্রয়োজনীয় কাজ করার সময়।
সমস্যাকে মোকাবেলা করতে শেখা:অনেক সময়ই কাজের চাপ বেড়ে গেলে আমরা তা দুরে সরিয়ে রাখি পরে করবো ভেবে। এতে প্রকৃতপক্ষে নিজেরই ক্ষতি করা হয়। কেননা সেই কাজটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে করে শেষ করতে না পারলে তা আমাদের মাঝে বোঝা হয়ে হতাশার সৃষ্টি করে। কাজেই প্রয়োজনীয় কাজটি যতোই তিক্ত হোক তা কষ্ট করে হলেও করে ফেলতে হবে সময় মতোই।
স্বনির্ভরতা অর্জন করতে শেখা: এটা খুবই জরূরী। আমরা স্বনির্ভরতা বলতে সাধারণ অর্থনৈতিক নির্ভরতাকেই বুঝে থাকি। কিন্তু নিজের চারপাশের কাজগুলোকে অন্যের উপর নির্ভর করে না করে নিজে নিজে করাটাও স্বনির্ভরতা। অনেককেই দেখা যায় নিজের এসাইন্মেন্ট এর কাজটা অন্য কাউকে জোর করেই দিয়ে যাচ্ছে, হয়তো যে যাকে দিচ্ছে সে অনুরোধে ঢেকি গিলেই যাচ্ছে।
কাজের গতি দিকে নজর দেয়া: যে কাজটি যে সময়ে শেষ করতে হবে তা ঠিক সময়ে শেষ করতে আমরা সাধারণতই গরিমসি করে থাকি এতে আমরা সাধারণতই পিছিয়ে পরি। কেউ কেউ বলতে পারেন, এভাবেই তো জীবনটা কেটে গেল…ঠিক সময়ে কাজ করলে তো আজ আমি অমুক থাকতাম, তমুক থাকতাম। কিন্তু যদি বুঝতেই পাচ্ছেন তবে এখন থেকেই চেষ্টা করুন না কেন…আর হতাশা নয় অমুক তমুক হওয়ার…যা আছেন সেই অবস্থাটাকেই নিজের মন মতো করে নিন।
আসলে আপনি যেখানেই পড়েন না কেন, আপনার সঠিক পরিকল্পনা পারে আপনাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে।
আনজাম আনসার; সিইও, সাইফুর্স
রিলেশনশিপ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত-

আবেদন করতে হবে ৩১ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। প্রার্থীদের পূর্বে কল সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের বাংলা কথপোকথনে পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও সব শিক্ষাসনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। আবেদন করতে হবে ৩১ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

সরকারি ব্যাংকগুলোতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের সুযোগ দিয়ে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞাপন অনুযায়ী কৃষি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার পদে ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

আবেদন করা যাবে ২৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত।



যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে সম্মান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাক্ষেত্রে কমপক্ষে একটি প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ও-লেভেল বা এ-লেভেল পাস হলে স্থানীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্নরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
বয়স: আবেদনকারীর বয়স ১ অক্টোবর, ২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। শুধু মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন: নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ২৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না।

বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। অভিজ্ঞতা ছাড়াই পদটিতে আবেদন করা যাবে। দেখে নিন পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
যোগ্যতা: ন্যূনতম চার বছর মেয়াদি সম্মান অথবা ডিগ্রি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-৩০ এবং অবিবাহিত হতে হবে। পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞাপনে উল্লেখিত কাগজসহ ‘হেড অব এইচআর, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড’ বরাবর আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনপত্রসহ প্রার্থীরা সাক্ষাৎকারের জন্য প্রধান কার্যালয়ে ২৩ থেকে ২৭ অক্টোবর এবং বিক্রয়কেন্দ্রে ২২ থেকে ২৬ অক্টোবর উপস্থিত থাকতে পারবেন।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২১ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

তরুণদের জন্য স্বপ্নের ক্যারিয়ারের সুযোগ দিয়ে আবারও প্রকাশিত হয়েছে নৌবাহিনীতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি। নাবিক ও এমওডিসি (নৌ) পদে এ-২০১৭ ব্যাচে ভর্তি নেওয়া হবে। বিভিন্ন পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা


  • ডিই বা ইউসি : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
  • মেডিকেল : রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞানসহ এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।
  • পেট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ) : ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • টোপাস : পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।
  • শারীরিক যোগ্যতা: সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।
    অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত পুরুষ প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
    বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।
    আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
    বিস্তারিত জানতে দৈনিক সমকাল পত্রিকায় ২১ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

     
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে টিম ম্যানেজমেন্টে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • ক্যাটাগরি এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় প্রশাসন থেকে পাস প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে যোগ হবে। এ ছাড়া নতুন পাস করেছেন এমন প্রার্থীদেরও আবেদনের আহ্বান জানিয়েছে প্রথম আলো।
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাকাউন্ট
স্নাতকোত্তর বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আংশিক সিএ বা সিসি সম্পন্নকারী প্রার্থীদের নিয়োগে প্রাধান্য দেওয়া হবে। প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে জ্ঞান থাকতে হবে আবেদনকারীদের।


  • সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাকাউন্টিং
সিএ বা সিসিসহ অ্যাকাউন্টিংয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের ভ্যাট ও ট্যাক্স নির্ধারণে দক্ষতাসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে জ্ঞান থাকতে হবে।
  • এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস
অ্যাকাউন্টিংয়ে স্নাতক পাস এবং দুই বছর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে জ্ঞান থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে পারবেন hr@prothom-alo.info ই-মেইল ঠিকানায়। এ ছাড়া আবেদন কর যাবে ‘এইচআর বিভাগ, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, সিএ ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’ ঠিকানায়।
 আবেদনের সুযোগ থাকবে ৩১ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২১ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

Directorate of Primary Education job Circular 2016

Last date of application : 30-10-2016

 

Bangladesh Gas Fields Company Ltd job circular 2016

Last date of application : 20-10-2016

 




ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (ICB) এর নুতন নিয়োগ বিজ্ঞপ্তি

জব টাইপ : ফুলটাইম

জব ক্যাটাগরি : সরকারী

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর, ২੦১৬

বিস্তারিত নিচের বিজ্ঞাপনে:

কম্পিউটার অপারেটর পদে বাংলাদেশ পুলিশে নুতন নিয়োগ বিজ্ঞপ্তি
 
জব টাইপ : ফুলটাইম

জব ক্যাটাগরি : সরকারী

আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর, ২০১৬

বিস্তারিত নিচের বিজ্ঞাপনে: