Recent Post
Loading...
সেলসে ক্যারিয়ার গড়তে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক লিমিটেড। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ‘ট্রেইনি বা সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং অফিসার, অ্যামেক্স কার্ডস সেলস’ পদে ঢাকা বিভাগে এই অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন প্রার্থীদের ‘ট্রেইনি প্রোডাক্ট মার্কেটিং অফিসার (টিপিএমও)’ পদের আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।
বেতন
টিপিএমও পদে অভিজ্ঞতাহীন নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতিমাসে ১০ হাজার টাকা। অভিজ্ঞতাসম্পন্ন নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২৪ মার্চ, ২০১৭ পর্যন্ত।
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রবি। ‘ম্যানেজার, ডিসিশন সাপোর্ট সিস্টেম, ফিন্যান্স ডিভিশন’ পদে এই নিয়োগ দেবে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, বিশেষত মাইক্রোসফট এক্সেল চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন (bit.ly/2lZ6uTx) থেকে অনলাইনে আবেদন করা যাবে।

JOB DESCRIPTION

  • Support the Financial Planning and Budgeting team for the annual business plan and quarterly operation plan cycle for all revenue and cost items which will eventually lead to the annual business plan and Quarterly Operational Plans for the company.
  • Coordinate with cross functional value chain for preparation of annual business plan and quarterly operating plan
  • Rationalize, challenge, support and partner with the user division; aiding the business partners with smooth flow of information to ensure effecting partnering.
  • Responsible for the budgetary management of the company which could be bottom-up or a blend of top down and bottom-up depending on the management decision.
  • Develop user friendly and meaningful financial models to capture divisional/cross functional activities and convert it to numbers. Take total grip in financial models, specially balance sheet and cash flow workings
  • Collaborate and feedback relevant/meaningful information to Business strategy during the annual BP/RBP development exercise
  • Take ownership of the preparation of Quarterly submission of Company’s Forecasted Financial Statement (1 A+4F ) to Axiata Group through Axiata Financial Model ( AFM).
  • Support budget monitoring and control of all operating expenditures of the organization through SAP, FM module and CO module
  • Drive cost optimization through CEP initiatives by effectively partnering with partner divisions
Academic Qualification:
  • MBA/Masters in Finance/Accounting, (MBA+BBA)/CA from a reputed local or Foreign University
Experience & Skills required:
  • Minimum 4-5 years relevant job experience in Business Analysis/ Business Development/ Company Strategy/Business planning of any telecommunication operator or large manufacturing sector
  • Very good skill on project feasibility analysis
  • Very Strong analytical ability and number crunching skills
  • Good in presentation, interpersonal dealing and coalition building
  • Posses sound understanding of overall Telco Industry
  • Efficient with Microsoft Excel and other Office tools
সাড়ে ১১ হাজার থেকে ১৯ হাজার টাকা বেতনে ৪৪৩ জন নিয়োগ দিবে মেঘনা গ্রুপ
পদসমূহ
প্রতিষ্ঠানটির ফায়ার অ্যান্ড সেইফটি ব্রাঞ্চে ফায়ার ইন্সপেক্টর ছয়জন, ফায়ার সুপারভাইজার ২৩ জন, ফায়ারম্যান ১২৬ জন এবং সিকিউরিটি ব্রাঞ্চে নিরাপত্তা ইন্সপেক্টর ছয়জন, নিরাপত্তা সুপারভাইজার ২২ জন, নিরাপত্তা গার্ড ২৬০ জনসহ উভয় ব্রাঞ্চে মোট ৪৪৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদভেদে প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে।
বেতন
পদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতিমাসে ১১ হাজার ৫০০ টাকা থেকে ১৯ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। সাক্ষাৎকারের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী এপ্রিল, মে ও জুন মাসে উল্লেখিত তারিখে সকাল ১০টা থেকে এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে। উপস্থিতির ঠিকানা ‘সিকিউরিটি ব্রাঞ্চ হেড কোয়ার্টার (সুগার সাইট), মেঘনা গ্রুপ অব ইনডাস্ট্রিজ, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ’।
বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলোয় ১৬ মার্চ, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে-
বিসিএস
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম রেজাউল করিম জানান, প্রিলিমিনারি অবজেকটিভ পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ে প্রশ্ন থাকে। অনেক প্রকাশনা সংস্থা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিমূলক বই প্রকাশ করে। বাজারে সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ কনফিডেন্স, প্রফেসরস, ওরাকল, সিলেকট, জেনুইন, এমপিথ্রি, এক্সক্লুসিভ প্রভৃতি বিসিএস প্রিলিমিনারি গাইড পাওয়া যায়। লিখিত পরীক্ষার জন্যও সহায়ক বই বের করে থাকে এসব প্রকাশনী। বাংলা বিষয়ের জন্য বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, লাল নীল বেগুনি এবং বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণীর ব্যাকরণ সহায়ক হবে। এ ছাড়া ভাষা, সাহিত্য ও ব্যাকরণের ওপর আরো অনেক বই পাওয়া যায়। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ের জন্যও আলাদাভাবে বই পাওয়া যায়। এ বিষয়ের প্রস্তুতির জন্য বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর গণিত বই বেশ সহায়ক। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের জন্য বোর্ড প্রণীত সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই পড়লে কাজে দেবে। সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব পড়তে পারেন। এ ছাড়া সমকালীন বিশ্ব, তথ্যকোষ, কারেন্ট অ্যাফেয়ার্স, চলতি বিশ্ব, নলেজ ওয়ার্ল্ড, কারেন্ট ওয়ার্ল্ড, চলমান বিশ্বসহ অনেক বই পাওয়া যায় বাজারে।
ব্যাংক
জব ব্যাংকার্স রিক্রুটমেন্ট পরীক্ষায় ব্যাংকভেদে পরীক্ষার ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও প্রশ্নের ধরন সাধারণত একই ধরনের হয়ে থাকে। এমসিকিউ পর্বে প্রশ্ন করা হয় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ও পাজলস থেকে। আর লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকে গণিত, ইংরেজি ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইগুলো নিয়মিত পড়লে প্রস্তুতিতে কাজে দেবে। জাতীয় দৈনিক পত্রিকার পাশাপাশি টাইমস, রিডার্স ডাইজেস্ট, ইকোনমিকসের মতো আন্তর্জাতিক পত্রিকা নিয়মিত পড়তে হবে। পাশাপাশি সাম্প্রতিক নিউজভিত্তিক মাসিক পত্রিকা যেমন- কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ প্রভৃতি পড়তে হবে। ওরাকল, প্রফেসরসসহ অনেক প্রকাশনী সরকারি ও বেসরকারি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের বই বের করে। প্রফেসরস প্রকাশনের কি টু ব্যাংক জব, বিসিএস প্রকাশনের এ টু জেড ব্যাংক জব, সাইফুরস ব্যাংক রিক্রুটমেন্ট জব, মোজাম্মেল হোসেন খন্দকারের ব্যাংকিং কার্যক্রম ও পর্যালোচনা, মুনীর তৌসিফের অর্থ ও বাণিজ্য শব্দকোষ কাজে আসবে।
প্রাথমিক শিক্ষক 
এনসিটিবি প্রণীত পঞ্চম থেকে দশম শ্রেণীর পাঠ্যবইয়ের ওপর দখল থাকলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে ভালো করা সম্ভব। সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞানে ভালো করতে পাঠ্যবইয়ের পাশাপাশি দৈনিক পত্রিকা নিয়মিত পড়তে হবে। সাধারণ জ্ঞান বিষয়ক অনেক বই কিনতে পাওয়া যায় বাজারে। এ ছাড়া বিগত সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংবলিত প্রফেসরস, ওরাকল, পাঞ্জেরী, বিসিএস, গুরুগৃহ, কারেন্ট, বেসিক, ইন্টারনেট, প্রিজমসহ অনেক বই পাওয়া যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসব বই থেকে একটি বেছে নিতে পারেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন 
বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক হিসেবে যোগ দিতে চাইলে এখন নিবন্ধন সনদ লাগে। আবশ্যিক অংশে ভালো করতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও সামাজিক বিজ্ঞান বইয়ে দখল থাকতে হবে। নিয়মিত পড়তে হবে দৈনিক পত্রিকা। এ ছাড়া সাধারণ জ্ঞানবিষয়ক যেসব বই আছে, সেগুলো পড়তে হবে। ওরাকল, প্রফেসরস, সিলেকট, বিসিএসসহ অনেক প্রকাশনী বেসরকারি শিক্ষক ও প্রভাষক পদে নিবন্ধন পরীক্ষার সহায়ক বই প্রকাশ করেছে। বেসরকারি স্কুলশিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষার ঐচ্ছিক বিষয়ের জন্যও আছে সহায়ক বই। বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য আলাদা বই প্রকাশ করেছে ওরাকল, প্রফেসরস, সিলেকটসহ কিছু প্রকাশনী।
সহকারী জজ নিয়োগ
সহকারী জজ নিয়োগ (বিজেএস) প্রাথমিক যাচাই পরীক্ষায় প্রশ্ন হয় কুইজ বা এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, প্রাথমিক গণিত, দৈনন্দিন বিজ্ঞান, আইন ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকে। এরপর অংশ নিতে হয় লিখিত ও মৌখিক পরীক্ষায়। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করতে হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর দখল থাকতে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এবং দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ভালো করতে হলে পাঠ্য বইয়ের পাশাপাশি পড়তে হবে পত্র-পত্রিকা। আইন বিষয়ের প্রস্তুতির জন্য সম্মান শ্রেণীর সিলেবাসের আলোকে প্রণীত তাত্ত্বিক বইগুলো ভালোভাবে পড়তে হবে। বিগত বছরের পরীক্ষার প্রশ্ন সংবলিত জেনুইন এবং বিজেএসসহ বেশ কিছু বই পাওয়া যায় বাজারে, যা পরীক্ষার প্রস্তুতিতে কাজে আসে। গুরুত্বপূর্ণ কয়েকটি সহায়ক বই-প্রফেসরস প্রকাশনের সহকারী জজ, বিসিএস প্রকাশনের সহকারী জজ নিয়োগ প্রিলিমিনারি, সহকারী জজ (আবশ্যিক ও ঐচ্ছিক আইন) ইত্যাদি।
খাদ্য অধিদপ্তরে
খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার জন্য প্রফেসরস প্রকাশনের খাদ্য অধিদপ্তর নিয়োগ, বিসিএস প্রকাশনের খাদ্য অধিদপ্তরে নিয়োগ গাইড, কারেন্ট পাবলিকেশন্সের কারেন্ট খাদ্য অধিদপ্তর নিয়োগ স্পেশাল পড়তে পারেন।
স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্য সহকারী পদে প্রায়ই নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোতে হেলথ কেয়ার প্রোভাইডার পদেও নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন প্রায় একই রকম। বোর্ড প্রকাশিত বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই প্রস্তুতিতে সহায়ক। লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার, স্বাস্থ্যতথ্য প্রভৃতি বিষয়ে প্রশ্ন করা হয়। এই পরীক্ষায় ভালো করতে এনসিটিবি প্রণীত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইগুলোর ওপর ভালো দখল রাখতে হবে। বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বইগুলোর ওপর পূর্ণ দখল রাখতে হবে। এ ছাড়া দৈনিক পত্রিকাগুলো নিয়মিত পড়তে হবে। সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য ঘটনাবিষয়ক তথ্যমূলক বাজারে যেসব বই পাওয়া যায় সেগুলোও পড়তে পারেন। এসব পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে অনেক প্রকাশনীর সহায়ক বই পাওয়া যায়। প্রফেসরস প্রকাশনের স্বাস্থ্য সহকারী নিয়োগ, বিসিএস প্রকাশনের স্বাস্থ্য সহকারী নিয়োগ গাইড, কারেন্ট স্বাস্থ্য সহকারী ভাইভা সহায়িকা, কারেন্ট স্বাস্থ্য সহকারী নিয়োগ স্পেশাল থেকে যেকোনো একটি বই বেছে নিতে পারেন।  বইগুলো ক্যারিয়ার নিয়ে
নিয়োগ পরীক্ষা ছাড়াও নিজের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে আরাফাত শাহরিয়ারের ‘চাকরিই আপনাকে খুঁজবে’। লেখকের ‘নিজেই গড়ুন নিজের ক্যারিয়ার’ বইটিও কাজে আসবে। বই দুটি প্রকাশ করেছে ঐতিহ্য। এ ছাড়া সজীব সাহার ‘চাকরি পাওয়ার কৌশল সাফল্যের ১০১ টিপস’, রাজিব আহমেদের ‘চাকরি ও ব্যবসায় উন্নতির কৌশল’, মনিরুল ইসলামের ‘ক্যারিয়ার গাইড ও জীবিকা সন্ধান’, রাজিব আহমেদের ‘চাকরি পাওয়ার কৌশল ও প্রস্তুতি’ বইও কাজে দেবে।
National University Honours 3rd year result 2015: National university honours 3rd year exam 2015 was started on 05/09/2016 for the Regular, irregular & improvement students. NU Hons 3rd year exam was completed on 20/10/2016. After that National university declared the National University Honours 3rd year practical exam date 2015 from 15/11/2016 to 05/12/2016. Now students are eagerly waiting for the National university honours 3rd year result 2015 and asking me when will be published NU honours 3rd year result 2015.

http://www.nu.edu.bd/results/

জরুরী ভিত্তিতে হিরাপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের জন্য একজন আইসিটি (ICT) প্রভাষক নিয়োগ দেয়া হবে


২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের অনলাইন রিলিজ স্লিপ এর ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ডিসেম্বর এর ১৪ তারিখ



সংবাদ বিজ্ঞপ্তি - ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন



Notice regarding time extension of online application for Honours Professional Admission 2016-2017