Recent Post
Loading...
জীববিজ্ঞান   জ্ঞানমূলক প্রশ্ন
    
1.      Biology শব্দটি  - Bios (জীবন) ও Logos (জ্ঞান) দুটি শব্দের সমন্বয়ে গঠিত ।
2.      জীববিজ্ঞান ঃ বিজ্ঞানের যে শাখায় জীবের গঠনজৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান
       পাওয়া যায় তাকেই জীববিজ্ঞান বলে ।
3.      শ্রেণিবিন্যাসের ধাপ ৭ টি ।
4.      ICZN – ICZN হলো উদ্ভিদের নামকরণের একটি নীতিনির্ধারক দলিল । এর পূর্ণ নাম International Code Of
        Zoological Nomenclature.
5.      মৌমাছির বৈজ্ঞানিক নাম - Apis indica.
6.      জীববিজ্ঞানের জনক - গ্রীক দার্শনিক অ্যারিস্টটল ।
7.      শ্রেণিবিন্যাস বিদ্যাকে – ট্যাক্সোনমি (Taxonomy) বলে ।
8.      ইলিশের বৈজ্ঞানিক নাম ­ Tenualosa ilisha.
9.      কাঁঠালের বৈজ্ঞানিক নাম  Artocarpus heterophylus.
10.  উদ্ভিদ – যেসব জীব কঠিন খাদ্য গ্রহণে অক্ষম এবং জড় কোষ প্রাচীর বিশিষ্ট তাদেরকে উদ্ভিদ বলে ।
11.  মানুষের বৈজ্ঞানিক নাম  Homo sapiens.

    সাধারণ নাম
           বৈজ্ঞানিক  নাম
ধান
Oryza  sativa
পাট
Corchorus capsularis
আম
Mangifera indica
কাঁঠাল
Artocarpus heterophyllus
শাপলা
Nymphea nouchali
জবা
Hibiscus rosa-sinensis
কলেরা জীবাণু
Vibrio cholera
ম্যালেরিয়া জীবাণু
Plasmodium vivax
আরশোলা
Periplaneta Americana
মৌমাছি
Apis indica
ইলিশ
Tenualosa ilisha
কুনোব্যাঙ
Bufo melanostictus
দোয়েল
Copsychus saularis
রয়েল বেঙ্গল টাইগার
Panthera tigris
মানুষ
Homo sapiens

রক্ত কণিকার কাজ


১) লোহিত রক্ত কণিকার কাজঃ-i.লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস থেকে O2  এবং সামান্য CO2  পরিবহন করে ।ii. রক্তের সান্দ্রতা রক্ষা করে ।iii.হিমোগ্লোবিন ও অন্যান্য আন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে ।iv.রক্তে বিলিরুবিন উৎপাদন করে ।v.প্লাজমা ঝিল্লীতে এন্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের রক্তের গ্রুপিংয়ের জন্য দায়ী ।
২) শ্বেত রক্ত কনিকার কাজঃ-i.মনোসাইট ও নিউট্রিফিল  ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে ।ii. নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে ।iii.দানাদার লিকোসাইট হিস্টাসিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।iv.লিস্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে ।

৩)অনুচক্রিকার কাজঃ-i.রক্তনালীর ক্ষতিগ্রস্ত এন্ডোথেরিয়াল আবরণ পুনর্গঠন করে ।ii.            সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে ।
রক্ত লাল হয় হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিনের কারণে। আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন প্রয়োজন হিমোগ্লোবিনের মাত্রাকে ভালো রাখতে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে রক্তশূন্যতা হতে পারে। অস্থিমজ্জা রক্ত কোষ উৎপন্ন করে। তবে এই কোষ সাধারণত একটি নির্দিষ্ট সময় পর মারা যায়। তাহলে কীভাবে রক্ত বৃদ্ধি পায়?

১. আয়রন সমৃদ্ধ খাবার খান হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া
প্রয়োজন। হিমোগ্লোবিন তৈরিতে লাল মাংস,শাকডিম,পালং শাককচু ইত্যাদি
খাদ্য তালিকায় রাখতে পারেন।

২. ফলিক এসিড ভিটামিন বি৯ ও ফলিক এসিড লোহিত রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য করে। শরীরে এগুলোর চাহিদা পূরণে পালং শাকবাদামডালসিরিয়াল এগুলো খেতে পারেন।

৩. ভিটামিন বি ১২ ভিটামিন ১২ সমৃদ্ধ খাবার
দাবার লোহিত রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য করে। মাছডিমগরুর মাংসের
লিভারদুগ্ধ জাতীয় খাবার এই চাহিদা পূরণ করবে।

৪. সবুজ শাক সবুজ শাকে রয়েছে আয়রণ,
প্রোটিনভিটামিন বি এবং ভিটামিন সি। এগুলো রক্তের জন্য খুব ভালো। তাই রক্ত ভালো
রাখতে সবুজ শাকসবজি খান।

৫. কমলা কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতে সাহায্য করে। এটি লোহিত রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে। তাই এসব উপকার পেতে নিয়মিত কমলা খান।