Recent Post
Loading...

কি খেলে রক্ত বাড়ে???

রক্ত লাল হয় হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিনের কারণে। আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন প্রয়োজন হিমোগ্লোবিনের মাত্রাকে ভালো রাখতে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে রক্তশূন্যতা হতে পারে। অস্থিমজ্জা রক্ত কোষ উৎপন্ন করে। তবে এই কোষ সাধারণত একটি নির্দিষ্ট সময় পর মারা যায়। তাহলে কীভাবে রক্ত বৃদ্ধি পায়?

১. আয়রন সমৃদ্ধ খাবার খান হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া
প্রয়োজন। হিমোগ্লোবিন তৈরিতে লাল মাংস,শাকডিম,পালং শাককচু ইত্যাদি
খাদ্য তালিকায় রাখতে পারেন।

২. ফলিক এসিড ভিটামিন বি৯ ও ফলিক এসিড লোহিত রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য করে। শরীরে এগুলোর চাহিদা পূরণে পালং শাকবাদামডালসিরিয়াল এগুলো খেতে পারেন।

৩. ভিটামিন বি ১২ ভিটামিন ১২ সমৃদ্ধ খাবার
দাবার লোহিত রক্ত কণিকা উৎপন্ন করতে সাহায্য করে। মাছডিমগরুর মাংসের
লিভারদুগ্ধ জাতীয় খাবার এই চাহিদা পূরণ করবে।

৪. সবুজ শাক সবুজ শাকে রয়েছে আয়রণ,
প্রোটিনভিটামিন বি এবং ভিটামিন সি। এগুলো রক্তের জন্য খুব ভালো। তাই রক্ত ভালো
রাখতে সবুজ শাকসবজি খান।

৫. কমলা কমলা রোগ প্রতিরোধ ক্ষমতা
বাড়াতে সাহায্য করে। এটি লোহিত রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে। তাই এসব উপকার পেতে নিয়মিত কমলা খান।