0 comments

জৈব যৌগের সমাণুতা - ১

জৈব যৌগের সমাণুতা:যেসব যৌগের আনবিক সংকেত এক হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অণুস্থিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় সেসব যৌগকে পরস্পরের সমাণু এবং যৌগের এরূপ ধর্মকে সমাণুতা বলে।সমাণুতার প্রকারভেদ:সমাণুতাকে প্রধানত দু শ্রেণীতে ভাগ করা যায়-ক. গাঠনিক সমাণুতা।এবং খ. ত্রিমাত্রিক বা স্টেরিও সমাণুতা।ক. ...

0 comments

রসায়ন এর কতিপয় সংজ্ঞাসমূহ

 পরমাণুমৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ঐ পদার্থের বৈশিষ্ট্য রক্ষা করে। যাকে বিশ্লেষিত করলে আরো ক্ষুদ্রতম কণা ইলেক্ট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। পরমাণুকে দুটি ভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। একটিকে কেন্দ্র বলা হয়- যে অংশে পরমাণুর সকল ভর ও ধনাত্বক চার্জ পুঞ্জীভূত থাকে। অর্থাৎ নিরপেক্ষ নিউট্রন ও ধনাত্বক প্রোটন ...

0 comments

কোন কাননে ফুটিলো ফুল এমন তাহার ঘ্রান,ঘ্রান শুনে উছলে উঠে মম এই প্রান।সুবাস শুনে প্রশ্ন জাগে কোথায় তাহার বাস,কোন চাষী বা এমন করে করলো তারে চাষ।ঘ্রান শুনে প্রানে মোর ধরলো ভীমরতি,ইচ্ছে করে মানুষ থেকে হতে প্রজাপতি।প্রজাপতি যেমন করে থাকে ওরে মিশে,তেমন করে থাকতে চাই তোমায় ভালোবেসে।ইমন রায়হান&nbs ...

0 comments

শতকরার কিছু কমন সমস্যা ও সমাধান

সূত্রঃ–১ মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর ক্ষেত্রে – ব্যবহার হ্রাসের হার = (১০০ X মূল্য বৃদ্ধির হার) / (১০০ + মূল্য বৃদ্ধির হার) উদাহারণঃ ১) যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরব বৃদ্ধিপাবে না সূত্রানুসারে শর্টকাট টেকনিকঃ ব্যবহার হ্রাসের হার = (১০০X ২৫) / (১০০ +২৫) = ২০% ২) চিনির মূল্য ২০% বৃদ্ধি পয়ায়াতে কোন এক পরিবারের চিনি খাওয়া ...

0 comments

সিমেন্ট কি?

সিমেন্ট হল সেই সকল গুঁড়া জাতীয় পদার্থের সাধারণ নাম, যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী-ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মাণ কাজের প্রধান উপাদান। সিমেন্ট কয়েক ধরনের হয়ে থাকে। যেমন: পোর্টল্যান্ড সিমেন্ট পজুলানা সিমেন্ট অধিক অ্যালুমিনা ...

0 comments

পোর্টল্যান্ড সিমেন্ট কি?

পোর্টল্যান্ড সিমেন্ট (portland cement) আধুনিক সিমেন্টের একটি প্রকরণ। সাধারণত এই সিমেন্ট সাধারণ সকল ধরনের নির্মাণ কাজে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এই কারণে একে অনেক সময় OPC (Ordinary Portland Cement) বলা হয়। এই সিমেন্ট কংক্রিট, মশল্লা (mortar), এবং স্টাকো (stucco)-তে ব্যবহৃত হয়। এই সিমেন্ট তৈরিতে মূল উপাদান হিসাবে পোর্টল্যান্ড ক্লিঙ্কার ব্যবহার করা হয়। পোর্টল্যান্ড ক্লিঙ্কার ...

0 comments

...

0 comments

...

0 comments

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল

পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল মনে রাখবেন, আপনাকে যেকোন উপায়ে মনেরাখতেই হবে। সেটা শুনতে খারাপ, ভাল হয়নি এরুপ ভাবলে কখনও মনে রাখতে পারবেন না। আরব্যতিক্রমী না হলে আপনি কখনও কিছু মনে রাখতেপারবেন না। তাই আসুন নিচের প্রয়োজনীয়মৌলগুলোর নাম সহজভাবে মনে রাখি। গ্রুপ 1A: H Li Na K Rb Cs Fr হা লায় না কি রাবি-তে কাশ ফেলেছে গ্রুপ 2A : Be Mg Ca Sr Ba Ra বেয়াদব মাইয়াগো কাম শরীর বাইরে ...

0 comments

জৈব যৌগ কি এবং বিস্তারিত।

 ১. জৈব যৌগ কাকে বলে/ বলতে কি বুঝ? উত্তর- হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। ২. কিছু জৈব যৌগের উদাহরন- উত্তর- মিথেন (CH4), আয়োডো মিথেন (CH3I) মিথানল (CH3OH), গ্লুকোজ (C6H12O6), বেনজিন (C6H6) ইত্যাদি। ৩. বৈশিষ্ট্য অনুসারে জৈব যৌগ কত প্রকার? উত্তর- দুই প্রকার, যথা- অ্যালিফেটিক যৌগ,অ্যারোমেটিক যৌগ। ৪. অ্যালিফেটিক ...