Recent Post
Loading...

গ্যাস সূত্র কাকে বলে। এগুলো কি কি?

গ্যাস সূত্র: গ্যাসের আয়তনের উপর তাপমাত্রা, চাপ ও মোলসংখ্যার প্রভাব রয়েছে। এসব প্রভাবসহ গ্যাসের বৈশিষ্ট্য ব্যাখ্যার জন্য বিভিন্ন সময়ে কয়েকটি গ্যাস সূত্রের অবতারণা করা হয়েছে। এসব সূত্রকে একত্রে গ্যাস সূত্র বলে। 

গ্যাসের সূত্রগুলো নিম্নরূপঃ 

১/ বয়েলের সূত্র

২/ চার্লসের সূত্র

৩/ অ্যাভোগেড্রোর সূত্র

৪/ গে-লুসাকের চাপের সূত্র। 

0 comments:

Post a Comment