বয়েলের সূত্র।

 ১৬৬০ সালে রবার্ট বয়েল পরীক্ষার সাহায্যে লক্ষ্য করেন যে, গ্যাসের আয়তনের উপর চাপের একটি বিপরীতমুখী প্রভাব রয়েছে। তিনি এ প্রভাব বিবৃত করে একটি সূত্র দেন। একে বয়েলের সূত্র বলে। 

সূত্রটি হলঃ-" স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক"।

স্থির  তাপমাত্রায় (T) নির্দিষ্ট পরিমাণ বা ভরবিশিষ্ট (n) কোন গ্যাসের আয়তন (V) এবং চাপ (P) হলে গাণিতিক নিয়মে বয়েলের সূত্র কে আমরা লিখতে পারি-

V α 1/P (তাপমাত্রা T স্থির) 

V = K 1/P  (K ধ্রুবক) 

PV = K ----------(1)

স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ P কে পরিবর্তন করে P₁ , P ₂ , P ₃ .....  এবং আয়তন V কে পরিবর্তন করে V₁ ,V₂ ,V₃ ........ করা হলে, 

তখন স্থির তাপমাত্রায় বয়েলের সূত্র কে আমরা লিখতে পারি - 

P₁V₁ = K -----(2)

অনুরূপভাবে, P₂V₂ = K -----(3)

P₃V₃ = K -------(4)

সমীকরণ গুলির ডানপক্ষ ধ্রুবক। অতএব, বয়েলের সূত্রের সমীকরণ হলো- 

P₁V₁ = P₂V₂ = P₃V₃ --------  = K

0 comments:

Post a Comment