Recent Post
Loading...
বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুর এয়ারলাইন্স রিজার্ভেশন ও টিকেটিং এজেন্ট পদে জনবল নিয়োগ দিচ্ছে। পূর্ব কাজের অভিজ্ঞতা ছাড়াই এই পদে আবেদন করা যাবে।

আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা : স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায়, অর্থনীতি ও হিসাববিজ্ঞান থেকে পাস প্রার্থীরা প্রাধান্য পাবেন। পদটিতে আবেদনের জন্য কোনো পূর্ব কাজের অভিজ্ঞতা লাগবে না। এ ছাড়া সদ্য পাস করেছেন এমন প্রার্থীও আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি আবেদনকারীদের ইংরেজিতে পারদর্শিতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল ও বেতন: প্রার্থীদের আকর্ষণীয় বেতনসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকার গুলশান-২ এলাকায়।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইটি-সংক্রান্ত পদে বেসামরিক ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান পদে অস্থায়ী এবং ডেপুটেশনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষ ও অভিজ্ঞ বেসামরিক পুরুষ প্রার্থীদের মধ্য থেকে এ নিয়োগ দেওয়া হবে। চার বছর মেয়াদকালের এ চাকরির কর্মস্থল হবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে।

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


বিজ্ঞাপন অনুযায়ী বেশকিছু পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রোগ্রামার পদে দুজন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে একজন, ইউজার ইনটারফেস ডেভেলপার পদে দুজন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে চারজন, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে একজন, গ্রাফিক ডিজাইনার পদে দুজন, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিউরেন্স পদে একজন, মাইক্রোসফট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে দুজন, এন্টারপ্রাইজ সিস্টেম আর্কিটেক্ট পদে দুজন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন, টেকনিক্যাল রাইটার পদে দুজন, আইটি অ্যাপলিকেশন সাপোর্ট স্পেশালিস্ট পদে দুজন, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে একজন, সান সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে দুজন, আইবিএম টাইভলি বা ম্যাক্সিমো অ্যাসেট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে তিনজন, আইটি সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন, টেকনিক্যাল সিকিউরিটি অ্যানালিস্ট পদে একজন এবং ডাটা সেন্টার অপারেটর পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকসহ দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনের জন্য বয়স ২৪ থেকে ৪০ বছর এবং উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি হতে হবে।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজ ও ৫০০ টাকা ফি-সহ আবেদন করতে পারবেন বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায়। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে ইনডিপেনডেন্ট পত্রিকায় ২০ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


আবুল খায়ের গ্রুপের কনজুমার গুডস বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী ঢাকার অভ্যন্তরে অফিসার বা সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং বা ব্যবসায় সংক্রান্ত বিষয় থেকে পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রার্থীদের ব্র্যান্ড ম্যানেজমেন্টে চার থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন করতে পারবেন ‘মানবসম্পদ বিভাগ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, ডিটি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’ ঠিকানায়। এ ছাড়া ইমেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যাবে opportunity@abulkhairgroup.com ঠিকানায়। 

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত

প্রার্থীরা প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ০১৭১৩-১০৫৮৫৮ নম্বরে।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

প্রোডাক্ট মার্কেটিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স। পদটিতে মোট ছয়টি স্তরে নিয়োগ দেওয়া হবে। প্রথম স্তরে আবেদন করা যাবে অভিজ্ঞতা ছাড়াই।

আবেদন করা যাবে ১৫ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত


যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে। পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল ও বেতন: নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল বাংলাদেশের যেকোনো জেলায় হতে পারে। পদটিতে বিভিন্ন সুযোগ-সুবিধাসহ সর্বোচ্চ বেতন দেওয়া হবে ২০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন career@lankabangla.com ই-মেইল ঠিকানায়। এ ছাড়া ‘হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সফুরা টাওয়ার, লেভেল-১১, কামাল আতাতুর্ক সরণি, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায় সরাসরি আবেদনপত্র পাঠানো যাবে।  

আবেদন করা যাবে ১৫ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


শোরুমে ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল। দেশের বিভিন্ন স্থানে ১০ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :

আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঙ্গে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগ ও মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত-
আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত

  • সাব ইন্সপেক্টর :
পদটিতে নিয়োগ দেওয়া হবে চার জন।ব্যাচলর ডিগ্রি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদটিতে বেতন দেওয়া হবে দশ হাজার ২০০ টাকা থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর :
পদটিতে নিয়োগ পাবেন চার জন। এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।তবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদটিতে বেতন দেওয়া হবে ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
উভয় পদে শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। তবে উপজাতী কোটায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট তিনইঞ্চি হতে পারবে। এছাড়া প্রার্থীদের জন্য নির্ধারিত ওজন ৫০ কেজি।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত উপায়ে ১০০ টাকা ফি-সহ আবেদন করতে পারবেন।আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে চুক্তিভিত্তিতে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হবে। পদটিতে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন করা যাবে ৫ অক্টোবর-২০১৬ তারিখ পর্যন্ত।


যোগ্যতা: সিএসই বা আইটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।

আবেদন প্রক্রিয়া: পদটিতে কাজ করতে আগ্রহী হলে জীবনবৃত্তান্ত ও ছবি পাঠানো যাবে info@eblsecurities.comurmee@eblsecurities.com ই-মেইল ঠিকানায়। এ ছাড়া জীবনবৃত্তান্ত পাঠানো যাবে ‘ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ৫৯ মতিঝিল বাণিজ্যিক এলাকা, প্রথম ফ্লোর, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদন করা যাবে ৫ অক্টোবর-২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘আর্কিটেকচার অ্যান্ড সলিউশনস লিড সিনিয়র স্পেশালিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য বিস্তারিত :
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর-২০১৬।


যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়ছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের প্রোগ্রামিং, স্থাপত্য ও ব্যবসায় ইন্টিগ্রেশনের ওপরে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে প্রার্থীদের বৃহৎ উপাত্ত-সংক্রান্ত কাজে দুই বছরের অভিজ্ঞতাসহ চার বছর নেতৃত্বস্থানীয় কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই স্বতঃপ্রণোদিত, বিশ্লেষণধর্মী ও সৃজনশীল হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর-২০১৬।

বিস্তারিত জানতে গ্রামীণফোন প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :




মুক্তিযোদ্ধা কোটায় চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞাপন অনুযায়ী ব্যাংকটির সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
যোগ্যতা
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাক্ষেত্রে ন্যূনতম দুটি প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন না করার আহ্বান জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমান সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
বয়স
মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স ৩১ আগস্ট, ২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩২ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।
বেতন
নিয়োগপ্রাপ্ত অফিসার বেতন পাবেন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। এ ছাড়া থাকবে ভাতা ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ২৫ সেপ্টেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না।
বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :