POSITION : Branch Manager
Job Context
- The role is primarily responsible for a specific branch of the Bank with the focus of creating new business, maintaining existing clients, communicating with all other Branch teams and achieving numbers towards enhancement of bank`s profit. This role is responsible to set targets, formulate sales and service strategy and ensure that they are met, by motivating and developing staff, keeping the bank at high standard and dealing with customer complaints. The role is also responsible to ensure that the Branch operations are compliant with the relevant rules, regulations and policies and ensure that there are no audit observations for the Branch
Job Description / Responsibility
- Formulated sales and service strategy for the branch to ensure business growth and ensure smooth functioning of the Branch
- Ensure smooth function of the branch on a daily basis
- Maintain and build relationship with existing and potential client to bring business growth
- Ensure Branch operations are compliant with the relevant rules and regulations and internal policies
Job Nature
Full-timeEducational Requirements
- 4 years of Graduation or Masters Degree in Business discipline from a reputed university
Experience Requirements
- At least 5 year(s)
Job Requirements
- At least 5-7 years of relevant work-experience in a reputed bank/financial institutes
- Good understanding of Balance Sheet management, financial ratios and rules, regulation and policies & commercial banking industry
- Adequate knowledge about financial markets products and services
- Strong credit knowledge and marketing skills
Job description
The core responsibilities of the incumbent are as below:
• Sensory Evaluation & Consumer Complaint Handling
• To supervise analysis, maintain documentation & summarize & interpret analytical data
• To actively participate, coordinate in P test & in defect reduction projects as per NCE way
• Support to conduct trial management
Educational Qualification: Post graduation (M.Sc.) in Chemistry/Food Technology
Experience Requirement: 1-2 years experience in any food industry
Job Location: Sreepur Factory, Rajendrapur
Apply Online • Sensory Evaluation & Consumer Complaint Handling
• To supervise analysis, maintain documentation & summarize & interpret analytical data
• To actively participate, coordinate in P test & in defect reduction projects as per NCE way
• Support to conduct trial management
Educational Qualification: Post graduation (M.Sc.) in Chemistry/Food Technology
Experience Requirement: 1-2 years experience in any food industry
Job Location: Sreepur Factory, Rajendrapur
বাংলাদেশ নৌবাহিনী ২০১৭-এ ডিইও ব্যাচে ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাক্টিং ইন্সট্রাকটর সাব লেফটেন্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের স্বল্প মেয়াদে পাঁচ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হবে। পরে বিধি মোতাবেক পদ স্থায়ী করতে পারে নৌবাহিনী। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি পেয়ে পাসকৃতরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে ৩০ বছর হতে হবে। বিবাহিত বা অবিবাহিত বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন পদটিতে।
বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া থাকবে বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানা (www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে ৭০০ টাকা আবেদন ফি ও অন্যান্য কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে ‘পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়। আবেদন করা যাবে ২০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ৩০ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি পেয়ে পাসকৃতরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৪৬ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি-২০১৭ তারিখে ৩০ বছর হতে হবে। বিবাহিত বা অবিবাহিত বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন পদটিতে।
বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া থাকবে বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানা (www.joinnavy.mil.bd বা www.navy.mil.bd) থেকে আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদন ফরমের সঙ্গে ৭০০ টাকা আবেদন ফি ও অন্যান্য কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে ‘পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায়। আবেদন করা যাবে ২০ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ৩০ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন:
‘প্রোজেক্ট অফিসার—এমপাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অক্সফাম। তিন বছরের জন্য ঢাকায় এ নিয়োগ দেওয়া হবে। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
আবেদন করা যাবে ১২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
যোগ্যতা: সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইন্টারন্যাশনাল রিলেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। উন্নয়ন-সংক্রান্ত কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে একেবারে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন পদটিতে।
বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তরা বার্ষিক বেতন পাবেন সাত লাখ ২৭ হাজার ২০৫ টাকা। চিকিৎসা-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বিমাসহ রয়েছে বিভিন্ন সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অক্সফামের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
আবেদন করা যাবে ১২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
যোগ্যতা: সোশ্যাল সায়েন্স, বিজনেস, ইন্টারন্যাশনাল রিলেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। উন্নয়ন-সংক্রান্ত কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে একেবারে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন পদটিতে।
বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তরা বার্ষিক বেতন পাবেন সাত লাখ ২৭ হাজার ২০৫ টাকা। চিকিৎসা-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বিমাসহ রয়েছে বিভিন্ন সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অক্সফামের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১২ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া। চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের যেকোনো জেলায়।
আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল ও ল্যাপটপ থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব-৩০ বছর।
বেতন: পদটিতে অন্যান্য সুবিধাসহ বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত, ছবিসহ আবেদন করতে পারবেন ব্যাংক এশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণিসহ স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। প্রার্থীদের নিজস্ব মোটরসাইকেল ও ল্যাপটপ থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব-৩০ বছর।
বেতন: পদটিতে অন্যান্য সুবিধাসহ বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা তাঁদের জীবনবৃত্তান্ত, ছবিসহ আবেদন করতে পারবেন ব্যাংক এশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ১৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
চাকরিক্ষেত্রে অনভিজ্ঞদের জন্য ৪২ পদে চাকরির সুযোগ দিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ। তিন ধরনের পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
সূত্র : বিডিজবস ডটকম
- ব্র্যান্ড প্রমোটর
- ম্যানেজমেন্ট ট্রেইনি—কিউসি বা মাইক্রোবায়োলজি
- ট্রেইনি ইঞ্জিনিয়ার
সূত্র : বিডিজবস ডটকম
ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন ৮৭৫ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাঁচ ধরনের পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে-
আবেদন করা যাবে ১৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৮ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-
আবেদন করা যাবে ১৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
- এরিয়া সুপারভাইজার
- ব্রাঞ্চ ম্যানেজার
- ব্রাঞ্চ অ্যাকাউনট্যান্ট
- ক্রেডিট অফিসার, গ্রেড-১
- ক্রেডিট অফিসার, গ্রেড-২
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৩ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৮ অক্টোবর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন-
কারক ও বিভক্তি মনে রাখার কৌশল
-
▶ কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক
....................................
১। কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।
.
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
.
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
.
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি। মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকের মত কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।
.
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
.
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়।
.
বিভক্তি মনে রাখার উপায়:
..
বাংলায় বিভক্তি সাত প্রকার।
➡প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
➡দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
➡তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক ।
➡চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।
➡পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ।
➡ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
➡সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে।
-
▶ কারক ৬ প্রকার:
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক
....................................
১। কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক।
যেমন: আমি ভাত খাই।
বালকেরা মাঠে ফুটবল খেলছে। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক।
কে ভাত খায়?
উত্তর হচ্ছে আমি।
কারা ফুটবল খেলছে?
উত্তর হচ্ছে-বালকেরা।
তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক।
.
২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক।
যেমন: আমি ভাত খাই।
হাবিব সোহলকে মেরেছে।
এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক।
আমি কি খাই?
উত্তর হচ্ছে-ভাত।
হাবিব কাকে মেরেছে?
উত্তর হচ্ছে-সোহেলকে।
.
৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়।
যেমন: নীরা কলম দিয়ে লেখে।
সাধনায় সিদ্ধি লাভ হয়। এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক।
নীরা কীসের দ্বারা লেখে?
উত্তর হচ্ছে-কলম ।
কী উপায়ে বা কোন উপায়ে কীর্তিমান হওয়া যায়?
উত্তর হচ্ছে-সাধনায়।
.
৪। সম্প্রদান কারক: স্বত্ব ত্যাগ করে দান বা অর্চনা বুঝালে সম্প্রদান কারক হয়। স্বত্ব ত্যাগ না করলে কর্মকারক।
যেমন: ভিক্ষারীকে ভিক্ষা দাও।
গুরুজনে কর নতি। মনে রাখার উপায় হচ্ছে-কর্মকারকের মত কাকে দিয়ে প্রশ্ন করলে রে উত্তর পাওয়া যায়।
তবে এখানে স্বত্ব থাকবেনা। যেমন মানুষ ভিক্ষারীকে দান করে কোন স্বত্ব ছাড়াই যাকে বলে নি:শর্ত ভাবে। আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোন স্বার্থ ছাড়াই।
.
৫। অপাদান কারক: হতে, থেকে বুঝালে অপাদান কারক হবে।
যেমন: গাছ থেকে পাতা পড়ে।
পাপে বিরত হও।
এখাছে কোথা থেকে পাতা পড়ে?
উত্তর হচ্ছে-গাছ ।
কি হতে বিরত হও?
উত্তর হচ্ছে – পাপ ।
.
৬। অধিকরণ কারক: ক্রিয়ার সম্পাদনের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে।
যেমন: আমরা রোজ স্কুলে যাই।
প্রভাতে সূর্য ওঠে।
মনে রাখার উপায় হচ্ছে-
কোথায় এবং কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়।
আমরা রোজ কোথায় যাই?
উত্তর হচ্ছে-স্কুলে। আর স্কুল একটি স্থান।
কখন সূর্য ওঠে?
উত্তর হচ্ছে-প্রভাতে। আর প্রভাত একটি কাল বা সময়।
.
বিভক্তি মনে রাখার উপায়:
..
বাংলায় বিভক্তি সাত প্রকার।
➡প্রথমা বিভক্তি: অ এবং ০ ।
➡দ্বিতীয়া বিভক্তি: কে এবং রে ।
➡তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া এবং কর্তৃক ।
➡চতুথী বিভক্তি: দ্বিতীয়া বিভক্তির মত তবে নিমিত্ত বা জন্য বুঝাবে।
➡পঞ্চমী বিভক্তি: হতে, থেকে এবং চেয়ে ।
➡ষষ্ঠী বিভক্তি: র এবং এর ।
➡সপ্তমী বিভক্তি: এ, য় ,তে থাকে।
‘ইসলামিক মাইক্রোফাইন্যান্স সোশ্যাল অফিসার’ পদে জনবল নিয়োগ দিচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। দেখে নিন আবেদনের জন্য বিস্তারিত :
আবেদনেরে শেষ তারিখ: ৫ নভেম্বর, ২০১৬।
যোগ্যতা: স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোফাইন্যান্স, এনজিও বা ব্যাংকে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন ৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
আবেদনেরে শেষ তারিখ: ৫ নভেম্বর, ২০১৬।
যোগ্যতা: স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের মাইক্রোফাইন্যান্স, এনজিও বা ব্যাংকে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে।
বেতন: নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিজ্ঞাপনে উল্লেখিত ঠিকানায় আবেদন করতে পারবেন ৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :













