পলিমারপ্রকৃতিতে আমরা দৈনন্দিন কাজে যে সকল দ্রব্যাদি ব্যবহার করি তার বেশির ভাগই পলিমার। দুইধরনের পলিমার আছে। প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমারের মধ্যে তুলা, রাবার, ভাত, প্রোটিন এবং কৃত্রিম পলিমারের মধ্যে প্লাস্টিক দ্রব্য, তোমার হাতের কলম, পলিএস্টার কাপড় ইত্যাদি।পলিমারকরন বিক্রিয়াএকই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ...
আ্যলকোহল, আ্যলডিহাইড ও জৈব এসিড প্রস্তুতিপেট্রোলিয়ামের প্রধান উপাদান হাইড্রোকার্বন (অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন)। হাইড্রোকার্বন থেকে সকল শ্রেণির জৈব যৌগ প্রস্তুত করা হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। অ্যালকাইল হ্যালাইড ...
আ্যলকেন, আ্যলকিন ও আ্যলকাইন এর রসায়ন
আ্যলকেন প্রস্তুতিশিল্পক্ষেত্রে ও অথবা ও এর মিশ্রণকে এ উত্তপ্ত নিকেল প্রভাবকের উপর দিয়ে প্রবাহিত করলে প্রচুর পরমাণে মিথেন উৎপন্ন হয় ।আ্যলকেনের ব্যবহারঅ্যালকেনকে বিভিন্ন ইঞ্জিনের জ্বালানি, বিদ্যুৎ উৎপাদনে, পিচ্ছিলকারক তেল হিসেবে এবং রাসায়নিক শিল্পে অন্যান্য রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এছাড়াও বৃহৎ শিকল ...
ইথাইন থেকে ইথিন প্রস্তুতি
অ্যালকিনের প্রস্তুতির সময় একটি বিশেষ বিক্রিয়া সংঘটিত হয়। যেমন—C2H5OH থেকে অ্যালকিন প্রস্তুতির সময় যদি অতিরিক্ত অ্যালকোহল যোগ করা হয়, তবে অ্যালকিনের পরিবর্তে ইথার উৎপন্ন হবে। বিক্রিয়াটি নিম্নে দেওয়া হলো—বি.দ্র. : উপরোক্ত বিক্রিয়া থেকে প্রমাণিত হয় গাঢ় H2SO4 এখানে প্রভাবক হিসেবে কাজ করে।* ইথাইন থেকে ইথিন প্রস্তুতিএখানে, BaSO4 প্রভাবক বিষ হিসেবে কাজ করে।* প্রভাবক বিষ কী?যেসব ...
পেট্রোলিয়ামের উপাদানসমূহ
অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম (তরল সোনা) মূলত হাইড্রোকার্বন ও অন্যান্য কিছু জৈব যৌগের মিশ্রণ । অপরিশোধিত তেলকর ব্যবহারযোগ্য করে তোলার জন্য এর বিভিন্ন অংশকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয় । অপরিশোধিত তেলের বিভিন্ন অংশ পৃথক করার প্রক্রিয়াকে পরিশোধন বলে । বাংলাদেশের চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন করা হয় । পেট্রোলিয়ামে বিদ্যমান উপাদানের স্ফুটনাংকের উপর ভিত্তি ...
ডেরলিন
ডেরলিনঃ ডেরলিন হচ্ছে ফরমালডিহাইড বা মিথান্যাল (H-CHO) এর পলিমার। মিথান্যালকে পলিমারকরণ করলে ডেরলিন নামক পলিমার গঠিত হয়। ডেরলিন এক ধরনের শক্ত পলিমার হওয়ায় প্লাস্টিকের চেয়ার, টেবিল তৈরিতে ডেরলিন নামক পলিমার ব্যবহার করা হয় H H | ...