Recent Post
Loading...

সমযোজী যৌগ কাকে বলে? CH4 এর সংকরণ কী?



সমযোজী যৌগ:

দুইটি অধাতব মৌল নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। উদাহরনঃ H(2)O, CH(4), CO(2) ইত্যাদি।

অধাতু: যা ইলেকট্রন গ্রহণ করে ।

সমযোজী যৌগ: অধাতব পরমানু সমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে।আর সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ বলে।


CH4 এর সংকরণ:

CH4 এ sp3 সংকরণ ঘটে।

C- 1S2 2S2 2Px1 2Py1 2Pz0 (সাধারণ অবস্থা)

C*- 1S2 2S1 2Px1 2Py1 2Pz1 ( উত্তেজিত অবস্থা)

উত্তেজিত অবস্থার সাথে ৩টি হাইড্রোজেন এর s আরবিটাল সংকরণ করে, যার ফলে sp3 সংকরণ হয়, এর গঠন চতুস্তলকীয়।

0 comments:

Post a Comment