Recent Post
Loading...
সরকারি হাসপাতালগুলোতে শিগগিরই সাড়ে নয় হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ হচ্ছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। দ্রুতই চূড়ান্ত ফল ঘোষণা করবে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এরপরই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
পিএসসি সূত্র বলছে, পদ বেশি হওয়ায় মৌখিক পরীক্ষা দেওয়া ১১ হাজার ৯৫ জন প্রার্থীর মধ্যে ৮৬ শতাংশই নিয়োগ পাবেন। কাজেই যাঁরা মৌখিক পরীক্ষা ভালো বা মোটামুটি দিয়েছেন, তাঁরা এমনিতেই নিয়োগ পাবেন।
তবে কয়েকজন প্রার্থী বলেছেন, এরপরও চাকরি নিশ্চিত করতে কিছু প্রার্থী স্বেচ্ছায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ কিছু লোককে ঘুষ দিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন সদস্য বলেন, ঘুষ বাজে সংস্কৃতি। যেখানে বেশির ভাগ প্রার্থী এমনিতেই চাকরি পাবেন, সেখানে কাউকে টাকা দেওয়া অর্থহীন।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘আমরা প্রায় সাড়ে নয় হাজার নার্স নিয়োগের চাহিদা পেয়েছি। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৯৫ জন। গত ২৩ আগস্ট মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। আশা করছি, দ্রুতই চূড়ান্ত ফল ঘোষণা করা যাবে।’
নার্স পদটিকে বর্তমান সরকার দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করায় পিএসসির মাধ্যমে এই নিয়োগ হচ্ছে। পিএসসি সূত্র বলেছে, এ বছরের ৩ জুন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষায় প্রার্থী ছিলেন ১৮ হাজার ৬৩ জন। ৭ জুন প্রকশিত ফলে ১১ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। ১১ জুলাই থেকে তাঁদের মৌখিক পরীক্ষা শুরু হয়।
এ বছরের ২৮ মার্চ ৩ হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে আরও ৬ হাজার পদে নিয়োগের চাহিদা পায় পিএসসি। ফলে ৯ হাজার ৬১৬টি পদে নিয়োগ হচ্ছে।
আগে লিখিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও নার্সদের দাবির পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে শুধু প্রাথমিক বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, এর আগে ২০১৩ সালে ৪ হাজার ১০০ জনকে বিভিন্ন সরকারি হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ করা হয়।
নার্সদের দেখভালের দায়িত্বে থাকা সেবা পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাসিমা পারভীন বলেন, বর্তমানে হাসপাতালগুলোতে ১৮ হাজার নার্স আছেন। আরও প্রায় ১০ হাজার নিয়োগ পেলে সরকারি হাসপাতালগুলোতে সেবা বাড়বে।’
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ইরা দিবরা বলেন, অনেক চাকরিপ্রার্থী চাকরি পাবেন, এটি যেমন ভালো খবর, তেমনি এই খাতেও গতি আসবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কারখানাসমূহে ৭টি পদে ৯০ জন প্রকৌশলী নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)
পদের নাম: সহকারী প্রকৌশলী (কেমিক্যাল)
পদসংখ্যা: ১৭ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১৭ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ১৮ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (কেমিক্যাল)
পদসংখ্যা: ২৩ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ০৬ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
আবেদনের নিয়ম: বিসিআইসি’র ওয়েবসাইট www.bcic.gov.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০১৬
Senior Manager, Underwriting Wholesale Banking- Risk Management Division

BRAC Bank Limited

Job Description / Responsibility
  • Scrutiny and Evaluation of credit proposal (s) (like, working capital finance, project finance, syndication loan) received from RMs of Corporate Division in light of Credit Circulars & instructions (BBL & Bangladesh Bank) as well as considering Industry analysis, Policies etc.
  • Assessment & justification of client’s requirement, key financial indicators, working capital & cash flow statement, debt service capacity analysis loan repayment capability of borrower/client), Risks & Mitigating factors of investment, NPV, IRR, Sensitivity Analysis, collateral security aspects, transaction record & account performance, business portfolio growth & turnover, nature of business/products & market.
  • Maintain liaison & correspond with the RMs for meeting queries or clarification relating to credit proposals.
  • Prepare of checklists / synopsis / observations related to credit proposals for Credit Committee Meeting and preparation of Board Memos for approval of the Board of Directors.
  • Visit corporate client as and when required and prepare visit report on client’s business outlets as per observation.
  • Ensure of maintenance of turnaround time of corporate loans.
  • Monitoring and review of different loan accounts to identify potential risk / weakness such as excess over limit, expiry of the credit tenor, non-realization of installment, incomplete documentations and follow up with RMs for adjustment/regularization of the account as per terms & conditions on sanction and reporting the same to Management for necessary action (if necessary).
  • Correspondence with Bangladesh bank related to credit issues as and when required.
Job Nature
Full-time
Educational Requirements
    Educational Background- Business/commerce (Finance, Accounting & Banking)/Engineering.
Experience Requirements
  • 8 to 10 year(s)
Additional Job Requirements
  • Minimum 8-10 years experience in Corporate Credit environment & Corporate Business will be preferable.
  • Analytical Ability, Ability to assessment of Credit Risk and mitigation factor.
  • Knowledge regarding Financial Modeling, Financial Spread Sheet Analysis, Loan structuring, Project Finance, Syndication loan.
  • In-depth knowledge in CRM Policy (BBL and Bangladesh Bank), credit related circulars and guidelines (external & internal), Bank Company Act, Foreign Exchange Transaction Act, UCPDC, loan documentations, etc.
  • Excellent communication skill in both English & Bengali
  • Strong analytical, presentation, interpersonal skill & good team player
  • Strong leadership quality and staff motivation skill
  • Strong Command over Microsoft Word, Excel & PowerPoint
  • Ability to work under pressure situation and ability to complete all assignments in a timely and effective manner
Job Location
Dhaka
Only short listed candidates will be called for the interview as per recruitment process. BRAC Bank reserves the right to accept or reject any application without assigning any reason whatsoever.
If you are interested to take this challenge, then please ‘Apply Online’ in www.bdjobs.com with a recent passport size photograph along with NID number (mandatory).
Please note that BRAC Bank is an equal opportunity employer. Any form of persuasion will disqualify the candidature.
Application Deadline : Sep 14, 2016

Direct Sales Executive (Home & Mortgage Loan)

IFIC Bank Limited

Job Description / Responsibility
    To achieve monthly Business target of Home & Mortgage Loan.
Job Nature
Full-time
Educational Requirements
    Minimum Graduate, Candidates waiting for Final Result may apply
Additional Job Requirements
  • Age At most 34 year(s)
  • Experienced candidates are also may apply
  • Attractive commission based on achievement of monthly business target
  • Quarterly performance bonus
Job Location
Anywhere in Bangladesh
Salary Range
Negotiable
ONLINE APPLY

Applicant must enclose his/her Photograph with CV.

Application Deadline : Sep 18, 2016

Assistant / Associate Sales Team Manager-Card Sales. Cards (Dhaka & Chittagong)

The City Bank Limited.

Job Description / Responsibility
  • The primary responsibility of the role is to ensure delivery of budgeted sales of cards on a monthly, quarterly and yearly basis. Other key responsibilities of the role include – monitor the sales team’s performance; make plans and take strategic actions to ensure the segmented business target; help ensure proper coordination between Sales, RFC and operations team of credit card and ensure compliance with CBL’s and Bangladesh Bank’s rules and regulations of the card business.
  • Ensure delivery of budgeted sales of cards through managing & monitoring sales team.
  • Prepare plan and take strategic actions
  • Check and validate customers’ applications
  • Maintain liaison with internal departments
Job Nature
Full-time
Educational Requirements
    4 years of Graduation or Masters in any discipline (preferably in business) from reputed universities.
Experience Requirements
  • At least 2 year(s)
Additional Job Requirements
  • At least 2 years of relevant work experience in a reputed company
  • Ability to handle complex situation.
  • Target oriented.
  • Multi tasking ability.
  • Good interpersonal skills
Job Location
Chittagong, Dhaka
nterested and eligible candidates are requested to view the detail of the job and apply at the following link: https://career.thecitybank.com
Application Deadline : Sep 17, 2016
শেরিল স্যান্ডবার্গ

প্রথমেই সবাইকে প্রাণঢালা অভিনন্দন! আজ থেকে ২৩ বছর আগে তোমাদের মতো আমিও এখানে উপস্থিত ছিলাম, তোমাদের চেয়ারেই বসে ছিলাম। আর আজকে আমি তোমাদের সামনে তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে এসেছি। অদ্ভূত তাই না?
জীবনের এই পর্যায়ে এসে তোমরা সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হবে সেটা হলো, জীবনের লক্ষ্য কী? তোমাদের লক্ষ্য জানার আগে আমার নিজের গল্প বলি। জীবনের লক্ষ্যের কথা বলতে গেলে প্রথমে একটা কথাই আমি বলবো, আমি আমার জীবনের শুরুতেই কোনো একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে আবদ্ধ করে ফেলিনি। আর সে কারণেই হয়তো আমার সাফল্যের দুয়ার খুলে গিয়েছে। তবে সাফল্যের মূলমন্ত্র হলো, সাফল্যের কোনো সহজ রাস্তা নেই। অনেক সময় জীবনে অনেক বড় বড় সুযোগও হয়তো তোমাদের হাতছাড়া হয়ে যাবে। তার জন্য আফসোস করোনা। তবে আমাদের সময়ের মতো এখন তোমাদের সাফল্যের জন্য অনেক বেশি কষ্ট করতে হবে না। তোমরা বিজ্ঞান ও প্রযুক্তির এক বিশাল সম্ভাবনার যুগে জন্মেছো, এর সুবিধা সম্পূর্ণরূপে ব্যাবহার করো।
সবসময় নিজের চারপাশে খেয়াল করো, দেখবে খুব সাধারণ কিছুতেই হয়তো অনেক বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। তবে আজকে আমি তোমাদেরকে যেই উপদেশ দিতে চাই, সেটা হলো সবসময় নিজেদেরকে সততার পথে রাখবে। অন্যের সাথে সৎ থাকার আগে নিজের সাথে সৎ হও, এই পৃথিবীর সাথে সৎ হও। আমি জানি একে অন্যের সাথে সৎ থাকা এখনকার দিনে কতটা কঠিন। অনেক সময় নিজের কাছের বন্ধু হওয়ার কারণে সৎ থাকা কিংবা কোনো ব্যাপারে সত্য কথা বলাটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমি বলবো নিজের সবচেয়ে কাছের বন্ধুকেই সত্য কথা বলা উচিত। কারণ তুমিই জানো তোমার বন্ধু কিসে ভালো আর কিসে তার দুর্বলতা। তোমার সত্য তাকে আরও ভালো মানুষ হয়ে গড়ে উঠতে সাহায্য করবে। এটা সত্যি যে, নিজের সমালোচনা শোনা কখনই আনন্দের বিষয় নয়, তবুও এটাই নিজেকে উন্নত করার একমাত্র উপায়। আমাদের মূল সমস্যা এই যে, বেশির ভাগ সময়ই আমরা নিজেদেরকে কঠিন সত্য থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। আর এর চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। আজ থেকে আরও অনেক বছর আগে আমি যখন এখানে তখন ভাবতাম, আমার নারীবাদী হওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা সবাই সমান। কিন্তু আমি ভুল ছিলাম এবং এখনও আমি ভুল। এই পৃথিবী কখনই সবার জন্য সমান নয়। আমার মনে হয় আমরা এখন শুধু সত্য থেকে নিজেদের লুকিয়ে বেড়াই তা নয়, আমাদের মধ্যে কোনো কিছু আশা করার সাহসও কমে গেছে। আমাদের কিছুদিন আগের নির্বাচনে ২০ শতাংশ আসন জিতে নেয় নারীরা। বিস্ময়কর ব্যাপার হলেঅ, মিডিয়া এই খবর প্রকাশ করতে লাগলো যে নারীরা বিপ্লব ঘটিয়ে ফেলছে। আমি বলবো, যেই দেশে ৫০ শতাংশ নারী সেখানে ২০ শতাংশ মানুষ আসন পাওয়া মানে বিপ্লব নয় বরং বিব্রতকর। তাই আমার মনে হয়, আমাদের স্বপ্নগুলো ক্ষুদ্র, তাই প্রাপ্তিও কম।
আমাদের এখন দিন পরিবর্তনের সময়। আমাদের সত্য দেখার এবং জানার সময় এসেছে। আমরা সত্য লুকিয়ে রাখি আর ভাবি আমাদের অনেক উন্নতি হচ্ছে। চোখের সামনে আমরা বৈষম্য দেখি, কিন্তু কিছুই বলি না। হ্যাঁ আমরা একজন আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন করেছি সেটা সত্য কিন্তু তারপরও আমাদের মধ্যে বৈষম্য রয়ে গিয়েছে কারণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে এর বিষ রয়েছে। আমাদের এ থেকে বের হয়ে আসতে হবে। যেই কথাগুলো বললাম, তার সবগুলোই কিন্তু আমাদের সমস্যা। আর আমাদের সমস্যা আমরা ছাড়া কেউ বুঝবে না, কেউ সমাধান করতে আসবে না। আশা করি এটা আমরা কমবেশি সবাই বুঝি। এই সকল অসমতা নিয়ে আমি কথা বলা শুরু করেছি আজ থেকে মাত্র ৫ বছর আগে। আর তার আগে সমাবর্তনের পর থেকে পরবর্তী ১৮ বছর আমি আমার মুখ খুলিনি। আমার নীরবতার মানে বলে দেয় যে সব কিছু ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই। এই চুপ থেকে সময় নষ্ট করা আমার জীবনের একটা বিশাল ভুল। আমি তোমাদের উপর তাই কিছুটা দায়িত্ব দিতে চাই। আমি চাই তোমরা আমার চেয়ে আরও ভাল কিছু করো। তোমরা আমার আগে সরব হও। মানবতার শক্তি কতটা প্রখর আমরা জানি আর তাই আজকের দিনে তোমাদেরকে মানবতার প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে, সত্যের পথে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। (২৮ মে ২০১৪ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ফেসবুকের বর্তমান সিওও শেরিল স্যাণ্ডবার্গ উপস্থিত সবার উদ্দেশ্যে এই বক্তব্য দেন।
শেরিল স্যান্ডবার্গ

প্রথমেই সবাইকে প্রাণঢালা অভিনন্দন! আজ থেকে ২৩ বছর আগে তোমাদের মতো আমিও এখানে উপস্থিত ছিলাম, তোমাদের চেয়ারেই বসে ছিলাম। আর আজকে আমি তোমাদের সামনে তোমাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে এসেছি। অদ্ভূত তাই না?
জীবনের এই পর্যায়ে এসে তোমরা সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হবে সেটা হলো, জীবনের লক্ষ্য কী? তোমাদের লক্ষ্য জানার আগে আমার নিজের গল্প বলি। জীবনের লক্ষ্যের কথা বলতে গেলে প্রথমে একটা কথাই আমি বলবো, আমি আমার জীবনের শুরুতেই কোনো একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিতে আবদ্ধ করে ফেলিনি। আর সে কারণেই হয়তো আমার সাফল্যের দুয়ার খুলে গিয়েছে। তবে সাফল্যের মূলমন্ত্র হলো, সাফল্যের কোনো সহজ রাস্তা নেই। অনেক সময় জীবনে অনেক বড় বড় সুযোগও হয়তো তোমাদের হাতছাড়া হয়ে যাবে। তার জন্য আফসোস করোনা। তবে আমাদের সময়ের মতো এখন তোমাদের সাফল্যের জন্য অনেক বেশি কষ্ট করতে হবে না। তোমরা বিজ্ঞান ও প্রযুক্তির এক বিশাল সম্ভাবনার যুগে জন্মেছো, এর সুবিধা সম্পূর্ণরূপে ব্যাবহার করো।
সবসময় নিজের চারপাশে খেয়াল করো, দেখবে খুব সাধারণ কিছুতেই হয়তো অনেক বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। তবে আজকে আমি তোমাদেরকে যেই উপদেশ দিতে চাই, সেটা হলো সবসময় নিজেদেরকে সততার পথে রাখবে। অন্যের সাথে সৎ থাকার আগে নিজের সাথে সৎ হও, এই পৃথিবীর সাথে সৎ হও। আমি জানি একে অন্যের সাথে সৎ থাকা এখনকার দিনে কতটা কঠিন। অনেক সময় নিজের কাছের বন্ধু হওয়ার কারণে সৎ থাকা কিংবা কোনো ব্যাপারে সত্য কথা বলাটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমি বলবো নিজের সবচেয়ে কাছের বন্ধুকেই সত্য কথা বলা উচিত। কারণ তুমিই জানো তোমার বন্ধু কিসে ভালো আর কিসে তার দুর্বলতা। তোমার সত্য তাকে আরও ভালো মানুষ হয়ে গড়ে উঠতে সাহায্য করবে। এটা সত্যি যে, নিজের সমালোচনা শোনা কখনই আনন্দের বিষয় নয়, তবুও এটাই নিজেকে উন্নত করার একমাত্র উপায়। আমাদের মূল সমস্যা এই যে, বেশির ভাগ সময়ই আমরা নিজেদেরকে কঠিন সত্য থেকে লুকিয়ে রাখার চেষ্টা করি। আর এর চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। আজ থেকে আরও অনেক বছর আগে আমি যখন এখানে তখন ভাবতাম, আমার নারীবাদী হওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা সবাই সমান। কিন্তু আমি ভুল ছিলাম এবং এখনও আমি ভুল। এই পৃথিবী কখনই সবার জন্য সমান নয়। আমার মনে হয় আমরা এখন শুধু সত্য থেকে নিজেদের লুকিয়ে বেড়াই তা নয়, আমাদের মধ্যে কোনো কিছু আশা করার সাহসও কমে গেছে। আমাদের কিছুদিন আগের নির্বাচনে ২০ শতাংশ আসন জিতে নেয় নারীরা। বিস্ময়কর ব্যাপার হলেঅ, মিডিয়া এই খবর প্রকাশ করতে লাগলো যে নারীরা বিপ্লব ঘটিয়ে ফেলছে। আমি বলবো, যেই দেশে ৫০ শতাংশ নারী সেখানে ২০ শতাংশ মানুষ আসন পাওয়া মানে বিপ্লব নয় বরং বিব্রতকর। তাই আমার মনে হয়, আমাদের স্বপ্নগুলো ক্ষুদ্র, তাই প্রাপ্তিও কম।
আমাদের এখন দিন পরিবর্তনের সময়। আমাদের সত্য দেখার এবং জানার সময় এসেছে। আমরা সত্য লুকিয়ে রাখি আর ভাবি আমাদের অনেক উন্নতি হচ্ছে। চোখের সামনে আমরা বৈষম্য দেখি, কিন্তু কিছুই বলি না। হ্যাঁ আমরা একজন আফ্রো-আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন করেছি সেটা সত্য কিন্তু তারপরও আমাদের মধ্যে বৈষম্য রয়ে গিয়েছে কারণ আমাদের রন্ধ্রে রন্ধ্রে এর বিষ রয়েছে। আমাদের এ থেকে বের হয়ে আসতে হবে। যেই কথাগুলো বললাম, তার সবগুলোই কিন্তু আমাদের সমস্যা। আর আমাদের সমস্যা আমরা ছাড়া কেউ বুঝবে না, কেউ সমাধান করতে আসবে না। আশা করি এটা আমরা কমবেশি সবাই বুঝি। এই সকল অসমতা নিয়ে আমি কথা বলা শুরু করেছি আজ থেকে মাত্র ৫ বছর আগে। আর তার আগে সমাবর্তনের পর থেকে পরবর্তী ১৮ বছর আমি আমার মুখ খুলিনি। আমার নীরবতার মানে বলে দেয় যে সব কিছু ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই। এই চুপ থেকে সময় নষ্ট করা আমার জীবনের একটা বিশাল ভুল। আমি তোমাদের উপর তাই কিছুটা দায়িত্ব দিতে চাই। আমি চাই তোমরা আমার চেয়ে আরও ভাল কিছু করো। তোমরা আমার আগে সরব হও। মানবতার শক্তি কতটা প্রখর আমরা জানি আর তাই আজকের দিনে তোমাদেরকে মানবতার প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে, সত্যের পথে আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। (২৮ মে ২০১৪ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ফেসবুকের বর্তমান সিওও শেরিল স্যাণ্ডবার্গ উপস্থিত সবার উদ্দেশ্যে এই বক্তব্য দেন।

Degree 2nd year routine has published

 



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত২০১২-১৩ এবং ২০১১-১২ শিক্ষাবর্ষের নিয়মিত ও অন্যান্য শিক্ষাবর্ষের অনিয়মিত এবং মানউন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল ১০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ প্রকাশিত হয়েছে। ফলাফল দেখুন এখানেঃ  www.nu.edu.bd/results

National University Degree Pass Exam Result 2014 SMS Method:

To Check your NU Degree 1st, 2nd or 3rd year Old Syllabus result through SMS go to You moblile phone message option from any operator in Bangladesh and write the keyword below:
NU<space>Deg<Space>Your Degree Reg Number

Example: NU DEG 123456

and send the message to 16222 or 4636.


ক্যাম্পাস প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার ফর জেনোসাইড স্টাডিজে ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য আবেদন করতে পারেন। আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি কিংবা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারেন। বিস্তারিত জানতে ফোন করুন 01671449610 নম্বরে।


ফেসবুক লিংক।