Recent Post
Loading...

অ্যালকেন প্রস্তুতির বিভিন্ন পদ্ধতি।



i) অ্যালকাইন থেকে অ্যালকেন:

Ni চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে২০০' C তাপমাত্রায় প্রোপাইন এক অনু হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে প্রোপিন উৎপন্ন করে।উৎপন্ন প্রোপিন আবার এক অনু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে প্রোপেন উৎপন্ন করে।

ii) ফ্যাটি এসিডের সোডিয়াম লবনকে সোডালাইমের সাথে উওপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়।

iii) ধাতব প্রভাবক(Ni) উপস্থিতিতে ১৮০-২০০' C তাপমাত্রায় অ্যালকিন হাইড্রোজেনের বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন হয়।

iv) কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণকে ২৫০ তাপমাত্রায় উওপ্ত প্রভাবকের উপর দিয়ে প্রবাহিত করলে প্রচুর পরিমানে মিথেন উৎপন্ন হয়।

0 comments:

Post a Comment