Recent Post
Loading...

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য কি?

 

প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

১. কোন মৌলের পূর্ণনামের সংক্ষিপ্ত প্রকাশকে প্রতীক বলে।
অন্যদিকে, সংকেত হচ্ছে কোন পদার্থের সংক্ষিপ্ত প্রকাশ।

২. প্রতীক শুধু মৌলিক পদার্থের জন্য লেখা হয়। 
কিন্তু, সংকেত মৌলিক ও যৌগিক উভয় পদার্থের জন্য লেখা হয়।

৩. প্রতীক মৌলের একটি পরমাণুকে নির্দেশ করে।
অপরদিকে, সংকেত পদার্থের একটি অনুকে নির্দেশ করে।

0 comments:

Post a Comment