Recent Post
Loading...

অ্যারোমেটিক যৌগ কাকে বলে? পিরিডিন কে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?



যেসব যৌগের অণুতে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। 

উদাহরণ : বেনজিন (C 66), পিরিডিন (C 55N) এবং ফেনল (C 65OH) ইত্যাদি। এসব যৌগ সমতলীয় চক্রিয় হয় এবং এতে একান্তর দ্বি-বন্ধনের উপস্থিতি থাকে। অ্যারোমেটিক যৌগসমূহ ৫, ৬ বা ৭ সদস্যের সমতলীয় চাক্রিয় যৌগ

0 comments:

Post a Comment