0 comments

ক্লোরিন মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি প্রয়োজন নেই কেন?

 এখানে Cl এর p তে ৫ টি e- আছে।। p অরবিটালের জন্য ঘর আছে ৩ টি,প্রত্যেক ঘরে ২ টি e- এর বেশি প্রবেশ করতে পারবে নাহ।। ৩ টি ঘরে ৫ টি e- আপনি যেভাবেই প্রবেশ করান না কেন, ২ টা তে ২ টা করে e- দিতে হবে, বাকি ১ টা অন্য ঘরে।। প্রত্যেক ঘরে যদি ১ টা করে e- দেন,, তাহলে ৩ টা তে ৩ টা e- দিয়ে বাকি ২ টা যে কোন ২ টা তে দিতে হবে।। একটা ঘরে ১ টা e- থাকবে।। এর জন্য Cl এর ক্ষেত্রে হুন্ডের নিয়ম ...

0 comments

কার্বন বা লেডের যোজনী ২,৪। আমি কখন কোন যোজনীটা ব্যবহার করব?

 কার্বন যোজনী ২ এবং উত্তেজিত অবস্থায় ৪।কেন? দেখে নিন।কার্বনের যোজনী নির্ণয় করার জন্য এর ইলেকট্রন বিন্যাস করা যাক..C(6) = 1s2 2s2 2px1 2py1দেখা যাচ্ছে সর্বশেষ কক্ষে বিজোড় ইলেকট্রন আছে ২ টি। সুতরাং এর যোজনী ২কিন্তু বেশির ভাগ যৌগে দেখি কার্বনের যোজনী ৪কিন্তু হিসাব করে তো দেখা গেল ২তাহলে ৪ কি ভুল?আসলে তা না,উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস করে পাই...C*(6)= 1s2 2s1 2px1 2py1 2pz1(*চিহ্ন দ্বারা পরমানুর উত্তেজিত ...

0 comments

তেল এবং পানি কেন একসাথে মেশানো যায় না ?

 ছবিঃ Polarity of Water - Google Search‘তেলে জলে মেশে না’- এটা বাংলা ভাষার প্রচলিত প্রবাদ। আসলে প্রবাদ শুধু নয়, এটা একটি সত্য কথা।একটি পদার্থ অন্য একটি পদার্থর মধ্যে দ্রবীভূত(মিশবে) কিনা সেটা নির্ভর করে পদার্থের পোলারিটি ধর্মের উপড়।তাই পানি আর তেল না মেশার মূল কারণ হচ্ছে পানির পোলারিটি। পানি একটি পোলার অণু। পোলার অণু মানে যার এক প্রান্তে পজিটিভ চার্জ এবং অন্য প্রান্তে ...

0 comments

D2O ভারী পানির সংকেত কীভাবে হয়? ভারী পানি বলতে কী বোঝায়?

 D হল এখানে ডিউটেরিয়াম, যা হাইড্রোজেনের একটি আইসোটোপ।সাধারণ হাইড্রোজেনের বদলে এই পানির অণুতে এর আইসোটোপ D থাকে, যাতে একটি নিউট্রন থাকে।অর্থাৎ ডিউটেরিয়াম এর ভর হাইড্রোজেনের দ্বিগুণ।তাই এই পানিকে ভারী পানি বলে।এর গলনাঙ্ক- 3.8 degree celciusস্ফুটনাঙ্ক- 101.4 degree celciusভারী জল :-হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়ামের দুটি পরমাণু ও অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়ে যে সমযোজী যৌগ গঠন করে, তাকে ভারী জল বলে।বৈশিষ্ট্য :-(i) এই ...

0 comments

CH4 পানিতে দ্রবীভূত হয় না কেন?

 কার্বন ও হাইড্রোজেন এদুটোর তড়িৎ ঋণাত্বকতার পার্থক্য খুব কম , কার্বনের ২.৫৫ আর হাইড্রোজেনের ২.২২।এখন তড়িৎ ঋণাত্বকতা কি জিনিস???তড়িৎ ঋণাত্বকতা একটা মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার আসক্তি বা প্রবনতাকে বুঝায়। অর্থাৎ, যার ইলেকট্রন গ্রহণের প্রবনতা বা ইচ্ছে যত বেশি তার তড়িৎ ঋণাত্বকতা ততো বেশ৷ ]তাই এরা যে সমযোজী বন্ধনে যুক্ত হয় তার ইলেকট্রন যুগল এদের ঠিক মাঝামাঝি অবস্থান করে। অর্থাৎ, যেকোনো একদিকে সরে যায় না। যদি সরে ...

0 comments

O2 অনুতে কি O-এর অরবিটাল সংকরণ ঘটে?

 O2 অণুতে থাকা দুটো O পরমাণুরই পৃথকভাবে সংকরীকরণ ঘটে। গঠনে, দুটো অক্সিজেন পরমাণুর সমন্বয় আনতে হয়। উভয়েরই p অরবিটালের 2py এবং 2pz, ১টি ১টি করে, ২টি ইলেক্ট্রন স্পিন ঘর ফাঁকা থাকে।স্বাভাবিক অবস্থা O(8) : 1s2 2s2 2p4উত্তেজিত অবস্থা O(8):1s2 2s2 2px2 2py1 2pz1সংকরীত অবস্থা O(8): 1s2 ‌[2s2 2px2 2py1] 2pz1(ব্র্যাকেটের অংশটুকু সংকরীকৃত হয়ে ৩টি সমশক্তি সম্পন্ন sp2 সংকর অরবিটাল গঠন করে)লক্ষণীয়, দুটো O পরমাণুরই যোজ্যতা স্তরে ...

0 comments

অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় কেন?

 অ্যালকোহল পানিতে দ্রবণীয়। এর কারণ হল-অ্যালকোহলে হাইড্রোক্সিলspan class="MathJax" data-mathml="(OH−)" id="MathJax-Element-2-Frame" role="presentation" style="border: 0px; direction: ltr; display: inline; float: none; line-height: normal; margin: 0px; max-height: none; max-width: none; min-height: 0px; min-width: 0px; overflow-wrap: normal; padding: 0px; position: relative; white-space: nowrap; word-spacing: ...

0 comments

CH4+O2 —co2+h2o বিক্রিয়া টি বুঝিয়ে দিন?

 এটা একটি দহন বিক্রিয়া। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এই তো গেল সংজ্ঞা। সহজ করে বলি।এখানে মিথেন গ্যাসের উপাদান কার্বন ও হাইড্রোজেন। যখন মিথেন গ্যাসকে বাতাসের অক্সিজেনে পোড়ানো হবে তখন এর উপাদানের অক্সাইড অর্থাৎ কার্বনের অক্সাইড বা কার্বনডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং জলীয়বাষ্প ও প্রচুর পরিমাণে ...

0 comments

47g ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) উৎপন্ন করতে কত মোল O2 প্রয়োজন?

এক গ্রাম মোল বা 40 gms MgO তৈরী করতে 1/4 গ্রাম মোল বা 8 gms O2 লাগে । সুতরাং 47 gms MgOর জন্য লাগে (47/40) x 8 =9.4 gms O2 লাগে বা 9.5/32 = 0.28 গ্রাম মোল O2 লাগে ...

0 comments

Eid Mubarak 2022

&nbs ...