Recent Post
Loading...

D2O ভারী পানির সংকেত কীভাবে হয়? ভারী পানি বলতে কী বোঝায়?

 D হল এখানে ডিউটেরিয়াম, যা হাইড্রোজেনের একটি আইসোটোপ।

সাধারণ হাইড্রোজেনের বদলে এই পানির অণুতে এর আইসোটোপ D থাকে, যাতে একটি নিউট্রন থাকে।অর্থাৎ ডিউটেরিয়াম এর ভর হাইড্রোজেনের দ্বিগুণ।

তাই এই পানিকে ভারী পানি বলে।

এর গলনাঙ্ক- 3.8 degree celcius

স্ফুটনাঙ্ক- 101.4 degree celcius


ভারী জল :-

হাইড্রোজেনের আইসোটোপ ডয়টেরিয়ামের দুটি পরমাণু ও অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়ে যে সমযোজী যৌগ গঠন করে, তাকে ভারী জল বলে।

বৈশিষ্ট্য :-

(i) এই জলের ঘনত্ব সাধারণ জলের থেকে কিছুটা বেশি।

(ii) এর আণবিক ভর 20 । ভারি জল তীব্র জলাকর্ষী। এটি প্রাকৃতিক জলের নমুনাকে পুনঃপুনঃ তড়িৎবিশ্লেষণ করলে এটি পাওয়া যায়।

(iii) এই জলে বীজ অঙ্কুরিত হয় না। স্নান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়।

(iv) নিউক্লিয়ার প্ল্যান্টে কুল্যান্ট রূপে ব্যবহৃত হয়।

0 comments:

Post a Comment