Recent Post
Loading...

CH4+O2 —co2+h2o বিক্রিয়া টি বুঝিয়ে দিন?

 এটা একটি দহন বিক্রিয়া। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এই তো গেল সংজ্ঞা। সহজ করে বলি।

এখানে মিথেন গ্যাসের উপাদান কার্বন ও হাইড্রোজেন। যখন মিথেন গ্যাসকে বাতাসের অক্সিজেনে পোড়ানো হবে তখন এর উপাদানের অক্সাইড অর্থাৎ কার্বনের অক্সাইড বা কার্বনডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং জলীয়বাষ্প ও প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। এটা ফিক্সড।

আবার, মনে রাখবেন। যেকোনো হাইড্রোকার্বনকে বায়ুর অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করালে কার্বনডাইঅক্সাইড জলীয়বাষ্প ও তাপশক্তি উৎপন্ন হয়। হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। CH↓4 বা মিথেন হলো একটি হাইড্রোকার্বন।

এই বিক্রিয়াটা দেখার জন্য ল্যাবে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের বাসায় যে গয়াসের চুলায় রান্না করি সেখানেই মিথেন পুড়ে তাপশক্তি উৎপন্ন করা হয়।

0 comments:

Post a Comment