O2 অণুতে থাকা দুটো O পরমাণুরই পৃথকভাবে সংকরীকরণ ঘটে। গঠনে, দুটো অক্সিজেন পরমাণুর সমন্বয় আনতে হয়। উভয়েরই p অরবিটালের 2py এবং 2pz, ১টি ১টি করে, ২টি ইলেক্ট্রন স্পিন ঘর ফাঁকা থাকে।স্বাভাবিক অবস্থা O(8) : 1s2 2s2 2p4উত্তেজিত অবস্থা O(8):1s2 2s2 2px2 2py1 2pz1সংকরীত অবস্থা O(8): 1s2 [2s2 2px2 2py1] 2pz1(ব্র্যাকেটের অংশটুকু সংকরীকৃত হয়ে ৩টি সমশক্তি সম্পন্ন sp2 সংকর অরবিটাল গঠন করে)লক্ষণীয়, দুটো O পরমাণুরই যোজ্যতা স্তরে ...
অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় কেন?
অ্যালকোহল পানিতে দ্রবণীয়। এর কারণ হল-অ্যালকোহলে হাইড্রোক্সিলspan class="MathJax" data-mathml="(OH−)" id="MathJax-Element-2-Frame" role="presentation" style="border: 0px; direction: ltr; display: inline; float: none; line-height: normal; margin: 0px; max-height: none; max-width: none; min-height: 0px; min-width: 0px; overflow-wrap: normal; padding: 0px; position: relative; white-space: nowrap; word-spacing: ...
এটা একটি দহন বিক্রিয়া। কোনো মৌল বা যৌগকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। এই তো গেল সংজ্ঞা। সহজ করে বলি।এখানে মিথেন গ্যাসের উপাদান কার্বন ও হাইড্রোজেন। যখন মিথেন গ্যাসকে বাতাসের অক্সিজেনে পোড়ানো হবে তখন এর উপাদানের অক্সাইড অর্থাৎ কার্বনের অক্সাইড বা কার্বনডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং জলীয়বাষ্প ও প্রচুর পরিমাণে ...
সিমেন্ট কি দিয়ে তৈরি করা হয় বা এর প্রধান উপকরণ কি?আজকে আমরা জানবো সিমেন্ট কি দিয়ে তৈরি হয় এবং এর প্রধান প্রধান উপকরন সমূহ সম্পর্কে ও সিমেন্ট কত প্রকার ও কি কি বিস্তারিত।সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল সমূহ?ক্লিংকারজিপসামলাইম স্টোনস্লাগফ্লাই অ্যাশস্পেশাল সিমেন্ট তৈরির কাঁচামাল সমূহ?নির্দিষ্ট প্রয়োজনে আবার স্পেশাল সিমেন্ট তৈরি করতে হয়. তবে এ সিমেন্ট তৈরি করা হয় মাত্র ২টি উপকরণ ...
সিমেন্ট: সিমেন্ট হল সেই সকল গুড়া জাতীয় পদার্থের সাধারণ নাম, যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী-ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মান কাজের প্রধান উপাদান। সিমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে “রোমানস্” থেকে, তৎকালিন রোমানরা পোড়া চুন ও গুঁড়ো শিলা দিয়ে দেয়াল তৈরি করত যা প্রায় আধুনিক ...
জৈব যৌগের সমাণুতা-(শেষ পর্ব)
শিখনফল: যৌগের সংকেত (আণবিক অথবা গাঠনিক) থেকে সম্ভাব্য সমাণুগুলি নির্ণয় করতে পারবে।জৈব যৌগের সমাণুতা-১আগের পর্বে আমরা যৌগের সমাণুতার প্রকারভেদ সম্পর্কে জেনেছি।এই পর্বে আমরা শিখব কিভাবে যৌগের সংকেত থেকে সমাণু নির্ণয় করতে হয়।সাধারণত যৌগের আনবিক সংকেতের সমাণু নির্ণয় করতে বলা হলে গাঠনিক সমাণু নির্ণয়ের চেষ্টা করতে হয় এবং গাঠনিক সংকেতের সমাণু নির্ণয় করতে বলা হলে স্টেরিও ...
জৈব যৌগের সমাণুতা-১
শিখনফল: যৌগের আনবিক সংকেত থেকে সম্ভাব্য সমাণুগুলির গাঠনিক সংকেত লিখতে পারবে।জৈব যৌগের সমাণুতা:যেসব যৌগের আনবিক সংকেত এক হওয়া সত্ত্বেও এদের গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এবং অণুস্থিত পরমাণুসমূহের ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় সেসব যৌগকে পরস্পরের সমাণু এবং যৌগের এরূপ ধর্মকে সমাণুতা বলে।সমাণুতার প্রকারভেদ:সমাণুতাকে প্রধানত ...