Recent Post
Loading...

লিং শেয়ার করে নিশ্চিত টাকা আয়ঃ ১ম পর্ব

By Emon RaihanFollow In Facebook


আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ইন্টারনেটে টাকা আয়ের সবচেয়ে সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো। এই পদ্ধতিটা যেমন সবচেয়ে সহজ ঠিক তেমনি সবচেয়েও জনপ্রিয়ও। যারা মূলত ব্লগইন করে থাকেন তাদের জন্য এটা খুবই কাজের। কেননা একজন ব্লগার প্রায়ই তার ফাইলগুলোর লিং অন্যের কাছে শেয়ার করে। যদি তার ফাইলগুলো দ্বারা তার একটু আয় হয় তাহলে তার জন্য এটা খুবই লাভজনক। একদিকে সে যেমন টাকা আয় করছে আবার অন্য দিকে সে তার ফাইলগুলো অন্যের কাছে শেয়ার করতে পারছে। যাকে বলা যায় ১ ঢিলে দুই পাখি। আমি এখন যে পদ্ধতি সম্পর্কে আপনাদের আলোচনা করবো সেটা মূলত লিং শেয়ার করে টাকা আয় করা। এ ধরণের ইন্টারনেটে প্রায় অনেক ওয়েব সাইট আছে। কিন্তু তাদের মধ্যে বিশ্বাস যোগ্য এবং জনপ্রিয় ওয়েব সাইট হলো এড ফ্লাই [Ad Fly]। ইন্টারনেটে প্রায় অনেক ব্লগারই এড ফ্লাই দ্বারা অনেক অর্থ উপার্জন করছে। অন্যের কথা বাদ দিন। আমার নিজের কথাই বলছি। আমি নিজেই এড ফ্লাই দিয়ে টাকা আয় করছি এবং পেমেন্টও পেয়েছি। এবার আসুন ওয়েব সাইটটি আপনাকে যে কারণে টাকা পে করবে সে সম্পর্কে আপনাদের আলোকপাত করি।
আয়ের ধারণাঃ
মুলত এড ফ্লাইতে আপনার লিং গুলো জেনেরেট করে লিং গুলো কোন ব্লগে প্রকাশ করলে যদি ঐ লিং এ ক্লীক করে কোন ভিজিটর ডাউনলোড করে তাহলেই আপনার আয় হবে। এড ফ্লাই তে আয়ের মুলত কোন ধারণা নেই। এটার আয়ের সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যত বেশি লিং শেয়ার করবেন তত বেশিই আপনার আয় বৃদ্ধি পাবে। এটা নিয়ে ইনসাআল্লাহ ২য় পর্বে আলোচনা করা হবে। এড ফ্লাই এ মূলত ১০০০ জন যদি আপনার লিং থেকে ডাউনলোড করে তাহলে আপনি পেমেন্ট পাবেন $৪ ডলার। আর টাকা তুলতে আপনার একাউন্টে সর্বনিম্ন $৫ ডলার থাকতে হবে। টাকা তুলতে পারবেন এলার্টপে / পেজা (Payza) এবং পেপালের মাধ্যমে।
রেজিষ্টেশনঃ
১. প্রথমে এখানে ক্লীক করে এড ফ্লাই এর হোম পেজে যান।
২. এবার Join Now বাটনে ক্লীক করুন।
৩. ফলে একটা ফরম আসবে। ফরমটি পূরণ করুন। প্রয়োজনে নিচের ছবি দেখে সাহায্যে নিতে পারেন।


[মনে রাখবেনঃ Account Type: এ Link Shrinker: Create Shortend URL and Earn Money সিলেক্ট করে দিতে হবে। সাধারণত এটা সিলেক্ট করাই থাকে। যদি অটোমেটিক সিলেক্ট না করা থাকে তাহলে সিলেক্ট করে দিন। প্রয়োজনে নিচের ছবিটি দেখুন।]
৪. ক্যাপচা পূরণ করে Join Now বাটনে ক্লীক করুন।
ফলে আপনার মেইলে কনফরমেশন লিং এবং কোড লিং চলে যাবে।

৫. কোডটি কপি করুন এবং কনফরমেশন লিংটিতে ক্লীক করুন।

 ৬. সবশেষে কোডটি পেষ্ট করে সাবমিট বাটনে ক্লীক করুন।

আগামী পর্বে ইনসাআল্লাহ যেসব বিষয়ে আলোচনা করা হবেঃ

১. পেমেন্ট
২. একাউন্ট সেটিংস
৩. লিং ব্যবহারের নিয়ম
আশা করি আপনাদের কাজে লাগবে….. আপনারা চেষ্টা করলে ইনসাআল্লাহ সাফলতা অর্জন করতে পারবেন। শুধু দরকার একটু ধর্য্য।

0 comments:

Post a Comment