Recent Post
Loading...

ফিটকিরির রাসায়নিক নাম কী? ফিটকিরির সাহায্যে কীভাবে পানি বিশুদ্ধ করা হয়?



ফিটকিরি একটি double salt. সবচেয়ে বেশী ব্যবহৃত ফিটকিরির (alum) formula হচ্ছে KAl(SO4)2,12H2O. এছাড়া অন্য ফিটকিরি হচ্ছে সোডা ফিটকিরি, NaAl(SO4)2, 12H2O; Ammonium ফিটকিরি, NH4Al(SO4)2, 12H2O এবং Chrome ফিটকিরি, KCr(SO4)2, 12H2O. খাবার জল বিশুদ্ধকরণে ফিটকিরির ব্যবহার flocculant হিসাবে হয়। ঘোলাটে জলে (colloidal জলে) ফিটকিরি দিলে flocculation হয় অর্থাৎ যেসব solid material এর জন্য জল ঘোলাটে হয়েছে সেগুলো floc বা flakes হয়ে ঘোলা জল থেকে বেরিয়ে এসে নীচে settled হয় এবং জল clear অর্থাৎ স্বচ্ছ হয়ে যায়।


ফিটকিরি হলো সোডিয়াম এবং এলুমিনিয়ামের একটি যৌগ লবণ। ফিটকিরির রাসায়নিক নাম পটাশ এলাম। এর রাসায়নিক সংকেত K2SO4.Al2(SO4)3 . 24H2O


ফিটকিরি হলো সোডিয়াম এবং এলুমিনিয়ামের একটি যৌগ লবণ। ফিটকিরির রাসায়নিক নাম পটাশ এলাম। এর রাসায়নিক সংকেত K2SO4.Al2(SO4)3 . 24H2O

সামান্য পরিমাণ ফিটকিরি পানিতে মিশিয়ে ছয় ঘণ্টা অপেক্ষা করে তা থেকে বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব। এক্ষেত্রে পাত্রের উপর থেকে পানি সংগ্রহ করতে হবে ও তলানি ফেলে দিতে হবে।

সাধারণত কত পরিমাণ পটাশ মেশাতে হয় এর কোন সুনির্দিষ্ট কোন হিসেব নেই তবে এর আদর্শ মিশ্রণ অনুমান করা হয় প্রতি লিটার পানিতে ২ গ্রাম পটাশ মিশ্রণ করা।

এ পদ্ধতিতে পানি থেকে জীবাণু মেরে ফেলা গেলেও পানি থেকে ক্ষতিকর ভারী পদার্থ (আর্সেনিক,ক্যাডমিয়াম, সীসা ইত্যাদি) দূর করা সম্ভব নয়।

0 comments:

Post a Comment