ধাতব পাত্রে ধাতু রাখা সম্পর্কিত সমস্যা সমাধানের কৌশল। আগে প্রশ্ন দেখি , তাহলে আমরা বুঝতে পারব *** জিংক বা দস্তার পাত্রে FeSO4 দ্রবণ রাখা যাবে কী? উত্তর : না । *** তামা বা কপার ধাতুর পাত্রে MgSO4 দ্রবণ রাখা যাবে কী? উত্তর : হ্যাঁ ব্যাখ্যা : যে পাত্রে রাখব তার সক্রিয়তা বেশি হলে রাখা যাবে না আর কম হলে রাখা যাবে। কারণ, সক্রিয়তা বেশি হলে পাত্র ঐ ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হবে। এখন সক্রিয়তা কোনটার কম আর ...
জৈব যৌগের জারণ-বিজারণ বিক্রিয়া।
জৈব যৌগের জারণ-বিজারণ বিক্রিয়া: এক্ষেত্রে তোমার শুধূ হাজারীর বইয়ের সুচীপত্রটা মনে রাখলেই চলবে!!! অ্যালকোহল অধ্যায়ের পরে আছে অ্যালডিহাইড ও কিটোন অধ্যায়, তার পরে আছে জৈব এসিড অধ্যায়। জারণ করার সময় সামনে যাবে আর বিজারণ করার সময় পেছনে আসবে! সুতরাং, অ্যালকোহলকে জারিত করলে হবে অ্যালডিহাইড/কিটোন। CH3CH2OH+[O]---> CH3CHO আবার অ্যালডিহাইড/কিটোন কে জারিত করলে ...
কৌশলগত দিক, বিক্রিয়ার ধারা ও উৎপন্ন বস্তুর প্রকৃতির উপর ভিত্তি করে জৈব বিক্রিয়াকে কত শ্রেণিতে ভাগ করা যায়?
কৌশলগত দিক, বিক্রিয়ার ধারা ও উৎপন্ন বস্তুর প্রকৃতির উপর ভিত্তি করে জৈব বিক্রিয়াকে ৪ শ্রেণীতে ভাগ করা যায়- ১. প্রতিস্থাপন বিক্রিয়া : যে বিক্রিয়ায় কোন জৈব যৌগ হতে এক বা একাধিক পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয়ে সে স্থানে অধিকতর সক্রিয় কোন পরমাণু বা মূলক স্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন- CH3Cl+KOH[জলীয়]→CH3OH+KCl এখানে –OH মূলক দ্বারা হ্যালাইড মূলক প্রতিস্থাপিত ...
কার্বনের ক্যাটেনেশন : কোন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘশিকল গঠন করার ধর্মকে ক্যাটেনেশন বলে। ল্যাটিন catena এর অর্থ শিকল। ক্যাটেনেশনের বিশেষ উদাহরণ হল ফুলারিন। কার্বনের চতুর্যজ্যতা : কার্বনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কার্বন চতুযোজী। C(6) = 1s2 2s2 2p1x 2p1y 2p0z C*(6) = 1s2 2s1 2p1x 2p1y 2p1z সাধারণ অবস্থায়, কার্বনের 2px 2py অরবিটালে ...
সমগোত্রীয় শ্রেণী/কাযকরীমূলকের নাম/সংকেত *অ্যালকেন/অ্যালকেন মূলক /(-C-C-) *অ্যলকিন/অ্যালকিন মূলক/-C=C- *অ্যালকাইন/অ্যালকাইন মূলক /C≡C- *অ্যালকাইল হ্যালাইড/অ্যালকাইল হ্যালাইড মূলক/-R-X *অ্যালকোহল/হাইড্রোক্সি মূলক/-OH *অ্যালডিহাইড/অ্যালডিহাইড মূলক/-CHO *কিটোন/কিটোন মূলক/-CO *কার্বক্সিল এসিড /কার্বক্সিলক মূলক/-COOH *ইথার /ইথার মূলক/-O- *অ্যালকাইল অ্যামিন/অ্যামিনো মূলক/-NH2 *এসিড ...
রসায়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
১.কর্পূর,অ্যামোনিয়াম ক্লোরাইড,ন্যাফথালিনের,কঠিন কার্বন ডাই-অক্সাইড(CO2) উর্ধ্বপাতন ঘটে । ২.পদার্থের ৫টি অবস্থা থাকতে পারে। যথা- কঠিন,তরল,বায়বীয়,তরল স্ফটিক ও প্লাজমা । ৩.তরল স্ফটিক অবস্থায় পদার্থ প্রবাহ ধর্ম,পৃষ্ঠটান ধর্ম,দৃঢ়তা ধর্ম,আলোক ধর্ম প্রদর্শন করে । ৪.পোলার জৈব যৌগসমূহ তরল স্ফটিক অবস্থা প্রাপ্ত হয় । ৫.নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ বনাম আয়তন লেখচিত্র অধিবৃত্তীয় ...
সংযোজন বিক্রিয়া : যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে একইভাবে জিংক(Zn) ও (S) সালফারের বিক্রিয়ায় জিংক সালফাইড (ZnS) তৈরির বিক্রিয়াও সংযোজন বিক্রিয়া। Zn+S ZnS (জিংক +সালফার=জিংক সালফাইড) আবার Fe (আয়রন ) এবং S (সালফার) এর বিক্রিয়া থেকে আমরা সংযোজন বিক্রিয়া জানতে পারি। যেমন : Fe+S=FeS (ফেরাস ...
এসএসসি প্রস্তুতি : রসায়ন সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : দুই মুখ খোলা 100 cm দৈর্ঘ্যের একটি স্বচ্ছ কাচ নলের এক প্রান্ত A এবং অপর প্রান্ত B দ্বারা চিহ্নিত করা হলো। A প্রান্তে HCl সিক্ত তুলা এবং B প্রান্তে NH3 দ্রবণে সিক্ত তুলা প্রবেশ করানো হলো। ক) ঊর্ধ্বপাতন কাকে বলে? খ) ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য একটি উদাহরণের সাহায্যে উল্লেখ করো? গ) NH3 এবং HCl-এর বিক্রিয়ায় কী উত্পন্ন হয়? ঘ) ...
বেস্ট অফ ইলেভেনঃ ১.আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসের পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্ছেন , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ? ২.আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে !!! ৩. সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ...