ধাতব পাত্রে ধাতু রাখা সম্পর্কিত সমস্যা সমাধানের কৌশল। আগে প্রশ্ন দেখি , তাহলে আমরা বুঝতে পারব
*** জিংক বা দস্তার পাত্রে FeSO4 দ্রবণ রাখা যাবে কী?
উত্তর : না ।
*** তামা বা কপার ধাতুর পাত্রে MgSO4 দ্রবণ রাখা যাবে কী?
উত্তর : হ্যাঁ
ব্যাখ্যা : যে পাত্রে রাখব তার সক্রিয়তা বেশি হলে রাখা যাবে না আর কম হলে রাখা যাবে। কারণ,
সক্রিয়তা বেশি হলে পাত্র ঐ ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হবে। এখন সক্রিয়তা কোনটার কম আর কোনটার বেশি হবে তা উপরের টেকনিক থেকে বের করবে।
*** জিংক বা দস্তার পাত্রে FeSO4 দ্রবণ রাখা যাবে কী?
উত্তর : না ।
*** তামা বা কপার ধাতুর পাত্রে MgSO4 দ্রবণ রাখা যাবে কী?
উত্তর : হ্যাঁ
ব্যাখ্যা : যে পাত্রে রাখব তার সক্রিয়তা বেশি হলে রাখা যাবে না আর কম হলে রাখা যাবে। কারণ,
সক্রিয়তা বেশি হলে পাত্র ঐ ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হবে। এখন সক্রিয়তা কোনটার কম আর কোনটার বেশি হবে তা উপরের টেকনিক থেকে বের করবে।