Recent Post
Loading...

কার্বননের ক্যাটেনেশন এবং কার্বনের চতুর্যজ্যতা।

 
কার্বনের ক্যাটেনেশন : কোন মৌলের পরমাণুসমূহ নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন আকার ও আকৃতির দীর্ঘশিকল গঠন করার ধর্মকে ক্যাটেনেশন বলে। ল্যাটিন catena এর অর্থ শিকল। ক্যাটেনেশনের বিশেষ উদাহরণ হল ফুলারিন।

কার্বনের চতুর্যজ্যতা : কার্বনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কার্বন চতুযোজী।

C(6) = 1s2 2s2 2p1x 2p1y 2p0z

C*(6) = 1s2 2s1 2p1x 2p1y 2p1z

সাধারণ অবস্থায়, কার্বনের 2px 2py অরবিটালে দুটি বিজোড় e- আছে এবং 2px খালি। তাই কার্বনের দ্বিযোজী হওয়া উচিত কিন্তু কার্বন চতুযোজী। কারণ উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর বহিঃস্তরের 2s উপস্তরের e- যুগল ভেঙ্গে একটি e- ফাঁকা 2pz অরবিটালে উন্নীত হয় এবং সংকরীকরণের মাধ্যমে চারটি নতুন সমতুল অরবিটাল গঠন করে। এভাবেই গঠিত হয় মিথেন (CH4) গঠিত হয় ।