Recent Post
Loading...

সংযোজন ও বিয়োজন বিক্রিয়ার বিস্তারিত রসায়ন


সংযোজন বিক্রিয়া :

যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে সংযোজন বিক্রিয়া বলে একইভাবে জিংক(Zn) ও (S) সালফারের বিক্রিয়ায় জিংক সালফাইড (ZnS) তৈরির বিক্রিয়াও সংযোজন বিক্রিয়া।

Zn+S ZnS (জিংক +সালফার=জিংক সালফাইড)

আবার Fe (আয়রন ) এবং S (সালফার) এর বিক্রিয়া থেকে আমরা সংযোজন বিক্রিয়া জানতে পারি। 

যেমন :

Fe+S=FeS (ফেরাস সালফেট)

এখানে এক অনু আয়রন এবং এক অনু সালফার যুক্ত বা সংযোজিত হয়ে ফেরাস সালফেট গঠন করেছে। যেহেতু এখানে দুটি ভিন্ন ধর্মী পদার্থ যুক্ত হয়ে একটি নতুন সুমপূরনো আলাদা বৈশিষ্ট্যের একটি যৌগ বা পদার্থ সৃষ্টি করেছে তাই এটি একটি সংযোজন বিক্রিয়া।

বিয়োজন বিক্রিয়া :

যে সকল বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে একটি যৌগ ভেঙ্গে একাধিক যৌগ উৎপন্ন করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে। 

যেমন -কপার কার্বনেটকে (CuCO3) তাপ দিলে তা ভেঙ্গে কপার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।

CuCO3=CuO+ CO2

অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দিলে তা ভেঙ্গে অ্যামোনিয়া (NH3) গ্যাস ও হাইড্রোজেন ক্লোরাইড (HCl) গ্যাসউৎপন্ন করে।

NH4 Cl=NH3+ HCl

পক্ষান্তরে পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে এটি বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড (KCl) ও অক্সিজেন গ্যাস উৎপন্ন