জৈব যৌগের জারণ-বিজারণ বিক্রিয়া: এক্ষেত্রে তোমার শুধূ হাজারীর বইয়ের সুচীপত্রটা মনে রাখলেই চলবে!!!
অ্যালকোহল অধ্যায়ের পরে আছে অ্যালডিহাইড ও কিটোন অধ্যায়, তার পরে আছে জৈব এসিড অধ্যায়। জারণ করার সময় সামনে যাবে আর বিজারণ করার সময় পেছনে আসবে!
সুতরাং, অ্যালকোহলকে জারিত করলে হবে অ্যালডিহাইড/কিটোন।
CH3CH2OH+[O]---> CH3CHO
আবার অ্যালডিহাইড/কিটোন কে জারিত করলে পাওয়া যাবে জৈব এসিড!!!
CH3CHO+[O]---> CH3COOH
একইভাবে, জৈব এসিডকে বিজারণ করলে পাওয়া যাবে অ্যালডিহাইড/কিটোন।
আবার, অ্যালডিহাইড/কিটোনকে বিজারণ করলে পাওয়া যাবে অ্যালকোহল!
অ্যালকোহল অধ্যায়ের পরে আছে অ্যালডিহাইড ও কিটোন অধ্যায়, তার পরে আছে জৈব এসিড অধ্যায়। জারণ করার সময় সামনে যাবে আর বিজারণ করার সময় পেছনে আসবে!
সুতরাং, অ্যালকোহলকে জারিত করলে হবে অ্যালডিহাইড/কিটোন।
CH3CH2OH+[O]---> CH3CHO
আবার অ্যালডিহাইড/কিটোন কে জারিত করলে পাওয়া যাবে জৈব এসিড!!!
CH3CHO+[O]---> CH3COOH
একইভাবে, জৈব এসিডকে বিজারণ করলে পাওয়া যাবে অ্যালডিহাইড/কিটোন।
আবার, অ্যালডিহাইড/কিটোনকে বিজারণ করলে পাওয়া যাবে অ্যালকোহল!