ইলেকট্রন ইলেকট্রন একটি অধঃ-পরমাণু (subatomic) মৌলিক কণা (elementary particle) যা একটি ঋণাত্মক তড়িৎ আধান বহন করে। ইলেকট্রন একটি স্পিন -১/২ অর্থাৎ ফার্মিয়ন) এবং লেপ্টন শ্রেনীভুক্ত। এটি প্রধানত তড়িৎ-চুম্বকীয় মিথষ্ক্রিয়ায় অংশগ্রহণ করে। পারমাণবিক কেন্দ্রের (নিউক্লিয়াসের) সঙ্গে একত্র হয়ে ইলেকট্রন পরমাণু তৈরি করে এবং এর রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। মূলত ইলেকট্রন চলাচলের ...
জারণ মান বের করার পদ্ধতি
যেভাবে জারণ মান বের করবেন: মনে করি KClO4 যৌগে Cl এর জারণ মান বের করতে হবে।তাহলে এর সাথে অন্য মৌলগুলোর পরমানু ও যোজনীর গুণফল যোগ করে সমান চিহ্ন দিয়ে 0 দিতে হবে।যেমন:K এর যোজনী 1 আর O এর যোজনী -2 ও পরমানু 4 তাহলে Cl এর জারণ মান; KClO4 >>> (1)+Cl+{4*(-2)}=0 বা,1+Cl-8=0 বা,Cl-7=0 বা,Cl=+7 (answer ...
অণু ও পরমাণু কাকে বলে? উহাদের ৫টি পার্থক্য লিখ। অণুঃ অণু শব্দের অর্থ ক্ষুদ্র। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ পদার্থের ধর্মাবলী অক্ষুন্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে। পরমাণুঃ ‘পরম’ শব্দের অর্থ অত্যন্ত আর অণু শব্দের অর্থ ক্ষুদ্র। পরমাণু শব্দের অর্থ অত্যন্ত ক্ষুদ্র। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা অবিভাজ্য ...
রাসায়নিক বিক্রিয়া এর বিশ্লেষণ ও তাৎপর্য ১। রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ৩ টি উপায় বর্ননা কর। উত্তরঃ রাসায়নিক বিক্রিয়া : এক বা একাধিক বস্তুর রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন পদার্থ সৃষ্টির প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ৩ টি উপায়: ১) সংস্পর্শ ২) আলো ৩) বিদ্যুৎ ১) সংস্পর্শ: কোন রাসায়নিক ...
কোনটা এসিড, কোনটা ক্ষারক,কোনটা লবণ জানার টেকনিক কোনটা এসিড, কোনটা ক্ষারক,কোনটা লবণ তা নিয়ে তোমরা প্রায় সময়ই ঝামেলায় পড় অথচ কিছু টেকনিক জানলেই তোমরা এ সমস্যার সমাধান পেতে পার । ============================================== যৌগ দেখে কিভাবে এসিড, ক্ষারক, লবণ চিনতে হয় আজ তা নিয়ে আলোচনা করা হবে । এর জন্য প্রথমে ধাতু ও অধাতু সম্পর্কে জানতে হবে । _______________ ধাতু = সাধারণত ...
মৌল কি? এর সম্পর্কে বিস্তারিত রসায়ন
মোল(Mole) সম্পর্কে প্রাথমিক ধারনা : মোল শব্দটি জার্মান Molekul শব্দটির সংক্ষেপিত রূপ,উইলহেম অসওয়াল্ড সর্ব প্রথম এর ধারনা দেন। মোলের সাধারন সঙ্গা হিসেবে বলা যায়, কোন আইসোটোপে তার আনবিক/পারমাণবিক ভরের সমান পদার্থ থাকলে অথবা অ্যাভোগেড্রো সংখ্যক (6.023E23), যৌগের ক্ষেত্রে অনু ও মৌলের ক্ষেত্রে পরমানু থাকলে তাকে উক্ত পদার্থের এক মোল বলা হয়। সাধারন কথায়, মোল হচ্ছে শুধুই একটা ...
সিলিকা জেল কি? এবং এর ব্যবহার।
জেনে নিন সিলিকা জেলের ব্যাবহারঃ সিলিকা সর্বসাধারণের কাছে খুব বেশি পরিচিত না। তবে সিলিকার তৈরি ব্যাগ সম্বন্ধে কম-বেশি সবাই জানে। যেকোনো পণ্য কেনার পর দেখবেন এর মধ্যে ছোট একটি ব্যাগ আছে। কেনার সঙ্গে সঙ্গে আমরা ব্যাগটি ফেলে দেই। অথচ ওই ছোট্ট সিলিকা ব্যাগটি আপনার পছন্দের পণ্যটিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। কারণ এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে। আর এই ব্যাগের ওপর বড় করে লেখা থাকে ...
জারণ বিজারণ বিক্রিয়া
জারণ-বিজারন বিক্রিয়া রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রায়ই এই জারণ বিজারন বিক্রিয়া তালগোল পাকিয়ে যায়। কয়েকটি বিষয় মাথায় রাখলে জারন-বিজারন বিক্রিয়া একদম পানির মত পরিষ্কার হয়ে যাবে,কথা দিচ্ছি। প্রথমে জারন বিক্রিয়ার প্রসঙ্গে আসা যাক। জারন বিক্রিয়াটা আসলে কি? সহজ কথায়, বিজারক জারিত হওয়াই জারন বিক্রিয়া। অর্থাৎ, বিজারক,জারিত, জারন- এ তিনটি শব্দ সম্পর্কযুক্ত। তাই এই তিনটি শব্দ আলাদা ...
আয়োডিমিতি আর আয়োডোমিতি
আয়োডিমিতি আর আয়োডোমিতি ইন্টারমিডিয়েট (HSC) এ পড়ার সময় আমি যতবারই আয়োডিমিতি আর আয়োডোমিতি পড়তাম, ততবারই একটা আরেকটার সাথে পেঁচাইয়া ফেলতাম। আজকের লেখায় তাই ফোকাস করব এই দুটি বিষয়ের উপর। চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার। তাহলে চলুন শুরু করা যাক... ★আয়োডিমিতি : প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে ট্রাইট্রেশন করার পদ্ধতি। আয়োডিমিতি প্রক্রিয়ায় বিজারক পদার্থ যেমন- সালফেট, থায়োসালফেট, ...
Full Form Of Some non technicalWords===========================B. A. — Bachelor of ArtsM. A. — Master of ArtsB. Sc. — Bachelor of ScienceM. Sc. — Master of ScienceB. Sc. Ag. — Bachelor of Science inAgricultureM. Sc. Ag. — Master of Science inAgricultureM. B. B. S. — Bachelor of Medicineand Bachelor of SurgeryM. D. — Doctor of MedicineM. S. — Master of SurgeryPh. D. / D. Phil. — Doctor of Philosophy (Arts & Science)D. ...
BS-Base Station MSC-Mobile Switching Center AMPS-Advanced Mobile Phone System NMT-Nordic Mobile Telephony DAMPS-Digital Advanced Mobile Phone System CDMA-Code Division Multiple Access CSD-Circuit Switched Data GSM-Global System for Mobile Communication SIM-Subscriber Identity Module TIA-Telecommunications Industry Association MAC-Media Access Control RLP-Radio Link Protocol PCS-Personal Communications ...