Recent Post
Loading...

জারণ মান বের করার পদ্ধতি




যেভাবে জারণ মান বের করবেন: মনে করি KClO4 যৌগে Cl এর জারণ মান বের করতে হবে।তাহলে এর সাথে অন্য মৌলগুলোর পরমানু ও যোজনীর গুণফল যোগ করে সমান চিহ্ন দিয়ে 0 দিতে হবে।যেমন:K এর যোজনী 1 আর O এর যোজনী -2 ও পরমানু 4 তাহলে Cl এর জারণ মান; KClO4 >>> (1)+Cl+{4*(-2)}=0 বা,1+Cl-8=0 বা,Cl-7=0 বা,Cl=+7 (answer)