Recent Post
Loading...

রসায়ন নিয়ে কিছু মজার ম্যাজিকের মেগা পোস্ট!!!!না দেখলে মিস-02

রসায়ন নিয়ে মজার অনেক কাজ করা যায় যেগুলোকে অনেকে ম্যাজিকও বলে। শিরোনাম দেখই বুঝা যাচ্ছে এই পোষ্ট রসায়নরে কিছু মজার বিষয়  নিয়ে । খেলাগুলো ছোট ছোট হলেও আর্শ্চযজনক। চলুন দেরি না করে এক নজরে দেখে ফেলি কি কি নিয়ে লেখা হয়েছে আজকের পোষ্টটি।
chemistry রসায়ন নিয়ে কিছু মজার ম্যাজিকের মেগা পোস্ট!!!!না দেখলে মিস

বাসায় বসে সাবান প্রস্তুত করুনঃ

যা যা লাগবেঃ

৫০ মিঃ লিঃ নারিকেল তেল ( প্যারাসুট নারিকেল তেলের ৫০ মিলির প্লাস্টিক বোতল পাওয়া যায় ) ,
৫০ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাড NaOH ( এতো কঠিন নাম মনে রাখার দরকার নাই, দোকানে গিয়ে কস্তিক সোডা বললেই দিয়ে দিবে ) 
লবন।

কি করতে হবেঃ

১. ছোট একটি কড়াই বা পাতিল নিন।

২. তাতে তেল ঢেলে দিন ।

৩. একটু গরম করুন ( ১ মিনিট হলে হবে )

৪. সাবধানে তেলের সাথে কস্তিক সোডা মেশান ।

৫. কিছুক্ষন গরম করুন।

৬. যখন দেখবেন করাই এ সাদা সাদা শক্ত বস্তু ( সাবান ) দেখা যাচ্ছে তখন করাই নামিয়ে ফেলুন।

৭. এবার পাত্রে হাল্কা পরিমান লবন দিন ( গ্লিসারিন থেকে সাবান আলাদা করার জন্নে লবন দিতে হবে, লবন না দিলে ও হবে – এ লাইন টুকু না বুজলে ও চলবে )

৮. সাবান রোঁদে শুকিয়ে নিন।

৯. সাবানের নির্দিষ্ট আকার দিন।

ব্যাস , প্রস্তুত হয়ে গেল সাবান। বাসায় প্রস্তুত করা এ সাবান অধিক ক্ষার যুক্ত , তাই ব্যবহার করার সময় সাবধান থাকুন ।

সতর্কতাঃ

১. করাই এ কস্তিক সোডা ঢালার সময় সাবধান থাকতে হবে ।

২. এ সাবান অধিক ক্ষার যুক্ত, তাই বাচ্চাদের হাতে দিবেন না ।

কিভাবে তৈরী করবেন হাসি বায়ু?

আপনার কি কখন ও হাসি আসে না ? হাসি না আসলেও সমস্যা নেই। খুব কঠিন মানুষকে ও হাসাতে পারে রসায়ন। রসায়নের এ বিশেষ রসের নাম হাসি বায়ু বা লাফিং গ্যাস । আমার কথা শুনে হাসবেন না। সত্যি হাসি বায়ুর প্রভাবে সবাই হাসতে বাধ্য। এ বায়ুর কোন রং নেই। তবে মৃদু মিষ্টি গন্ধ আছে । এর রাসায়নিক সংকেত N2O .

আপনি কি হাসি বায়ু তৈরি করতে চান……

যা যা লাগবেঃ

১. এমনিয়াম নাইট্রেট ( একটু খোজ করলেই কিনতে পারবেন )

২. টেস্টটিউব-২ টি ( পাতলা কাচের বোতল নিলেও হবে )

৩. কাচনল ( ফেলে দেয়া স্যালাইনের প্লাস্টিক নল হলে হবে )

কি করতে হবেঃ

টেস্টটিউব এ এমনিয়াম নাইট্রেট নিন । নিচের ছবির মত করে সাজিয়ে নিন ।

এবার টেস্টটিউব এ তাপ দিন । উৎপন্ন হয়ে যাবে হাসি বায়ু ।

ব্যবহারঃ

এ বায়ু নিঃশ্বাসের সাথে অল্প পরিমাণ গ্রহন করলেই হাসি আসবে ।

সতর্কতাঃ

এ বায়ু নিঃশ্বাসের সাথে বেশি নিলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে ।
অতিরিক্ত গ্রহণ করলে মারা যেতে পারে

0 comments:

Post a Comment